You are viewing a single comment's thread from:

RE: Lifestyle diarygame 4 Dec, 2025 || Time for school

in Incredible India23 days ago
DescriptionInformation
Verified UserYes
#steemexclusiveYes
Power downNo
Plagiarism FreeYes
AI/Gpt FreeYes
Feedback / Observation
  • প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করি। কয়েকদিন যাবৎ আপনি অসুস্থ এবং রীতিমত আপনাকে ইনজেকশন নিতে হচ্ছে। তবে ইতিমধ্যেই ইনজেকশন নেওয়া শেষ হয়েছে তাই আশা করছি এখন আপনি খুব দ্রুত সুস্থ বোধ করবেন।

  • সত্যি কথা বলতে এমন কিছু কিছু ক্লাস আছে যেগুলো নিজে উপস্থিত থেকে না শুনলে তা সঠিকভাবে বোধগম্য হয় না। হয়তো আমরা পরবর্তীতে আমাদের ক্লাসমেটদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারি, কিন্তু নিজে উপস্থিত থেকে শোনার যে সুফল রয়েছে সেটা পরবর্তীতে নোটের মাধ্যমে পাওয়া যায় না। তাই অসুস্থ থাকা সত্ত্বেও আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাসে যাওয়ার এবং যেটা সঠিক সিদ্ধান্ত ছিলো বলেই আমার ধারণা।

  • দুটি ক্লাসের মাঝে যে গ্যাপ ছিলো, সেই সময় আপনারা বন্ধুদের সাথে সুন্দর সময় কাটিয়েছেন এবং পরবর্তীতে দ্বিতীয় ক্লাস শেষ করে বাড়িতে এসে আবার ফার্মেসিতে গিয়েছিলেন ইনজেকশন আনার জন্য। তারপর সেখান থেকে ফিরে রান্না করে খেয়ে বিশ্রাম নিয়েছেন।

  • শারীরিক এতো অসুস্থতা সত্ত্বেও কিন্তু ক্লাসে আপনি যোগদান করেছিলেন যা অবশ্যই প্রশংসনীয়। আপনার স্কুলের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also likes to inspire you to participate in the engagement by visiting others' posts and making insightful comments.


Regards
@sampabiswas (senior moderator)
Incredible India
Date:- 05/12/2025

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif