ক্লান্ত পথেও সাহস ধরে রাখার নীরব গল্প
আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট কবিতা শেয়ার করতে এবং সেই কবিতার কিছু কথা তুলে ধরতে আপনাদের সাথে যেটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেকখানি মিল রয়েছে। আমাদের জীবন যেন মাঝখানে আটকে থাকা এক দীর্ঘ পথ তাই না। দেখুন না প্রতিদিন চলছি, কিন্তু মাঝে মাঝে একটু বসতে ইচ্ছা করে তারপরও বুঝতে পারি না বাধ্য হয়ে চলতেই হয় আর এই চলা যেন শেষ হয় না আমাদের এই জীবনে।
এই কয়েকদিন নিজের ভেতরে জমে থাকা কিছু কথা আমাকে বারবার ভাবাচ্ছে। ক্লান্তি আসে, মন শুকিয়ে যায়, মনে হয় সবকিছু ছেড়ে দিই। কিন্তু ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, আরেকটু সাহস রাখো। এই কথাটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরে অনেক শক্তি লুকিয়ে আছে। সাহস মানে চিৎকার করা না, সাহস মানে চুপচাপ টিকে থাকা, যেটা আমি বিশ্বাস করি। তাইতো থামতে চাইলেও থামতে পারিনা, ছাড়তে চাইলেও ছাড়তে পারিনা।
বন্ধুরা আজকে এই ভাবনাগুলো থেকেই আমার মনে হলো, নিজের জন্যই কিছু লিখি। যেন নিজের মনের কথাই নিজের সাথে ভাগ করে নিই। সেই অনুভূতি থেকেই এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে।
যত ধীরেই চলুক, সে এগোয়।
তৃষ্ণায় জ্বলতে থাকা মনে
একদিন সাগরের ডাক আসে।
ক্লান্ত হয়ে বসে পড়তে চাইলে
নিজেকে বলি, আর একটু চল।
সব পথ যে সহজ হবে না,
এটাই পথের নিয়ম।
ঘাম ঝরলেই গন্তব্য বদলায় না,
শুধু মানুষটা বদলে যায়।
ঝড় পেরোলেই আকাশ পরিষ্কার হয়,
অপেক্ষার পরেই আসে মিলন।
চলতে থাকি নীরবে,
আনন্দ একদিন ঠিকই ধরা দেবে।
বন্ধুরা, এই কবিতাটা আসলে কাউকে বোঝানোর জন্য নয়। এটা নিজের জন্য লেখা। যখন খুব ক্লান্ত লাগে, যখন মনে হয় কেউ বুঝছে না, তখন এই কথাগুলো নিজেকেই মনে করিয়ে দিই। জীবনে সবকিছু একসাথে আসে না। আনন্দ আসে দেরিতে, কিন্তু আসে গভীরভাবে। মিলন আসে, কিন্তু তার আগে একাকীত্ব শেখায় কিভাবে অপেক্ষা করতে হয়।
আমি বিশ্বাস করি, যারা আজও হাল ছাড়েনি, যারা চুপচাপ পথ চলছে। তাদের জন্য গন্তব্য অপেক্ষা করেই থাকে। শুধু সাহসটা ধরে রাখতে হয়।
যাই হোক পরিশেষে কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট কবিতাটি এবং কবিতার এই কথাগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
