ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আজকে যে ফুলের ফটোগ্রাফি কি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এটা আমাদের ওদিকে কচা ফুল বলে।

IMG_20241027_172814.jpg

এই ফুলগুলো আমার মোবাইলে আমি উঠেছিলাম বেশ কিছুদিন আগে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করেছিলাম যে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, সেই সময় একটি গাছে এই ফুলগুলো ফুটতে দেখে আমার কাছে খুব ভালো লাগছিল এর কারনে সেই সময়ই আমি আমার মোবাইল দিয়ে এই ফুলগুলোর ছবি আমি উঠিয়ে রাখি আমার মোবাইলে।

IMG_20241027_172825.jpg

কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাছে কিছু ফুলের ফটোগ্রাফি আছে সেগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, এর কারণে আজকে আমি আপনাদের সাথে সেই ফুলের ফটোগ্রাফি গুলোই শেয়ার করছি।

আসলে ফুল প্রত্যেকটা মানুষই পছন্দ করে পছন্দ করে না এমন হয়তো মানুষ আমার জানা মতে আমি খুঁজে পাবো না কারণ আমি ফুলকে খুবই বেশি পছন্দ করি।

কারণ ফুল এমন একটি জিনিস যেটা হাতে মানায় না কিন্তু গাছে থাকলে অনেক সুন্দর দেখা যায় এর কারনে আমি মনে করি যারা ফুল ভালোবাসেন তারা ফুলকে কখনো ছেড়ে ভালবাসবে না তারা গাছে থাকতেই ফুলকে ভালবাসবে ঠিক আমি এমনটাই অনেক মানুষের সাথেই বলে থাকি যে গাছের ফুল গাছের ভালো লাগে আপনারা ফুল ছিড়বেন না কেউ যদি আমার সামনে ছেড়ে তাহলে আমি বলি।

IMG_20241027_172803.jpg

আসলে সেদিন কি বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমি দেখি খালের পরে একটি গাছে এই ফুল গুলো অনেক সুন্দর করে ফুটে আছে এবং তখনই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার মোবাইলে ওটাই এবং আমি এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে।

IMG_20241027_172809.jpg

আসলে ফটোগ্রাফি নিয়ে তেমন বড় কিছু বলার কিছু নাই ফটোগ্রাফি জিনিসটা এমন যেটা প্রত্যেকটা মানুষের শক এবং ফুলের ফটোগ্রাফির বিষয়ে আমি যদি বলি তাহলে যদি গাছে ফুল থাকে এবং সেইগুলো যদি আপনি আপনার মোবাইলে ধারণ করেন তাহলে আপনার কাছেও ভালো লাগবে যে গাছের ফুল গাছ রেখে ছবিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে।

আর যদি আপনি হাতে ছিড়ে সেগুলোর ফটো গ্রাফি উঠান তাহলে শেয়ারগুলো ভালো লাগবে না। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি এগুলো আপনারা কি ফুল বলে চেনেন সেটা অবশ্যই একটু জানিয়ে দিবেন কারণ একেক জায়গার ফুলের নাম এক এক রকম হতে পারে।

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল গাছের জিনিস গাছের সবচেয়ে বেশি ভালো লাগে। গাছের সৌন্দর্য এবং মানুষের হাতের সৌন্দর্য এক হয় না। গাছে থাকলে ফুলের সৌন্দর্য অনেক বেশি উপভোগ করা যায় মানুষের হাতে সেই সৌন্দর্য কখনোই উপভোগ করা যায় না। যাই হোক আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলেন এবং যা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Loading...
 last year 

গ্রাম অঞ্চলে রাস্তার সাইটে এই ফুলগুলোর বেশি দেখা হলে আমাদের এলাকায় এগুলো কলমি ফুল বলে চিনে থাকেন। এগুলো দেখতে অনেকটাই মাইকের মত হয়ে থাকে। কলিক আছে লাল ও সাদা বর্ণের ফুল বেশি ধরে এই গাছের আঠা সাদা দুধের মত। যাই হোক আপনার ফোনে পুরনো কিছু ছবি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 last year 

আপনি যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এই ফুলের ভিন্ন রঙ্গেও রয়েছে৷ আমি এই ফুলের সাদা প্রজাতির ফুলগুলো দেখে। কিছু কিছু ফুলগাছ গুলোকে আমরা তেমন যত্ন করি না তবুও সুন্দর সুন্দর ফুল ফোটে। যেমন আপনার শেয়ার কর ফুল গাছগুলো রাস্তার গাছে অবহেলিতভাবে জন্মে এবং নিজের সৌন্দর্য ছড়ায়। ভালো থাকবেন।