আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সুন্দর সতেজতায় হৃদয়ের চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। কারণ একমাত্র প্রকৃতির সুন্দর ও নির্মল সতেজতাই পারে আমাদের মানসিকতা ঠিক রাখতে এবং কার্যক্ষমতা বাড়িয়ে দিতে। কিন্তু অনাকাংখিত হলেও সত্য যে, চারপাশের প্রকৃতির মাঝে যেমন সতেজতা নেই ঠিক তেমনি আমাদের সুন্দর মানসিকতারও অস্তিত্ব নেই। অথচ আমাদের কাংখিত অবস্থান ধরে রাখার জন্য, সামাজিক সুন্দর বন্ধন অটুট রাখার জন্য সুন্দর মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য শুধু প্রকৃতির দোষ দিয়ে লাভ নেই কারণ প্রকৃতির শুন্যতা ছাড়াও আমাদের অনেক কিছুর ঘাটতি রয়েছে, যার ফলাফল স্বরূপ এমন অবস্থা তৈরী হয়েছে। আমরা একে অন্যকে সহ্য করতে পারি না, আমরা একজন অন্যজনের বিষয়ে সঠিক মনোভাব পোষণ করি না। আমি যে বিষয়টি পছন্দ করি সেটা অন্যদের দিতে রাজি নই বরং যেটা আমার অপছন্দ সেটা তাদের জন্য বাছাই করতে দ্বিধাবোধ করি না। আমি যেখানে থাকতে পছন্দ করি সেখানে অন্য কাউকে এলাও করি না, আমার জন্য যেটা বাছাই করি সেখানে অন্য কারো উপস্থিতি সহ্য করতে রাজি নই।

geese-7888225_1280.jpg

অর্থাৎ আমার জন্য যেটা ভালো সেটা শুধুমাত্র আমার জন্যই হওয়া উচিত সেখানে অন্য কারো উপস্থিতি আমরা মানতে নারাজ, কি খারাপ একটা অবস্থায় আমাদের বর্তমান প্রজন্ম বড় হচ্ছে। কারণ এগুলো ছোট অবস্থায় তারা আমাদের মাঝে দেখতে পাচ্ছে, তারপর নিজেদের মাঝেও সেগুলোর অস্তিত্ব তৈরী করছে। ভবিষ্যতে তারা এই সকল বিষয়ে আরো বেশী কঠোর হবে এবং কোন প্রকার ছাড় দেয়ার মানসিকতায় থাকবে না। চিন্তা করে দেখুন, এখন আমাদের সামাজিক অবস্থা কতটা নাজুক, তারপর সেটা কোথায় নিয়ে দাঁড় করাবে আজকের নতুন প্রজন্ম।

সমস্যা তৈরী হতে খুব বেশী সময় নেয় না কিন্তু সেটার সমাধাণ খুব সহজেই আসে না, বরং সেখানে অনেক বেশী সময় দিতে হয়, অনেক বিষয়ে ছাড় দিতে হবে এবং তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাংখিত ফলাফলের জন্য অপেক্ষার প্রহন গুনতে হয়। সুতরাং আমরা যতটা সহজেই এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি সেগুলো আসলেই ততোটা সহজ নয়। আমাদের পারিবারিক অবক্ষয়ের কারণেই এই বিষয়গুলো ভিন্ন দিকে চলে গিয়েছে, আমাদের সামাজিক অবক্ষয়ের কারণেই আজকের নতুন প্রজন্ম সঠিক মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারছে না।

আমাদের সময়টা সত্যি ভিন্ন ছিলো, যেখানে পারিবারিক শিক্ষায় গুরুত্ব ছিলো সবচেয়ে বেশী, সুন্দর বা কাংখিত মানসিকতার দারুন সৃষ্টি হতো তখন পারস্পরিক শ্রদ্ধাবোধ কিংবা ভালোবাসার মাধ্যমে। আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছি, নিজের স্বার্থের কথা চিন্তা করি যৌথ পরিবার প্রথা হতে বের হয়ে এসেছি, আর সেই শুন্যতা পূরণ করেছে নানা ধরণের অনাকাংখিত বিষয়গুলো, যেগুলোর কুপ্রভাব নিয়েই আজকের শিশুরা বেড়ে উঠছে। আমাদের থামার সময় হয়েছে, নতুনভাবে চিন্তা করতে হবে, পারিবারিক সঠিক শিক্ষা ছাড়া নতুন প্রজন্ম সঠিক দিকে ফিরে আসার সুযোগ পাবে না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png