সুন্দর একটি সকাল পর্ব-১
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আমার গল্পের টফিক্স সুন্দর একটি সকাল। প্রতিটা সকালেই অনেক সুন্দর হয় সবকিছু কেমন যেন মনে হয় নতুন করে শুরু করছি আমরা। জীবনটাই অনেকটা নতুন মনে হয়। সকালের আবহাওয়া খুবই সুন্দর হয় আর সাথে যদি থাকে হালকা একটু শীত তাহলে তো কোন কথাই নেই। তেমনি করেই আমরা সুন্দর একটি সকাল পার করেছি। এই পোস্টে আমার সুন্দর একটি সকালের অনুভূতি এবং কিছু ফটোগ্রাফি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আমি। তাহলে চলুন শুরু করা যাক।
সুন্দর একটি সকাল যেন শহরটা নতুন করে ঘুম ভেঙে চোখ মেলেছে। ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি আকাশে নরম নীলচে রঙের সঙ্গে সাদা কুয়াশার মিশেল। শহরের ভেতরের হাইওয়ে রাস্তাগুলো এই সময়টায় অন্যরকম হয়ে ওঠে। দিনের বাকি সময়ে যে রাস্তা থাকে ব্যস্ত কোলাহলমুখর আর ক্লান্তিকর ভোরবেলায় সেই একই রাস্তা যেন শান্ত স্নিগ্ধ আর আপন হয়ে ওঠে। ছবিগুলো দেখলে মনে হয় শহরটা নিজের সমস্ত ব্যস্ততা কিছুক্ষণের জন্য গুটিয়ে রেখে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সকালের এই সময়ে হাইওয়ে রাস্তায় হাঁটতে বেরোনোর আনন্দটা আলাদা। চারপাশে গাড়ির সংখ্যা কম শব্দও কম। মাঝে মাঝে কোনো রিকশা দু একটা মোটরসাইকেল বা দূরে ধীরে চলা কোনো বাস চোখে পড়ে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ ল্যাম্পপোস্ট আর দোকানপাট সবকিছু যেন কুয়াশার চাদরের ভেতর আধা লুকানো। দূরের রাস্তার দিকে তাকালে মনে হয় মেঘে ঢাকা আবার কিছু জায়গায় মনে হয় বৃষ্টি পড়ছে। আসলে ওটা বৃষ্টি নয় ভোরের কুয়াশা যা শহরের ওপর নেমে এসে পুরো দৃশ্যটাকে আরও রহস্যময় করে তোলে। এই কুয়াশা মাখা সকালগুলোতে শহরকে অন্যভাবে দেখা যায়। দিনের আলোয় আমরা যে শহরটাকে চিনি সেটা কর্মব্যস্ত হর্নের শব্দে ভরা মানুষের ভিড়ে ঠাসা। কিন্তু ভোরের শহর যেন শান্ত প্রকৃতির এক টুকরো। রাস্তার মাঝখানের ডিভাইডারে থাকা গাছগুলোতে জমে থাকা শিশিরের ফোঁটা সূর্যের প্রথম আলোতে চিকচিক করে ওঠে। পাতার ফাঁক দিয়ে আলো পড়ে মাটিতে নরম ছায়া তৈরি করে। মনে হয় এই শহরটাও প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চায় শুধু সময়ের অভাবে সেটা সবসময় সম্ভব হয় না।
খুব সকালে এক কাপ গরম চা খেয়ে রাস্তায় হাঁটাহাঁটি করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। চায়ের কাপে ভেসে ওঠা ধোঁয়া আর কুয়াশা যেন একে অপরের সঙ্গে মিশে যায়। চায়ের প্রথম চুমুকেই শরীরটা গরম হয়ে ওঠে, মনটা সতেজ হয়ে যায়। রাস্তার ধারে ছোট ছোট চায়ের দোকানগুলো তখনো পুরোপুরি খুলে বসেনি কিন্তু দু একটা দোকান থেকে আলো জ্বলতে দেখা যায়। দোকানদাররা দিনের প্রস্তুতিতে ব্যস্ত চুলায় পানি ফুটছে কেটলি বসানো হচ্ছে বেঞ্চগুলো মুছা হচ্ছে। এই ছোট ছোট দৃশ্যগুলোই সকালটাকে আরও আপন করে তোলে। হাঁটতে হাঁটতে যখন সামনে তাকানো হয় তখন রাস্তার লম্বা সোজা লাইন চোখে পড়ে। কুয়াশার কারণে দূরের জিনিসগুলো ধোঁয়াটে লাগে যেন ছবির ক্যানভাসে হালকা ব্লার করা হয়েছে। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় জীবনটাও ঠিক এমনই সবকিছু সবসময় পরিষ্কার দেখা যায় না কিছু কিছু পথ কুয়াশায় ঢাকা থাকে। তবুও আমাদের সামনে এগিয়ে যেতে হয় ধীরে ধীরে নিজের গতিতে। শহরের ভেতরের এই হাইওয়ে রাস্তাগুলো সকালে এক ধরনের শৃঙ্খলার ছবি আঁকে। দিনের বেলা যেখানে ট্রাফিক হইচই আর তাড়াহুড়ো ভোরবেলায় সেখানে শূন্যতা আর শান্তি। এটাই ছিল আমার সুন্দর একটি সকালের প্রথম পর্বের গল্প। এই গল্পটি আমি দুটি পর্বের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। আজ আমি প্রথম পর্বটি শেয়ার করলাম এবং পরবর্তীতে আপনাদের কাছে আমি দ্বিতীয় পর্ব শেয়ার করব এক কথায় শেষ পর্ব। আশা করি প্রথম পর্বটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রতিনিয়তই চেষ্টা করি সুন্দর কিছু পোস্ট এবং সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার কাছে তুলে ধরার। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









