লাইফস্টাইল পোস্ট: || ভর্তির উদ্দেশ্যে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া ||
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ভর্তির উদ্দেশ্যে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়া। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
তাঁরপর আমরা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার জন্য রওনা দেই। মিঠাপুকুর থানা থেকে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দূরুত্ব হবে প্রায় ৮-১০ কিলোমিটার এর মতো। আর মিঠাপুকুর থানা থেকে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, নিরিবিলি, ফাঁকা রাস্তা। তাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে ভিতরে প্রবেশ করে আমরা গাড়ি এক সাইডে পার্ক করলাম । আসলে বিদেশে গেলে যে কোন একটা কাজ শিখে গেলে আর তেমন অসুবিধায় পড়তে হয় না।আর মাস শেষে ভালো একটা এমাউন্টের সেলারি ও পাওয়া যায়।তাই আমার বন্ধু কার ড্রাইভিং কোর্স করে বিদেশে যেতে চায়, সেখানে গিয়ে যেন তাকে অসুবিধায় পড়তে না হয় এজন্য।
তাঁরপর আমরা ডিরেক্ট অফিস কক্ষে চলে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম সেখানে অনেক ভিড়।সিরিয়াল ধরে আছে সবাই। আমি আমার বন্ধুকে সিরিয়ালে দাঁড়াইতে বললাম।আর আমরা দুই বন্ধু মিলে ভিতরে প্রবেশ করে কিছু ফটোগ্রাফি করে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুর সিরিয়াল আসে, সে মূলত কার ড্রাইভিং এর কোর্স করবে।এ জন্য সে অফিসের লোকের সাথে কথা বলে।কথা বলে জানতে পারলো যে ২১ বছর এর আগে কার ড্রাইভিং এর কোর্স করানো হয় না। এখন আমার বন্ধুর বয়স মাত্র উনিশ বছর।তাই তাঁরা আমাদেরকে ভর্তির জন্য কোন ফর্ম দেই নি, তাঁরা খুব সুন্দর ভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সিরিয়াল ধরে এক এক করে কাজ করে নিতেছে,আর তাঁরা খুব সুন্দর ভাবে সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছেন এই বিষয় দুটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।তাঁরপর আমরা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।















X-promotion
ডেইলি টাস্ক প্রুফ:👇
বর্তমানে সময়ে পুলিশ ভেরিফিকেশন থানায় গিয়ে করতে হয় কেননা এখন ঘুষ নেওয়ার বিষয়টি নেই যার কারণে পুলিশরা বাসায় আসে না। আর বাইরের দেশগুলোতে বর্তমান ড্রাইভিং পলিসিকে অনেকটাই গুরুত্ব দিচ্ছে ঠিক সে কারণেই ড্রাইভিং শিখে গেলে আপনার বন্ধুর জন্য আসলেই অনেক উপকার হবে। যাই হোক প্রথমে পুলিশ ভেরিফিকেশন পরে টি টি সি তে যাওয়াসহ সুন্দর কিছু অনুভূতির বর্ণনা দিয়েছেন সবমিলিয়ে ভালো লেগেছে আমার। ধন্যবাদ চমৎকার একটি অনুভূতি মূলক পোস্ট শেয়ার করার জন্য।
এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।