জীবনের গল্প || সত্যের আড়ালে যত দ্বন্দ্ব

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে একটা অস্থিরতা হৃদয়ের মাঝে এখনো ছটফট করছে, হয়তো আরো কিছু দিন এমনটা থাকবে। বাস্তবতা হলো আমরা কেউ প্রকৃতি হতে বাহিরে নই, কোন না কোনভাবে আমরা প্রকৃতির উপর নির্ভলশীল আছি এবং থাকবো। আর প্রকৃতি কখনো কারো উপর অন্যায় করে না, বরং যে বা যারা অন্যায় করে প্রকৃতির নিজস্ব নিয়মে তাদের উপর প্রতিশোধ নিয়ে থাকে। কখনো আমরা সেটা বুঝতে পারি আবার কখনো কখনো সেটা বুঝতে পারি না।

তবে কথা হলো, প্রকৃতির এই নিয়মের মাঝে থেকেও আমরা কি সব সময় সত্যটা প্রকাশ করতে পারি, সত্যটা কি আমরা স্বীকার করতে পারি, সত্য বিষয়টিকে কি আমরা হজম করতে পারি? আমি অন্তত পারিনা কারণ আমার হজম শক্তি খুবই বাজে, যখন তখন বদহজম হয়ে যায় আর তারপর দৌড়াতে হয় আনমনে। সৃষ্টিকর্তা আমাদের মাঝে অনেকগুলো যেমন গুন দিয়েছেন ঠিক তেমনি অনেক দুর্বলতাও দিয়েছেন, যাতে আমরা তাকে ভুলে না যাই। গুনে মহিমায় সব কিছু যেন অস্বীকার করে না বসি। হয়তো এই কারণেই আমরা সব কিছু মাঝে মাঝে হজম করতে পারি না।

ai-generated-8843435_1280.jpg

সে যাইহোক, সত্যকে সব সময় সত্য হিসেবে স্বীকার করতে পারি না আমরা, অন্তত সেখানে স্বার্থের বিষয়টি স্পষ্ট হয়ে থাকে। সত্যকে আমরা সব সময় প্রকাশ করতে পারি না অন্তত যেখানে হেরে যাওয়ার বা কিছু হারিয়ে ফেলার প্রচন্ড ভয় থাকে, আর হজমের বিষয়টি আর নাই বললাম। কারণ ঐ যে সব কিছু আবার আমাদের সহ্য নাও হতে পারে, এখানেও একটা দুর্বলতা আছে আমাদের মাঝে। যার প্রভাবে আমরা মাঝে মাঝে চাইলেও সেখান হতে বেরিয়ে আসতে পারি না, বেরিয়ে আসার সুযোগও পাই না।

কি জানি, সেই হয়তো সেই কারণেই আমরা নতুন পথ ‍খুঁজে পাই না কিংবা পেতেও ভয়ে থাকি। প্রকৃতি যেমন একটা সময় শেষে শান্ত হয়ে যায়, ঝড়ের পরিবেশ যেমন মুহুর্তের মাঝে শীতলতায় ভরিয়ে দেয়, আমরা কিন্তু তেমনটা নই বরং আমরা খুব বেশী সচেতন, যার কারণে আমরা প্রায় সময় সত্যটা বুঝেও না বুঝার ভান করি, মিথ্যর আবরনে সেটাকে ঢেকে রাখার চেষ্টা করি। ভুলক্রমেও আমরা সেটাকে প্রকাশ করতে চাই না, আবার সেটা প্রকাশিত হোক সেটা করি না।

দিন শেষে আমরা সবাই বন্দি, কোন না কোনভাবে আমরা নিজেদেরকে একটা অদৃশ্য শেকলে আটকে রাখি, কখনো একটা ভয়, কখনো কিছু হারিয়ে ফেলার আতংক এবং কখনো কখনো নিজের অবস্থান নষ্ট হয়ে যায় সেই আশংকায়ও থাকি। প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না, কাউকে ছাড় দেয় না। হয়তো সাময়িক সময়ের জন্য আমরা মিথ্যার সাথে সুখে থাকার অভিনয় করি কিন্তু প্রকৃতি তার নিজস্ব নিয়মে ঠিক সত্যটা প্রকাশ করে দেয়। পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়, পরিবর্তন আসুক আমাদের চিন্তা-চেতনায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png