পদ্মা নদীর পাড়ের গল্প পর্ব-১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। পদ্মা নদীর পাড়ের গল্প। এই পোস্টটি আমি পর্ব আকারে গল্পটি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়ার বিভিন্ন গল্প এবং সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।
বাংলার নদী মানেই এক অনন্ত সৌন্দর্যের উৎস এক অদম্য প্রাণশক্তি আর এক গভীর জীবনসংগ্রামের পথ। সেই নদী যখন পদ্মা তখন সে শুধু সৌন্দর্য নয় বরং মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। আমাদের বাংলার পদ্মা নদী এমনই এক প্রাণরসধারা যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বয়ে নিয়ে আসে না বরং হাজারো মানুষের জীবিকার উৎস হয়ে ওঠে প্রতিনিয়ত। কিছুদিন আগে পদ্মা নদীতে যখন পানি ছিল টইটম্বুর ঠিক সেই সময়ে আমি আমার কয়েকজন বন্ধু এবং সঙ্গে কিছু ছোট ভাই মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। পদ্মার পাড়ে যাওয়ার সেই অভ্যাস আমাদের বহুদিনের। বিশেষ করে ওই মৌসুমে যখন নদী তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দেয় তখন প্রায় প্রতিদিন বিকেলের দিকেই আমাদের পদ্মার পাড়ে যাওয়া হয়। নদীর পানি নরম বাতাস দিগন্তজোড়া আকাশ সব মিলিয়ে এক সুন্দর পরিবেশ জন্ম দেয় যা মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়।
বর্ষা এলেই পদ্মা নদী যেন নিজের আসল রূপে ফিরে আসে। দূরদিগন্ত পর্যন্ত শুধু পানির সমুদ্র। কখনো শান্ত কখনো উত্তাল কখনো গভীর নীরব পদ্মার প্রতিটি রূপই আলাদা সৌন্দর্য বয়ে আনে। ছবিগুলোতে যেমন দেখা যায় গাছপালা খোলা আকাশ সবুজ তীর আর তীরে বাঁধা ছোট ছোট নৌকাগুলো নদীর বুকে ভেসে থাকা গল্পকেই যেন তুলে ধরে। পদ্মায় যখন পানি থাকে তখন পরিবেশটা অন্য রকম হয়ে ওঠে। নদীর চারিদিকে সবুজ ঘাস নরম কচুরিপানা ভেসে থাকা পানি আর আকাশজুড়ে তুলোর মতো মেঘ। বিকেলের হালকা রোদ আর বাতাস মিলিয়ে নদীর পাড় যেন এক স্বর্গীয় শান্তির ঠিকানা। মন চাইতেই পারে এখানেই চুপচাপ বসে থাকি নদীর ঢেউ আর বাতাসের শব্দ শুনি আর সব দুঃখ চিন্তা ভুলে যাই। পদ্মার পাড়ে গেলে শুধু সৌন্দর্যই দেখা যায় না দেখা যায় মানুষের জীবনযুদ্ধ জীবিকার জন্য প্রতিদিনের সংগ্রাম এবং নদীর প্রতি এক অদ্ভুত নির্ভরশীলতা। এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। নদীতে যখন পানি থাকে তখনই মাছ ধরা জমে ওঠে। মাছের প্রাচুর্য থাকে প্রচুর। ঘাটে দাঁড়িয়ে থাকা সারি সারি নৌকা মাছ ধরার জাল কাজের ফাঁকে জেলেদের বিরতি সবকিছুই পদ্মা পাড়ের জীবনের বাস্তব ছবি এঁকে দেয়। নৌকায় থাকা বিভিন্ন ধরণের জাল কাঠের নৌকা আর নদীর তীরে সাজানো শুকনো খড়ের গাদা যেন এক অনন্য গ্রামীণ চিত্রকাব্য। নদীর মানুষদের জীবনে আনন্দ দুঃখ দুই টাই আছে কিন্তু নদীর প্রতি তাদের ভালোবাসা অগাধ। এটাই ছিল আমার আজকের প্রথম পর্বের গল্প। দেখা হবে আবার দ্বিতীয় পর্বে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



পদ্মা নদীর পাড়ের গল্পের ফাঁকে ফাঁকে বেশকিছু চমৎকার ফটোগ্রাফি দেখতে পেলাম।ভীষণ ভালো লাগলো।সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন ধন্যবাদ জানাই।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।