Competition! প্রতিযোগিতা!

আজকে লেখার শীর্ষক পরিচিত, তবে শব্দটির যথার্থতা অথবা সঠিক প্রয়োগ কতজন সঠিকভাবে নিজ জীবনে প্রয়োগে সক্ষম সেটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন!
প্রতিযোগিতায় অংশগ্রহণ ততক্ষন স্বার্থকতা বহন করে, যতক্ষণ সেই প্রতিযোগিতায় কোনো সুপ্ত ক্ষতিকারক মানসিকতা থাকে না।
শৈশব থেকেই আমরা প্রতিযোগিতায় কম বেশি অংশগ্রহণ করেছি।
কেউ হয়তো বার্ষিক ফলাফল ঘোষণার প্রতীক্ষায় থাকতেন কারণ ক্লাসে উপস্থিত কেউ হয়তো ছিল তার প্রতিযোগী!
এছাড়াও বিভিন্ন খেলায়, গান, আঁকা, নৃত্য আর বিভিন্ন প্রতিযোগিতায় আজও দেখা যায় একই উন্মাদনা!
একেবারেই সদ্য উদাহরণ হিসেবে মহিলা ভারতীয় ক্রিকেট টিমের ওয়ার্ল্ডকাপ বিজয়ী হিসেবে দেশকে গৌরবান্বিত করবার মুহূর্তকে উদাহরণস্বূপ তুলে ধরতে পারি।
এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক উদাহরণ হিসেবে নিজেদের ইতিহাসের পাতায় নথিভুক্ত করেছেন গোটা বিশ্বের একাধিক মানুষ!
এখন অনেকেই ভাবতে পারেন বিষয়গুলি সকলেরই জানা, তাহলে আলাদা কি এমন ভাবনা নিয়ে আজকের এই শীর্ষক নির্বাচন?
এবার, সেই বিষয় নিজের মতো করে লেখায় তুলে ধরবার প্রয়াস করছি!
খেলার ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের নাম অনেকেই মনে রেখেছেন বিপরীত কারণে, কেউ বেটিং কাণ্ডে জড়িত হবার কারণে, আবার কেউ ডোপ কাণ্ডে জড়িত থাকায়!
![]() | ![]() |
|---|
দেখুন দু'ক্ষেত্রেই প্রতিযোগিতা ছিল, এবং অংশগ্রহণকারী ছিল আপনাদের এবং আমাদের মতই মানুষ!
উপরিউক্ত দুটো উদাহরণ এর মধ্যে এক্ শ্রেণীর মানুষ সততা, পরিশ্রম এবং নিজেদের দক্ষতাকে পাথেয় করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন;
অপরদিকে বাঁকা পথে হেঁটে সফলতার লালসায় বিহবল হয়ে নৈতিকতা বিবর্জিত করে ধরা পড়ে কেবলমাত্র নিজের নয়, সমাজের চোখে নিচে নেমে গিয়েছেন।
নাম না করলেও অনেকেই জানেন একটি নাম যিনি অনৈতিক পথ অবলম্বন করে কয়েকবার পার পেয়ে গেলেও, অবশেষে শুধু ধরা পড়েছিলেন তাই নয়, কি ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়েছিল, প্লেন দুর্ঘটনায়!
তাহলে বিষয়টি কি দাঁড়ালো? প্রতিযোগিতা যদি সুস্থ্য স্বাভাবিক ভাবে হয়, তাহলে সেটি যেমন সমাজে সঠিক বার্তা বহন করে এবং নব প্রজন্মকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে;
অপরদিকে, বিপরীত মেরুর মানুষের অসুস্থ মানসিকতা কিংবা জেতার লালসা তাদের জন্য ভয়ংকর পরিণতি বয়ে নিয়ে আসে।
সাময়িক জয়লাভ, কিংবা অন্যকে ছোটো করতে প্রতিযোগিতায় যারা সামিল হয়ে থাকেন, তারা শব্দটির অভ্যন্তরীণ শিক্ষা সম্পর্কে ওয়াকিবহাল নয়!

যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা সর্বাগ্রে প্রমাণ করে, ব্যাক্তির মধ্যে সেই সাহসিকতা আছে যেখানে বিপরীতে কে অথবা কারা আছে সেটা তাদের কাছে কোনো মানে রাখে না, তাদের বিশ্বাস নিজেদের দক্ষতার উপরে থাকে!
এখানে আরেকটি বাস্তব উদাহরণ দিতে পারি, প্রয়োজনে ৮৩ নামের ছায়াছবিটি দেখতে পারেন!
ভারত যে বছর প্রথম ওয়ার্ল্ডকাপ জিতেছিল সেই বিষয়ের উপরে তৈরি এই ছবিটি।
যেখানে ফাইনালে ভারত খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে!
সেই সময় এই দেশটি ছিল ক্রিকেট খেলার একটি অন্যতম নামকরা টিম, এবং তাবড় তাবড় খেলোয়াড় ছিল সেই সময়ের টিমে!
যাদের নামে অনেকেই সেই সময় আতঙ্কিত হতেন! তবে সেই বিষয়টি মাথায় না রেখে সেই সালের ক্রিকেট টিমের অধিনায়ক কপিল দেব বিশ্বাস রেখেছিলেন নিজের সহকারী খেলোয়াড়দের পরিশ্রম, একাগ্রতা এবং ঐক্যতার উপরে!
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য নয়, বরং খেলার প্রতি ভালবাসাকে মনোবল হিসেবে পাথেয় করে বাকি টিমের সদস্যদের উপর আস্থা রেখে তিনি নিজের সর্বোচ্চ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিহাস গড়েছিলেন!

প্রতিযোগিতার অর্থ কাউকে ছোটো করে নিজে বড় হওয়া নয়, বরং নিজেকে নিজের বিবেকের কাছে স্বচ্ছ রেখে জয়লাভ!
ইংরিজিতে একটি প্রবাদ আছে সবকিছু নৈতিক ভালোবাসা এবং যুদ্ধে! তবে আজকাল সেখানে মানুষ অনৈতিকভাবে ক্ষমতার প্রয়োগ করে প্রতিযোগিতাকে যোগ করে নিয়েছেন!
এটা উপলব্ধি না করেই, এর পরিণতি কতখানি ভয়ংকর হতে পারে!
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এর নাম আজও আশাকরি অনেকেই মনে রেখেছেন!
কাজেই, প্রতিযোগিতাকে কালিমালিপ্ত না করে, অযথা ক্ষমতার প্রয়োগে শব্দটি কুলষিত না করে যারা জয়লাভ করেন, প্রকৃত অর্থে তারাই শব্দটির আক্ষরিক অর্থ বোঝেন বলে আমি বিশ্বাস করি!
আপনারা প্রতিযোগিতা শব্দটি কীভাবে দেখেন? মন্তব্যের মাধ্যমে জানবার প্রতিক্ষায় রইলাম!



