কার্তিক পূজা পরবর্তী অনুষ্ঠান: কনসার্ট!

in Incredible India12 days ago

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন।
বিগত কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে কার্তিক পূজার কিছু মুহুর্ত শেয়ার করেছিলাম। পূজায় গিয়ে ছোটোবেলার সকল বন্ধুদের সাথে দেখা হয়েছিলো।

সত্যি বলতে, অনেক দিন বাদে সকলের সাথে দেখা হওয়ায় সময়টা খুব উপভোগ করেছিলাম। দুরত্ব সম্পর্ককে দৃঢ় করে তোলে হয়ত বন্ধুদের সাথে এখন আর আগের মতো দেখা হয় এজন্যই বোধহয় একে অপরকে অনেক বেশি মিস করি।

কার্তিক পূজা শেষ হয়েছে ঠিকই তবে তার পর দিন থেকে একের পর এক অনুষ্ঠান হচ্ছে। কার্তিক পূজার পরবর্তী দুই দিন যাত্রা হয়েছিলো কিন্তু আমি আসিনি দেখতে।

বিগত কয়েকদিন যাবত আমার গালে ব্যাথা হয়েছে, কিছু খেতে পারছি না। ডাক্তার দেখিয়ে অসুধ এনেছি কিন্তু খুব বেশি উন্নতি হয় নি এজন্য অনুষ্ঠানে গিয়ে ঠান্ডা লাগাচ্ছি না। ঠান্ডা লাগলে ব্যাথা আরও বাড়তে পারে।

বিগত দুই দিন যাত্রা হওয়ার পর আজ কনসার্টের আয়োজন করূ হচ্ছে। এদিন দিদি আর দাদাবাবু আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। আমাদের বাড়িতে আসার পথে কনসার্টে আয়োজন করা দেখে দাদাবাবু আমাকে যাওয়ার জন্য বলছিলো।

তাই ভাবলাম, দাদাবাবুকে সঙ্গে নিয়ে কনসার্ট দেখতে যাবো। যদিও কনসার্টে যেতে আমার খুব বেশি ভালো লাগে না। রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোতে আমাদের কিছুটা দেরি হয়ে গেলো।

আমরা সেখানে যাওয়ার খানিকক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। সত্যি বলতে, আমাদের বাড়িতে কেউ পান খায় না।তাই আমারও তেমন কোনো অভ্যাস তৈরি হয় নি।
তবে অনুষ্ঠানের দিন হলে সেটা ভিন্ন। মেলায় গিয়ে দাদাবাবুর জন্য একটা পান কিনলাম সেই আমার জন্য একটা মিষ্টি পান কিনলাম। মিষ্টি পানে কোনো প্রকার তামাক বা সুপারি দেওয়া হয় না, এতে শুধুমাত্র মিষ্টিজাতীয় মসলা দেওয়া হয়।

পানের দোকানে আরও বেশ কয়েকরকমের পান ছিলো। ভালোবাসার পান ও জামাই পান, পানের নাম দেখে সত্যি বলতে হাসি পাচ্ছিলো। তবে কেন জানি মনে হলো, এই দুই ধরনের পান খাওয়ার যোগ্যতা আমার হয়নি 😁 তাই এই পান না নিয়ে মিষ্টি পান নিয়েছিলাম।

এমনিতে বেশ শীত পড়েছে তবে লোকজনের ভীড়ে ততটাও শীত করছিলো না। কিছুক্ষণ বাদে কনসার্ট আরম্ভ হলো এবং একের পর এক শিল্পীরা এসে গান করছিলো।

তবে তাদের মধ্যে একজন একজন গায়িকার গান সব থেকে বেশি ভালো লেগেছিলো। যদিও তার নাম টা এই মুহুর্তে মনে আসছে তবে উনি বাংলাদেশ বেতারে গান করেন তাই তার গান সকলের ভালো লাগবে এটাই স্বাভাবিক।

যাই হোক, এসবের মাঝে রাত অনেক হয়েছে তবে অনুষ্ঠান তখনও শেষ হয় নি। রাত অনেক হওয়ায় আমরাও বাড়িতে রওনা করলাম। আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা হয়ত দেখে থাকবেন আমি কনসার্ট বা এই ধরনের অনুষ্ঠানে খুব বেশি যাই না। তবে অনেকদিন বাদে আজ বেশ উপভোগ করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন।

Posted using SteemMobile

Sort:  
Loading...