"The November contest #1 by sduttaskitchen|Value of memories!"
![]()
|
|---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই আজকের দিনটা খুব ভালো কেটেছে। অনেকদিন বাদে আজ কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত নভেম্বর মাসের প্রথম সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি।
বরাবরের মতনই ম্যাম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি অসাধারণ বিষয়বস্তু নির্বাচন করেছেন, এই সপ্তাহের কনটেস্টের জন্য। তাই সেই বিষয়বস্তুর সম্পর্কে নিজস্ব মতামত ও অনুভূতি আজকে এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি, -
|
|---|
"স্মৃতি" এই একটি মাত্র শব্দ শুনলেই আমাদের মনের মধ্যে আমাদের জীবনের ফেলে আসা হাজারো মুহূর্ত আসা-যাওয়া করে। এই শব্দটি শুনে আমিও এক মুহূর্তেই পৌঁছে যাই ছেলেবেলায়। তারপর ধীরে ধীরে নিজের বড় হয়ে ওঠা থেকে শুরু করে, আজ পর্যন্ত ঘটে যাওয়া জীবনের বিশেষ কিছু মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে।
সেই মুহূর্ত গুলিতে কখনো অনাবিল আনন্দ ছিলো, আবার কখনো ছিলো মনের গহীনে চাপা পড়ে থাকা কিছু কষ্ট, যা হয়ত কখনো কাউকে বলা হয়ে ওঠেনি। এই সবগুলোই আমার জন্য স্মৃতি।
কারণ ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি স্মৃতি যে সব সময় সুখকর হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিছু খারাপ লাগার মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় আজীবনের জন্য যুক্ত হয়ে যায় এবং হাজার চেষ্টাতেও আমরা তা মুছে ফেলতে পারি না।
স্মৃতি আমার কাছে এমন এক মুহূর্ত যাপন, যা আমাদের অতীত জীবনে ঘটে যাওয়া কিছু পরিস্থিতির কথা মনে করায়। আর সেই মনে পড়ার ফলে কখনো কখনো আমাদের মন ভারাক্রান্ত হয়, আবার কখনো কখনো প্রাণ খুলে হেসে ওঠি আমরা।
|
|---|
একদমই আমি বিশ্বাস করি যে, স্মৃতি আমাদেরকে জীবনের অনেক কিছু বুঝতে সাহায্য করে। কারণ আমাদের জীবনে যা কিছু স্মৃতি তার সবটাই অতীত। ভবিষ্যৎ আমরা কেউই দেখতে পারি না, তাই অতীতের উপরে নির্ভর করেই ভবিষ্যতের পরিকল্পনা করাতে আমরা অভ্যস্ত। আর ঠিক এই কারনেই স্মৃতির হাত ধরেই আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারি।
আর সেই বাস্তবতা বোঝার মাধ্যমেই আমরা আমাদের জীবনের আগামী দিনের পরিকল্পনা করতে পারি। সব সময় আমাদের জীবনে আমাদের পরিকল্পনা মাফিক পরিস্থিতি তৈরি হয় না। তবে কোন পরিস্থিতিতে আমাদের কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত, সে বিষয়ে কিছুটা হলেও ধারণা তৈরি হয়। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, জীবনের ভালো-মন্দ যে কোনো পরিস্থিতি বা যে কোনো সিদ্ধান্তের বিষয়ে স্মৃতির উপরেই আমরা বেশিরভাগ সময় নির্ভর করি।
|
|---|
এই প্রশ্নটার উত্তর লিখতে গিয়ে এতো হাজার হাজার স্মৃতি চোখের সামনে ভাসছে যে কোনটা ছেড়ে কোনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটাই বুঝে উঠতে পারছি না। জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত সবার আগে মনে পড়লো, তাই সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আমি বুঝতে শেখার পর থেকে খুব কাছের কোনো মানুষকে হারানোর কষ্ট অনুভব করিনি। আমার দিদা আমার অনেক ছোটোবেলাতে মারা গিয়েছেন, তার স্মৃতি আমার কাছে একেবারেই আবছা। তবে বুঝতে শেখার পর প্রথম যে মানুষটিকে হারিয়েছে তিনি অন্য কেউ নন, আমার মা।
তাই সেই অনুভূতি আমার জন্য সবথেকে কষ্টদায়ক স্মৃতি। মা কে হারানোর কষ্ট তখন যতটা অনুভব করেছি, বয়স বাড়ার সাথে সাথে সেই কষ্ট যেন আরও তীব্র হচ্ছে।
আবার উল্টোদিকে যেদিন প্রথম তিতলি এই পৃথিবীতে এলো, সেদিনই প্রথমবার আমি কোনো সদ্যজাতকে নিজের চোখের সামনে হতে দেখলাম। অপারেশন থিয়েটারের বাইরে যখন প্রথম নার্স ওকে এনে দেখালো, সেই মুহূর্তের আনন্দের অনুভূতিও আমি আপনাদের সাথে ভাষায় ব্যক্ত করতে পারবো না। মুহুর্তটি আজও আমার স্মৃতিতে অমলিন। সেদিন যেন মনে হয়েছিলো, তিতলির মাধ্যমে আমি আবার মাকে ফিরে পেলাম।
আমার পোষ্য পিকুলর সাথে কাটানো মুহূর্তগুলো আমার স্মৃতির পাতায় আজীবন থাকবে। ওর সঙ্গে আমার মাত্র চার বছর থাকার সুযোগ হয়েছিলো। তবে সেই দিনগুলো ছিলো আমার জীবনে অনেক বেশি আনন্দের। আজ যদিও তার সবটাই স্মৃতি, কিন্তু ওর উপস্থিতি আজও আমি প্রতি মুহূর্তেই অনুভব করি।
এছাড়াও স্কুল-কলেজ জীবনের অসংখ্য স্মৃতি, জীবনে প্রথম ভালবাসার অনুভূতি, প্রথমবার পাহাড় ও সমুদ্র দেখার মুহূর্ত,স্মৃতির পাতা জুড়ে আছে। এমনকি এখনও আমি বান্ধবীদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, যা আগামী দিনের স্মৃতির পাতায় জমা হবে। একটা সময় যখন বয়সের ভারে আর কোনো কিছু করা সম্ভব হবে না, তখন এই মুহূর্তগুলোই হবে বেঁচে থাকার একমাত্র সম্বল।
|
|---|
যাইহোক সবশেষে এটাই বলতে চাই যে, স্মৃতি আমাদের প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ এবং অমূল্য সম্পদ। এই স্মৃতি আমরা যতদিন পর্যন্ত বাঁচব তা বাড়তেই থাকবে। সত্যি বলতে ক্যামেরা, মোবাইল এই সব কিছুতে যত মুহূর্ত স্মৃতি হিসেবে ধরা যায়, তার থেকেও অনেক বেশি ধরা থাকে আমাদের মনের মনিকোঠায়।
হয়তো তা অন্যকে দেখানো যায় না। তবে নিজের ভিতরে সেই স্মৃতি সব সময় অনুভব করা যায়। যাইহোক আপনাদের প্রত্যেকের জীবনে অনেক আনন্দের ও সুখের স্মৃতি জমা হোক এই প্রার্থনা করে আজকের পোস্ট এখানেই শেষ করবো।
তবে শেষ করার আগে আমি আমন্ত্রণ জানাই আমার তিনজন বন্ধু @pinki.chak @cymolan ও @piya3 কে। আশাকরি তারাও এই কনটেস্টে অংশগ্রহণ করে তাদের জীবনের সুন্দর কিছু স্মৃতির কথা আমাদের সকলের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।






