সময়ের নিঃশব্দ বিদায় ও নতুন বছরের ডাক
কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা। আর মাত্র দুই ঘণ্টা পর আরেকটি বছরের অধ্যায় বন্ধ হয়ে যাবে। ভাবতেই কেমন একটা অদ্ভুত অনুভূতি আসে নিজের মনের ভেতরে তাই না। এই তো সেদিন ২০২৫ সালকে স্বাগত জানিয়েছিলাম, কত আশা, কত পরিকল্পনা, কত না বলা কথা নিয়ে। আর আজ সেই বছরটা নিঃশব্দে বিদায় নিতে চলেছে। সময় যে এত দ্রুত চলে যায়, তা আমরা প্রায়ই টের পাই না। শুধু বছরের শেষ রাতে এসে হঠাৎ বুঝতে পারি, কত কিছু পেছনে পড়ে রইল। কত কিছুই হারিয়েছি, কত কিছু পেয়েছি।
হ্যাঁ বন্ধুরা আসলে আমাদের জীবনটা ঠিক ক্যালেন্ডারের পাতার মতো। প্রতিটা দিন একটা পাতা, প্রতিটা বছর একটা অধ্যায়। আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, ছুটে চলি দূর দূরান্তে, কখনো হাসি, কখনো কাঁদি। কিন্তু সময় থামে না। সে নিজের মতো করেই এগিয়ে যায়। আমাদের না বলা কথাগুলো, অসম্পূর্ণ স্বপ্নগুলো সব কিছু রয়ে যায় পেছনে, আর রয়ে যাই কিছু আফসোস। এই সবকিছু নিয়েই সে সামনে হাঁটে। এটাই বিধাতার লেখন এটাই আমাদের নিয়তি।
আমার কাছে নতুন বছর মানে শুধু নতুন তারিখ নয়। নতুন বছর মানে নিজেকে আবার একবার প্রশ্ন করা, আমি কি আমার সময়টাকে ঠিকভাবে ব্যবহার করেছি? যাদের ভালোবাসি, তাদের জন্য কি একটু সময় বের করতে পেরেছি? নিজের জন্য, নিজের মনের জন্য কি কিছু করতে পেরেছি? অনেক সময় উত্তরগুলো মন ভরায় না। তবু নতুন বছর আমাদের আবার সুযোগ দেয়, নতুন করে শুরু করার সাহস দেয়।
এই সময়টার মধ্যে একটা নীরবতা থাকে। চারপাশে হয়তো শব্দ, আতশবাজি, আলো কিন্তু মনের ভেতরে একটা শান্ত প্রশ্ন ঘুরে বেড়ায়: আমি কেমন মানুষ হতে চাই ২০২৬ সালে? হয়তো খুব বড় কিছু না, শুধু একটু ভালো মানুষ, একটু ধৈর্যশীল, একটু সত্যিকারের মানুষ হতে চাই।
বন্ধুরা, এই ভাবনাগুলোর মাঝেই আমার মনে আসে কয়েকটি লাইন কবিতা:-
আমরা শুধু দাঁড়িয়ে থাকি, তাকিয়ে থাকি নীরব হয়ে
একটা বছর যায়, আরেকটা আসে
মাঝখানে হারিয়ে যায় কত না বলা কথা
হাসি জমে থাকে স্মৃতির ভাঁজে
কিছু কষ্ট চুপচাপ থেকে যায় হৃদয়ে
নতুন বছর মানে নতুন আলো নয় শুধু
নতুন করে নিজেকে চিনে নেওয়ার সুযোগ
যা পাইনি, তা ছেড়ে দেওয়া
যা আছে, তাকে আগলে রাখা
সময় বয়ে যায় নদীর মতো
আর আমরা শিখি ভেসে থাকতে

src
বন্ধুরা আর মাত্র ২ ঘন্টা পর ২০২৬ সাল আসছে। আমি জানি না এই বছর আমাকে কী দেবে, কী নিয়ে যাবে। কিন্তু আমি চাই, সময় যত দ্রুতই যাক না কেন, আমি যেন অনুভব করতে শিখি। ছোট ছোট মুহূর্তকে মূল্য দিতে শিখি। কারণ শেষ পর্যন্ত বছর নয়, সময় নয়—এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল গল্প হয়ে থাকে।
আমি সব সময় চাই, নতুন বছর সবার জীবনে একটু শান্তি নিয়ে আসুক, একটু আশা আর একটু সত্যিকারের হাসি নিয়ে আসুক, এই কামনাই রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
We support quality posts, good comments anywhere and any tags.
Thank you so much for your great support 💗