লাইফস্টাইল পোস্ট।। ঢাকা টু রংপুর।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
হঠাৎ করেই আমাদের অফিস দুই দিনের বন্ধ পাই। দুই দিনের বন্ধ বলতে শুক্রবার তো এমনিতেই বন্ধ থাকে আর শনিবার ও বন্ধ ছিল জন্মাষ্টমীর।জন্মাষ্টমী বলতে কি বোঝায় আপনারা হয়তো অনেকেই জানেন। এইটা মূলত খ্রিস্টানদের বড়দিন। আর এই দিনেই যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করেছিলেন। তারই প্রেক্ষিতে এই দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উৎসব পালন করে থাকেন। আর আমাদের কোম্পানির এমডি হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। যার ফলে ছুটি পেয়েছিলাম। যাই হোক সব মিলিয়ে দুই দিনের ছুটি ছিল।
বৃহস্পতিবার পাঁচটায় অফিস ছুটি পাওয়ার পর ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে রাত 9 টার দিক বাসা থেকে বের হই। তারপর বাসস্ট্যান্ডে চলে যাই গিয়ে কাউন্টারে জানতে পারি, আমি যে গাড়ির টিকিট কাটতে চাচ্ছি সেই গাড়িটি দশটা বেজে ১৫ মিনিটে এসে পৌঁছাবে। আমি যখন গিয়েছিলাম তখন দশটা বাজতেই প্রায় 40 মিনিট সময় বাকি ছিল। যাইহোক এরপর যেহেতু তাড়াতাড়ি কোন গাড়ি ছিল না তাই টিকিট কেটে নিলাম। শাহ্ ফতেহ আলী গাড়িতে এটাই আমার প্রথম জার্নি ছিল। বিজনেস ক্লাস গাড়ি হিসেবে ভালোই কমফোর্টেবল। গাড়িটি রংপুরে এসে পৌছায় ভোর ৪ টা বেজে কুড়ি মিনিটে।
এত সকাল সকাল এসে পৌঁছানোর জন্য ভেবেছিলাম হয়তো বাসায় যাওয়ার জন্য কোন গাড়ি পাবো না। কিন্তু বাস থেকে নেমেই দেখলাম বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বলে নিলাম। একজন যেতে রাজি হল। তবে কথা হল তাকে ভাড়া দিতে হবে হিসেবের থেকেও দ্বিগুণ। কি আর করার সকাল অব্দি সেখানে থাকা তো আর সম্ভব নয়। জার্নি করে এসেছিলাম তাই আর দেরি না করে অটোতে করে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যেতে যেতে একদম সকাল হয়ে গিয়েছিল। তাই দেরি না করে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়ে প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বের হলাম।
কাজটা হলো মোহরির কাছে যেতে হবে। মূলত বেশ কয়েকদিন যাবত একটা জমি নিয়ে গন্ডগোলের কথা বলছিলেন আব্বু। সেই জমিটার বিষয়ে মুহুরীর কাছে পরিষ্কার হওয়ার জন্য গিয়েছিলাম। আব্বুর বয়স হওয়ার কারণে এখন তেমন একটা ছোটাছুটি করতে পারে না। যার ফলে নিজ দায়িত্বে দুই দিনের ছুটি পাওয়াতেই ছুটে এসেছিলাম বাসায়। সেখানে গিয়ে মিলল আরেক নতুন অভিজ্ঞতা। আসলে জীবনটাই এরকম, কখন কোথায় কিভাবে কি ঘটে যাবে এটা বোঝা বড়ই মুশকিল। দেখলাম আমাদের তথা আমার বাবার নামে যে জমিটা রয়েছে সেই জমিটার এক তৃতীয়াংশ অন্য আরেক ব্যক্তি দখল করে খাচ্ছে। বুঝলাম এটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই যতটা সম্ভব কাগজ রেডি করে রেখে দিলাম। সামনে বড় কোন ছুটি নিয়ে বাসায় আবার আসব। তারপর এই সমস্যাটা সমাধান করব। যাইহোক এরপর কি হলো বন্ধুরা পরবর্তীতে শেয়ার করব। আজকের মত এ পর্যন্তই।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1957471732966859108?t=JUgZtld1GfFkP-O01kVbLA&s=19
https://x.com/mdetshahidislam/status/1957416525629112361?t=ed0J3Yu-8kIVbUZN2fO8_w&s=19
https://x.com/mdetshahidislam/status/1957415789755343017?t=MyrkKtgJhS4kE6t0mh3kSA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1957620626870726860?t=AWXuZf6c-LUkOH8kDLnRWw&s=19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
অফিস ছুটির পর ফ্রেশ হয়ে আপনি নিজের গন্তব্যে আসার জন্য বেরিয়ে পড়েছিলেন জেনে ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।