লাইফস্টাইল-সরিষা খেতে এবং আমরা ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
সরিষা ক্ষেত এবং আমরা:

Location
সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য শীতকালে ফুটে উঠে। সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির এই সৌন্দর্য দেখলে দুচোখ ভরে ওঠে। মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এরকম দৃশ্য অনেক দেখা যায়। আর দেখতে অনেক বেশি ভালো লাগে।

Location
চোখ ধাঁধানো প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে। সেই সৌন্দর্য যখন সবার মাঝে ছড়িয়ে পড়ে তখন মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। তেমনি এই সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখেও ভালো লেগেছিল। আর এরকম সৌন্দর্য দেখলে সবারই অনেক বেশি ভালো লাগে। তাই তো সবাই ঘুরতে যেতে চায়। আমরাও সবাই ঘুরতে গিয়েছিলাম।

Location
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির এই মনমুগ্ধকর পরিবেশ সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন অনেকটা সুন্দর সময় কাটিয়েছিলাম। এরকম সুন্দর পরিবেশে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আর মনোমুগ্ধকর পরিবেশে যখন আমরা সময় কাটাই তখন মন ভালো হয়ে যায়।

Location
প্রকৃতির চোখ ধাঁধানো রুপ আর এরকম সুন্দর আবহাওয়া সবকিছু মিলিয়ে পড়ন্ত বিকেলের সৌন্দর্য যেমন ভালো লেগেছিল তেমনি সেই সৌন্দর্য উপভোগ করতেও অনেক বেশি ভালো লেগেছিল। আমার কাছে সময়টা সত্যি অনেক আকর্ষণীয় ছিল। আর সবার সাথে ঘুরাঘুরি করতে এবং সময় কাটাতে বেশি ভালো লেগেছিল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations @monira999! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.880001910132773 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.