বাসার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটার অনুভূতি
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার আশে পাশের দূর দূরান্তের সবাই? আশা করছি আপনারা যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়া ও মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে মানুষের জীবন এই ভালো তো এই মন্দ ।সবকিছুর মালিক আল্লাহ পাক। আমাদের এই জীবনে অসুস্থ ও সুস্থতা সবকিছুই আল্লাহর নেয়ামত। তাই সবসময় সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো সুস্থ ও হাসিখুশি থাকে। আর আমিও আল্লাহর রহমতে মোটামুটি আছি বলেই আপনাদের জন্য আমার আরও একটি পোস্ট লিখে চলে এলাম। আজ আমি আপনাদের জন্য একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কি বিষয় নিয়ে আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখে আসি আর পোস্টটি পড়ে আসি।

বন্ধুরা আজ আমি বাজারে গিয়েছিলাম বাসা খুঁজতে গিয়েছিলাম আমাদের জন্য। বাসা খুঁজতে খুঁজতে অবশেষে কয়েকটা বাসা পেয়েছি। কিন্তু ভালো বাসা আর পেলাম না। ভালো বাসা খুঁজলাম শুধু ভালো বাসা পেলাম না। আর ভালো বাসা না পেয়ে বাসায় আসার সময় দেখি শপিংমল। তো তার ভেতরেই আবার বাজার আছে সেইটা জানি।আর বাজারে যাবো এটা মাথায় ছিল। কারন প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে। আর তাই বাজারে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর সেখানে গিয়ে কি প্রয়োজনীয় জিনিস কিনলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম।



বেশ অনেকদিন ধরে বাসায় খোরমা খেজুর আর কাঠঁবাদাম ছিল না। খেজুর আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে । তাই এই খাবারটি আমাদের বাসায় বেশী আনা হয়। আগেতো সবসময় থাকতো । কিন্তু এখন সবকিছুর যেই দাম তাই বাজারে গেলে দাম শুনলেই আর কিছুৃ কেনার ইচ্ছা থাকেনা। কিন্তু কি আর করা মনতো আর এগুলো বোঝে না। সেতো বোবা প্রাণী। যখন তখন তার কতকিছু খেতে ইচ্ছে করে। আর এই মনের তৃপ্তি মেটানোর জন্যই আমাদের এত কষ্ট করে টাকা পয়সা আয় রোজগার করতে হয়। তাই কি আর করার প্রথমে খেজুর দাম করলাম। বাবাগো দাম শুনেই আর হাত দিতে ইচ্ছে করে না। তারপরও কি আর করা আমি না কিনলেতো আর দাম কমে যাবে না। আর আমি না কিনলেও দোকানদারের কিছু আসবে যাবে না। তাই দামাদামি করে আপাতত হাফ কেজি খেজুর কিনে নিলাম।


অবশ্য আমি বাহিরে গেলে কিকি লাগবে তা লিখে নিয়ে যাই। নয়তো মনে থাকে না। কারন পৃথিবীটা যেমন পেরেশানির মধ্যে চলছে তার মধ্যে আমাদের জীবনটা অনেক ব্যস্ত। আর পেরেশানীর মধ্যে দিয়ে চলছে। তাই প্রতিদিন জীবনে ১০০ মধ্যে মনে হয় ১০টি কথা মনে থাকে আর সব ভূলে যায়। তাই যেখানে যাই সবকিছু লিখে নিয়ে যেতে হয়। এরপর কাগজ বের করলাম ব্যাগ থেকে। আর তার মধ্যে লেখা কাঠঁবাদাম লাগবে। হ্যাঁ আমি প্রতিদিন সকালে দু একটা করে কাঠঁবাদাম খাই। আর অনেক দিন হলো কাঠঁবাদাম শেষ হয়ে যাওয়ায় খেতে পারছি না। আর কাঠঁবাদামও দাম করে দেখি বেশ চওড়া দাম। এখানেও কিছুই করার নেই। সুস্থ থাকতে হলে এই খাবারগুলো যতই দাম হোক কিছু হলেও কিনে খেতে হবে। কাঠঁবাদাম হাড়ের ক্ষয় রোধ থেকে রক্ষা করে। বলে না বিশ্বাসে মিলায় বস্তুু তর্কে বহুদূর। আমরাও তাই করি। বিশ্বাস করে সুস্থ থাকার জন্য দাম হলেও খেতে হবে। আসলে আমি মনে করি জীবনে চলার পথে পেরেশানী আর টেনশন যতদিন থাকবে আমাদের অসুস্থতাও ততদিন থাকবে। আর তাতে করে হাজারও শক্তিশালী ও পুষ্টিকর জিনিস বেটে খাওয়ালেও কোন লাভ নেই। তারপরও ঐ যে বিশ্বাসে মেলায় বস্তু। আর এই কাঠঁবাদামের বস্তু দামাদামি করে ২৫০গ্রাম কিনে নিলাম।

আসলে আমার শরীরে ভিটামিন ডি ও রক্তের অভাব। তাই ডাঃ আমাকে রক্ত জাতীয় ও ভিটামিন ডি যে খাবারে আছে তা বেশী বেশী খেতে বলেছে।এবার এগুলো কেনার পর আসার সময় দেখলাম লাল আঙ্গুর। আর আপু লাল আঙ্গুর দাম করলো। সেও দেখি হাত দিয়ে না ধরার মত দাম। তারপরও দামাদামি করে কিনে নিলাম হাফকেজি। কিন্তু দামতো নিল অনেক । বাসায় এনে খেয়ে দেখলাম অনেক টক লাগলো খেতে। অবশ্য সেখানে খেয়ে দেখিনি। এরপর দেখলাম আর কিছু কেনার ইচ্ছে থাকলেও কেনার মত ব্যালেন্স ছিল না। আরও কিসমিস কেনার দরকার ছিল। এরপর দেখলাম যে অনেক ক্লান্ত লাগছে। কারন বাসা খোঁজ অনেক কষ্ট। আর যেন দাড়াঁতে পারছিলাম না।
আর সেই ক্লান্ত যেন এখনও রয়ে গেছে শরীরে। তাই আর লিখতেও পারছিলাম না। পরিশেষে আমার লেখা শেষ করতে হলো। ভালো সুস্থ ও হাসিখুশি থাকবেন সবাই আর এই কামনা করে আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি। আবারও আগামীকাল আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
❤️ধন্যবাদ সকলকে❤️
