শিলাইদহ কুঠিবাড়ি পর্ব-৮
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে প্রথম থেকে শুরু করে সপ্তম পর্ব পর্যন্ত শেয়ার করেছি। আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে অষ্টম পর্ব নিয়ে। প্রতিটা পর্বই আপনাদের মাঝে আমি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আশা করি সবগুলো পর্বই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ চলুন শুরু করা যাক আমার অষ্টম পর্বের গল্প। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
কুঠিবাড়ির বাইরের পরিবেশও সমানভাবে মনোমুগ্ধকর। চারপাশে সাজানো বাগান পরিচ্ছন্ন পথ বসার জায়গা সবকিছুই খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। ছবিতে দেখা যায় অনেক দর্শনার্থী এখানে এসে ছবি তুলছেন ইতিহাসের সঙ্গে নিজেদের মুহূর্ত বন্দি করছেন। তবে ভিড়ের মাঝেও জায়গাটার একটা নিজস্ব নীরবতা আছে যা মনকে বারবার থমকে দেয়। এই জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো চরিত্র নন। তিনি ছিলেন রক্ত মাংসের মানুষ যিনি এই ঘরেই থেকেছেন এই চেয়ারে বসেছেন এই পরিবেশের মাঝেই সৃষ্টি করেছেন তার সাহিত্যকর্ম শিলাইদহ কুঠিবাড়ি সেই সত্যটাকেই আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। ভ্রমণের শেষদিকে কুঠিবাড়ির সামনের খোলা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে ছিলাম ভবনটির দিকে। লাল দেয়ালের ভেতরে কত স্মৃতি কত ইতিহাস জমে আছে ভাবতেই গা শিউরে উঠছিল। মনে হচ্ছিল এই জায়গা শুধু দেখার নয় অনুভব করার।
শিলাইদহ কুঠিবাড়ি থেকে ফিরে আসার পরও সেই অনুভূতি মনের ভেতর রয়ে যায়। রবীন্দ্রনাথের চিন্তা দর্শন প্রকৃতিপ্রেম সবকিছু যেন আরও কাছ থেকে বুঝতে পারি। এই ভ্রমণ আমাকে শুধু একটি ঐতিহাসিক স্থান দেখায়নি বরং আমাকে নিজের ভেতর তাকানোর সুযোগ করে দিয়েছে। সব মিলিয়ে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শুধু একটি জাদুঘর নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি অনুভূতির জগৎ। যারা সাহিত্য ইতিহাস কিংবা নিছক শান্ত পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একবার হলেও ঘুরে দেখার মতো। শিলাইদহ কুঠিবাড়ি যেন বারবার ডাক দেয় ফিরে আসার আবার অনুভব করার। এটাই ছিল আমার আজকের অষ্টম পর্বের গল্প পরবর্তীতে আমি আপনাদের মাঝে নবম পর্ব নিয়ে হাজির হব। আশা করি আমার প্রতিটা পর্বই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং আমার সামনের পরবর্তী পর্বগুলোও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নবম পর্বে। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






