আমার পরিচয়মূলক পোস্ট
আমার নাম সুমন। আমার একটা ইউটুব চ্যানেল আছে, যেখানে আমি টেকনোলজি, এ.আই , সাইবার সিকিউরিটি, প্রাইভেসী সম্পর্কিত কনটেন্ট বানানোর চেষ্টা করতেছি। আমি স্টিমিট এ একদম নতুন, তাই আসা করি যদি আমি ভুল করে কোনো ভাবে কমিউনিটি এর কোনো নিয়ম লঙ্ঘন করে ফেলি তাহলে আমাকে ডাইরেক্ট রিমুভ না করে কমিউনিটি অ্যাডমিন প্ৰব্লেম গুলো সমাধান করতে সহায়তা করবে।
