সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের সুন্দর একটি দৃশ্য ফটোগ্রাফি ।

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম, আজকের ফটোগ্রাফিতে হল, সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের সুন্দর একটি দৃশ্য।

আজ থেকে দুদিন আগে, আমি আমার দোকানের বাইরে বসে ছিলাম, বিকাল বেলায় তখন আকাশের যখন সূর্য অস্ত যাবে তখন সে দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল, যেটা যেকোন মানুষের দেখলে ভালো লাগবে, এবং তখন আমি মনে করলাম যে আমি এই সূর্য অস্ত যাওয়ার সময় কিছু ফটোগ্রাফি আমি আমার মোবাইলের উঠিয়ে রাখি

IMG_20241026_171412.jpg

এবং তখন আমি আমার হাতে থেকে স্মার্ট ফোন দিয়ে সেই সুন্দর আকাশের কিছু ছবি আমার মোবাইলে আমি উঠাই এবং এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল এখন আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করলে মনে হয় আপনাদেরও ভালো লাগবে, সে কারণে আজকে সেই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের সুন্দর কিছু দৃশ্য ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি।

IMG_20241026_170940.jpg

আমি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে, তারপরও আমার মনে হচ্ছে আমার কাছে যেহেতু ভালো লাগছে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগে কারণ শুদ্ধ অস্ত যাওয়ার সময় যে সুন্দর আকাশের দৃশ্যের মুহূর্তটা এটা সকলের কাছেই ভালো লাগে কারণ শেষ বিকেলে আকাশের দিকে তাকালে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যায়।

যতই মন খারাপ থাকুক না কেন আপনি বিকাল টাইমে যদি ঘুরতে বাইর হন এবং আকাশে হালকা মেঘলা এবং লাল হয়ে থাকে, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20241026_170928.jpg

আমি যে ছবিগুলো উঠেছি এগুলো আজ থেকে দুদিন আগেকের ছবি আমি মনে করলাম যে এই ছবিটা আমি দুইদিন আগেই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সময়ের অভাবে আমি শেয়ার করতে পারি নাই তারপর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি।

কারন আমি যখন বিকাল বেলায় দোকানের সামনে বসে ছিলাম তখন আকাশের দৃশ্য গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগছিল আমি মনে করি অবশ্যই আপনাদের কাছেও আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।

IMG_20241026_170934.jpg

এবং যারা সূর্য অস্ত যাওয়ার সময় টা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ সূর্য অস্ত যাওয়ার সময়ের যে মুহূর্তটা এটা এমন কোন মানুষ নেই যে যার কাছে ভালো লাগে না আমরা যখনই অধিক কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন একটু সময় পেলেই বিকালবেলা হাঁটতে বাইর হয় এবং সেই সময়ই সূর্য অস্ত যাওয়ার সময়টাই থাকে এবং এই সময় প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যায়।

IMG_20241026_170940.jpg

তো আপনাদের কাছে আজকের এই ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার পোস্টের ভিতর যদি কোন ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

প্রথমেই বলি সূর্য যখন অস্ত যায়, সেই অপূর্ব দৃশ্য দেখতে সত্যিই খুব ভালো লাগে। আপনি কোন একদিন সূর্য অস্ত্র যাবার আগে কোন দোকানের সামনে বসেছিলেন। এরকম দৃশ্য উপভোগ করবেন বলে।সেটাকে ফটোগ্রাফি করেছেন ।আমাদের মাঝে শেয়ার করবেন বলে। সূর্য অস্ত্র যাওয়ার সময় টাতে বিকেল বেলায় বাইরে বেরোতে বেশ ভালই লাগে। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। এরকম দৃশ্য দেখলে যে কোন মানুষের মন এমনি ভাল হয়ে যাবে। সুন্দর দৃশ্যটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 last year 

আকাশের সৌন্দর্যের কোন তুলনা হয় না আকাশের সৌন্দর্য উপভোগ করতে আমি অনেক বেশি পছন্দ করি এবং সূর্য যখন অস্ত হয় তখন তার দৃশ্য সত্যি একটি উপভোগ করার মতো দৃশ্য যে দৃশ্য উপভোগ করতে সবারই ভালো লাগে খুবই সুন্দর ফটোগ্রাফি ধারণা ধন্যবাদ আপনাকে।