লাইফ স্টাইল-বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২)।

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২) শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বান্ধবীর বিয়ের সুন্দর কিছু মুহূর্ত (পর্ব ২)


IMG_20260105_221032.jpg
Device-XANON-X20


এরপর বান্ধবীকে বিয়ের পিঁড়িতে বসানো জন্য প্রস্তুত করা হয় ।এরপর তাদের সকল নিয়ম কানুন পালন করা হয়। এরপর বিয়ের পিঁড়িতে বসানোর জন্য চারজনকে আসে। সবাই ওদের পরিবারের ছিল। বিয়ের পিঁড়িতে বসিয়ে ওকে তুলে নিয়ে যায় বরের সামনে।পান পাতা মুখে দিয়ে ওদের বিয়ের পিঁড়িতে বসতে হয়। পিঁড়িতে করে মেয়েকে বরের ওখানে নিয়ে যাওয়া হয়।এই দৃশ্যটা দেখতে বেশ ভালই লাগছিল।



IMG_20260105_221236.jpg
Device-XANON-X20


পিঁড়িতে করে বরের সামনে নিয়ে যাওয়ার পর সাত পাক ঘোরানো হয়। সাত পাক ঘুরা ও ওদের বিয়ের একটি অংশ। এটি না হলে বিয়ে হলে অসম্পূর্ণ মনে হয়।এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল।সাত পাক ঘোরা শেষে পান পাতা মুখ থেকে সরিয়ে দুজনের মধ্যে শুভদৃষ্টি হয়। একে অপরের দিকে তাকিয়ে শুভদৃষ্টি করা হয়।


IMG_20260105_221214.jpg
Device-XANON-X20


সাত পাক, শুভ দৃষ্টির পর রয়েছে মালা বদল। গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর ভাবে দুটি মালা তৈরি করা হয়েছিল। দুইজন দুইজনকে খুব সুন্দর ভাবে মালা পরিয়ে দিচ্ছিল।এইভাবে সাতবার তারা মালা বদল করেছিল।এটিও বিয়ের আর একটি অংশ।একে একে বিয়ের সবগুলো নিয়ম পালন করা হচ্ছিল। মালা বদল শেষে তাদের দুইজনকে দুই পাশে বসানো হয়েছিল।



IMG_20260105_221202.jpg
Device-XANON-X20


এরপর দুজনকে মন্ডপের দুই পাশেই বসানোর হয়। এরপর মেয়ের বাবা মাঝে বসে পুরোহিতের সাহায্যে কন্যা সম্পাদন করে।এই সময় বুকটা কেঁপে উঠছিল। তার বাবা তো একদম ভেঙ্গে পড়েছিল মেয়েকে ছেলের হাতে সম্পাদন করার সময়।কি আজব নিয়ম তাই না। এতদিন বাবার বাড়িতে বড় হওয়ার পর এখন অন্যের ঘরে যেতে হচ্ছে।মেয়ে মানুষের জীবনটাই বড় অদ্ভুত।


এরপর আরো অনেক কিছুই ছিল।বিয়েতে তাদের অনেক নিয়ম কানুন পালন করতে হয়।সেই সমস্ত আস্তে আস্তে সামনের দিকে দেখতে পারবেন।এর জন্য সকলকে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।