The November contest #1 by sduttaskitchen|Value of memories!

in Incredible Indialast month

Hello Everyone,,,

আশা করি, আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে কমিউনিটি চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি।

তবে তার পূর্বে আমি আমার কয়েকজন বন্ধুকে কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে চাই,

@isha.ish, @shuvobd1, @rasel72

significant is the word memory to you? Share!

স্মৃতি শব্দটাই আমার কাছ অনেক বেশি আবেগ ও ভালোবাসার মনে হয়। স্মৃতি শুধুমাত্র একটা শব্দ নয় বরং আমাদের অতীতের প্রতিচ্ছবি।

স্মৃতি শব্দটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের প্রতি মুহুর্ত স্মৃতি দিয়ে আবৃত। স্মৃতিগুলোর মধ্যে কয়েকটা জীবনকে উপভোগ্য করে তোলে আবার কঠিন চ্যালেন্জের মধ্যেও ফেলে।

আমি মনে করি,
আমরা আছি বলেই স্মৃতি আছে আবার স্মৃতি আছে বলেই আমাদের অস্তিত্ব আছে। আমাদের অস্তিত্বকে উজ্জ্বল করে রাখে আমাদের প্রতিটা স্মৃতি আর তার সাথে জড়িত মুহুর্তগুলো।

স্মৃতিগুলো আমাদের অতীত ও বর্তমানের মধ্যে তফাত বুঝতে শেখায়। মায়ের কাছে খাবার জন্য বায়না, খেলনা কিনে দেওয়ার জন্য কত কান্না এসবই ছোটোবেলার অক্ষত স্মৃতি। তবে এখন সেই চাহিদাগুলো পাল্টেছে, পাল্টেছে মনের ইচ্ছেগুলো।

তবে আজও ছোটোবেলার মধুর স্মৃতিগুলো সবার মনের কোনায় জায়গা করে রেখেছে এটা অস্বীকার করার উপায় নেই।

কত কিছুই তো আমরা অনায়াসে ভুলে যাই তবে ছোটোবেলায় স্কুলে স্যার কবে মেরেছিলেন, কেন মেরেছিলেন, কি দুষ্টামি করেছিলাম এটা কি ভুলে গেছেন?

হয়ত সবার ই মনে আছে।
এটাই স্মৃতি! যেগুলো চাইলেও মন থেকে মোছা যায় না।

Do you believe that memories serve as the foundation for our understanding, enabling us to distinguish between pros and cons?

হ্যা, আমি বিশ্বাস করি স্মৃতি আমাদের বোঝার ভিত্তি হিসাবে কাজ করে। সেই সাথে আমাদের ভালো মন্দের মধ্যে তফাত বুঝতে শেখায়।

মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। অতীতে অসফল হওয়া কোনো কাজ যদি পুনরায় করা হয় তখন অতীতের সেই ভুলের কথা মনে পড়ে, সেই সাথে মনে পড়ে কোথায় ভুল হয়েছিলো । সেজন্য নতুন করে আবার ভাবতে বাধ্য করে, নতুন ভাবে সব কিছু পরিকল্পনা করে ছুটে চলার ইঙ্গিত দেয়।

চিনি ভেবে লবন খেয়ে ফেলার পরবর্তীতে চিনি খেতে গেলে সে ভালো ভাবে যাচাই করে নেয় কারন অতীতের সেই স্মৃতি তার মনে ভেসে ওঠে।

অতীত আমাদের ভালো মন্দ বুঝতে সাহায্য করে।নিজের ভুল গুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। অতীতে যদি কাউকে বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে পরবর্তীতে কাউকে বিশ্বাস করার আগে মনে বারবার ঠকে যাওয়ার ভয় হয়।

না, এটা আমাদের মনের দোষ নয়।
এটা স্মৃতি যেটা আমাদের সময়ের সাথে সাথে অভিজ্ঞ করে তোলে। বাস্তবতাকে মানতে শেখায়।

Share some memories of yours that make you nostalgic!

সবার জীবনের সাথে স্মৃতি ওতোপ্রোতোভাবে জড়িত। ছোটোবেলা থেকে অনেক স্মৃতি আমাদের মনের মধ্যে জলজল করছে।

কিছু স্মৃতি আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই আবার কিছু স্মৃতি ভুলে যেতে চাই। তবে ঐযে বললাম স্মৃতি ভোলা যায় না। যেটা আপনি ভুলে থাকতে চাইবেন সেটাই আপনার সব থেকে বেশি মনে পড়বে।

আমার জীবনেও অনেক স্মৃতি আছে। তবে আমার কাছে সব থেকে স্মৃতিকাতর মুহুর্ত হলো সেই মুহুর্ত যখন আমি আমার দাদু আর ঠাকুমা কে চিরতরে হারিয়েছিলাম।

জীবনে অনেক স্মৃতিগুলো হয়ত পুনরাবৃত্তি ঘটে তবে আমার জীবনের এই মুহুর্তগুলো একবারই এসেছে যেটা আর কখনও আসবে না৷

প্রিয়জন দুরে চলে যাওয়ার কথা শুনলেই বুকটা কেঁপে ওঠে আর যখন সত্যি সত্যি তারা দুরে চলে যায় তখন কেমন অনুভূতি হয় সেটা বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই।

যখন দাদু ঠাকুমার শেষ মুহুর্ত আগত তখন চোখের সামনে ছোটোবেলার স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভেসে উঠলো। যেভবে পরিক্ষার আগে বইয়ের পাতাগুলো শেষ বারের মতো রিভিশন দেই ঠিক সেভাবেই যেন ছোটো দাদু ঠাকুমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত একেকটা পৃষ্ঠার মতো উল্টে দেখছি।

বাবার সেই কান্না ভেজা চোখ এদিকে মায়ের চোখেও জল। মনে হচ্ছিলো পরিবারের সবার জীবনে কিছু সময়ের জন্য সূর্যাস্ত যেতে চলেছে সেই মুহুর্তটা আমি কখনও ভুলবো না।

স্মৃতিগুলো হলো আমাদের সম্বল, আমাদের জীবনের ভীত।

Sort:  

1000068411.png

Curated by : @lirvic
 last month 

Mam'm, thank you Very much for your support.

Loading...