কোন মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে হয়।

in Incredible India9 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, কোন মানুষকে ঠকালে নিজেকেও ঠকতে হয়।

এখনকার সময় মানুষ একটু বেশি করে থাকে, কিন্তু এই মানুষগুলো কখনো চিন্তা ভাবনা করে না, যে আমরা যে মানুষের সাথে চিটারি বাটপারি এটা কখনো ঠিক হচ্ছে কিনা। এখন আপনি একটু মানুষের সাথে চিটারি করে কিছু টাকা হাতিয়ে নিলেন কিন্তু এই টাকা হাতিয়ে মিয়া আপনার কি অনেক বেশি লাভ হবে, আমি মনে করি কখনোই হবে না অবশ্যই এই টাকা হাতিয়ে নিলে এর প্রভাব আপনাকে একদিন না একদিন পড়বে।

hand-3588162_1280.jpg
Src
সেদিন আপনি বুঝতে পারবেন, যে মানুষের সাথে চিটারি বাটপারি করা কতটা ক্ষতিকর। কিন্তু এখনকার সময় মানুষ এগুলো কখনো চিন্তাভাবনাও করে না সবসময় যেন চিন্তাভাবনা করে যে কোন মানুষটাকে ঠকানো যায় তার কাছ থেকে কিছু নেওয়া যায় সবসময় জন্য এটাই চিন্তা ভাবনা করে থাকে।

আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন যে আপনি ঠকে যাচ্ছেন যদি আপনি একটু বুদ্ধিমান হন তাহলে হয়তো ঠকবেন না কিন্তু যারা বোঝেনা জানেনা তারা তো ঠিকই ঠোকে আসছে।

একটি উদাহরণ আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনার বাসায় একটি মানুষ কাজ করে সে মানুষ কি মনে করেন ভীষণ গরিব মানুষ, সে সারাদিন তোমার বাসায় কাজ করেছে কিন্তু কাজ শেষে তুমি তার টাকাটা দিলেনা।

thai-4065857_1280.jpg
Src
এটাই হলো মানুষকে ঠকানো, তোমার উচিত যে মানুষটা তোমার বাসা সারাদিন কাজ করেছে তার পাওনাটা সময় মতন বুঝিয়ে দাও কিন্তু দেখবেন, যে অনেক মানুষ আছে কাজ করা সেটা বলে যে পরে নিয়ো পরের কথা বলে আর পরে দিতে মনে থাকে না এবং দেয়ও না এটা আসলে ঠিক না সে তোমার কাজ করেছে তোমাকে অবশ্যই মনে করে তার টাকাটা দিয়ে দেওয়া তোমার কর্তব্য।

এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমার জানা নেই মানুষ অনেকে অনেক ভাবে একটি মানুষকে ঠকায় আমার মতে মানুষকে ঠকানো একদমই উচিত না, তাকে পারলে তুমি সাহায্য করো তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও।

যাইহোক আমি যত কথাই বলি না কেন মানুষ তো এমনটাই করে আসছে এখন তো সময় যে যেভাবে মানুষকে ঠকাতে পারে সে সেভাবেই উঠে আসছে কেউ ঠকিয়ে বড়লোক হচ্ছে কেউ ঠকে গরিব লোক হচ্ছে। কিন্তু এই যে মানুষ মানুষের ঠকাচ্ছে এর প্রভাব একদিন তাদের প্রতি অবশ্যই পড়বে।

সেদিন সে মানুষটা বুঝতে পারবে যে আমি কত মানুষকে ঠকিয়েছি যার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে আছে।

তা যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করেছি এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 
DescriptionInformation
Verified User
Burnsteem 25
#steemexclusive
Plagiarism Free
Bot Free
Gpt free
350+ Words316
Club5050
Voting CSI97
Quality7/10

Feedback / Observation |

Hello friend @sanaula

  • I don't understand what you want to say, you should give a clear description about cheating. It is true that many people usurp the property of others or do not pay the rightful money. God watches such a person.

  • We wish you success in life.

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .

With Regards
@sur-riti (Mod.)
Incredible India

Discord Twitter Telegram Instagram

4IJbBnRVy9Iq78L7aK.gif

 9 months ago 

কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। যে মানুষকে ঠকায় সে কোন না কোন ভাবেই একদিন না একদিন ঠকবেই। মানুষকে আঘাত দিলে এবং কষ্ট দিলে মানুষের অভিশাপ যে কোন মুহূর্তে তার বড় ধরনের ক্ষতি হতে পারে।

আমরা মানুষ তাই আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক তবে জেনেশুনে যে ভুল করে এবং অন্যায় ভাবে মানুষকে প্রতিনিয়তই ঠকাতে থাকে স্বয়ং আল্লাহ সুবাহানাতালা তাকে ক্ষমা করবে না যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তিকে সে ঠকিয়েছে তার কাছে ক্ষমা না চাই অথবা তার ক্ষতি পুরুন না‌ দেয়। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষা নিও একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনি আমার এই পোস্টটি অনেক সুন্দর করে পড়েছেন এবং তার অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।

 9 months ago 

ভাই সুন্দর পোস্ট পড়তে বড় বাড়ি খুবই ভালো লাগে এই জন্য সুন্দর পোস্ট গুলো মনোযোগ দিয়ে পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে খুব সুন্দর একটি রিপ্লে দেওয়ার জন্য।

 9 months ago 

এই ২২ বছর বয়সে এতটুকু বুঝতে পারছি খুব ভালোভাবে। কোন ব্যক্তিকে যদি ঠকানো হয় তার থেকে দ্বিগুণ নিজেকে ঠকতে হবে।

একটা লাইন তো বইতে পড়েছি কর্মের ফল মৃত্যুর আগে অবশ্যই তাকে ভোগ করাই সৃষ্টিকর্তা সেটা ভালো বা খারাপ।

তাই প্রত্যেকের উচিত কাউকে কষ্ট দেওয়া বা ঠকানোর আগে একবার ভেবে নেওয়ার।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপা আপনি আপনি আমার এই পোস্টটি করেছেন এবং তার অনেক সুন্দর একটি কমেন্ট আপনি আমাকে করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 9 months ago 

একদম সঠিক কোন মানুষকে ঠকালে নিজেকেও কোন এক সময় ঠকতে হয় ‌।। আমরা মনে করি একজন মানুষ ঠকালে আমার শুধু লাভ কোন ক্ষতি হবে না এরকম ভাবাটা একদম ভুল।। সৃষ্টিকর্তা একজন আছেন কেউ ঠকালে তার বিচার পৃথিবীতেই করেন।।

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি অনেক সুন্দর করে পড়েছেন এবং আপনার মূল্যবান মতামতটা অনেক সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 9 months ago 

আপনার মাঝে একটা জিনিস দেখে আমি সত্যিই আনন্দিত।। সেটা হচ্ছে আপনি বর্তমান সময়ে অনেক অ্যাক্টিভ থেকে কাজ করছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে।।

 9 months ago 

আমরা হয়তোবা অনেকেই জানি আমরা একটা মানুষকে যতটুকু দিব। আল্লাহতালা আমাদেরকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেবে। তাই কোন মানুষকে ঠকানোর চিন্তাভাবনা করা মোটেও ঠিক না কেননা আপনি হয়তো বা তাকে ঠকিয়ে দুই দিন ভালো থাকবেন। কিন্তু পরবর্তীতে কোন না কোন ভাবে জীবনের যেকোনো জায়গায় আপনাকেও ঠকে যেতে হবে।

কাউকে ঠকানোর চিন্তাভাবনা না করে, যদি পারেন তাহলে কারো উপকার করার চেষ্টা করেন। কেননা দিনশেষে আল্লাহ তা'আলা আপনার জন্য ভালো কিছু রেখে যাবে। তাই আসুন সবাই ভালো চিন্তা ভাবনা নিয়ে সমাজে বসবাস করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

New to Steemit?