অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৬ নভেম্বর , বুধবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000001864.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি । আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।আজ আমি একটি ম্যান্ডেলা আর্ট করেছি। আমার আর্ট করা ম্যান্ডেলাটি এখন আপনাদের সাথে শেয়ার করবো।চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।



উপকরণ সমূহ :

1000001817.jpg

▪️ সাদা কাগজ
▪️জেল পেন
▪️মার্কার
▪️কম্পাস



ধাপ-১

1000001822.jpg

প্রথমে একটি খাতার নিচের অংশের দিকে কম্পাস এবং জেল পেনের সাহায্যে কয়েকটি অর্ধবৃত্ত এঁকে নিয়েছি।



ধাপ-২

1000001823.jpg

অর্ধ বৃত্তের প্রথম ধাপ ফাঁকা রেখে পরের ধাপে কয়েকটি ফুলের পাপড়ি এঁকে নিয়েছি।



ধাপ-৩

1000001826.jpg

ফুলের পাপড়ি গুলোর মধ্যে নকশা করে নিয়েছি। বাকি অংশ জেল পেন দিয়ে কালো করে নিয়েছি।



ধাপ-৪

1000001830.jpg

পরের ধাপগুলো একইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করে অর্ধবৃত্ত পূর্ণ করে নিয়েছি।



ধাপ-৫

1000001832.jpg

1000001834.jpg

তারপর কিছুটা অংশ ডিজাইন করে বাকি অংশ কালো করে নিয়েছি। তারপরের ধাপে গোল গোল করে কয়েকটি ফুলের পাপড়ি কে নিয়েছি।



ধাপ-৬

1000001835.jpg

পরের ধাপে মার্কারের সাহায্যে সম্পূর্ণ অর্ধবৃত্ত কালো করে নিয়েছি।



ধাপ-৭

1000001838.jpg

তারপর অর্ধবৃত্তের সর্বশেষ অংশে জেল কলম এর সাহায্যে চিকন চিকন দাগ দিয়ে নিয়েছি।তারপর ছোট ছোট ডিজাইন করে নিয়েছি।



শেষধাপ

1000001864.jpg

ম্যান্ডেলাটি অংকন করা সম্পন্ন হয়ে গেলে আমি সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।

ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আপনার অর্ধ বৃত্তের মধ্যে ম্যান্ডেলা আর্ট দেখে ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অর্ধবৃত্তের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর লাগছে আপু বিশেষ করে এমন চমৎকার আর্ট কিভাবে অঙ্কন করতে হয় তার ধাপগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অর্ধ বৃত্তের মাঝে দারুণ ম্যান্ডেলা আর্ট করছেন আপনি। আপনার চমৎকার এই মেন্ডেলা আর্ট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক দক্ষতা সম্পন্ন এবং ধৈর্যের মধ্য দিয়ে তৈরি করেছেন। দেখতে হবে সুন্দর হয়েছে।

 last year 

অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। মেন্ডেলা চিত্রগুলো আমার অনেক ভালো লাগে। তাই আজকে আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।

 last year 

আর্ট করতে অনেক ভালো লাগে আপু। তবে বেশ অনেকদিন হলো আর্ট করতে পারছি না। কারণ এত বেশি লোড নিতে পারছি না। আর্ট গুলো করতে হলে একটু সময় দিয়ে সুন্দর করে করতে হয়। আপনি আজকে অর্ধ বৃত্তের ভিতরে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন। দেখতে আমার বেশ ভালো লাগলো।

 last year 

আপু আপনি অর্ধ বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন। সময় নিয়ে আটগুলো করা হয় বলে দেখতে খুব সুন্দর দেখায়। ছোট ছোট ডিজাইন দিয়ে করতে হয় তার জন্য এত বেশি ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।


Screenshot_8footer.png

Congratulations!!🎉🎉 Your post has been upvoted by TEAM 04 (STEEMIT EXPLORERS) using steemcurator06. Continue making creative and quality content on the blog. By @damithudaya

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আপনার হাতের কারো কাজ দিয়ে অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের পোস্টগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

জাস্ট ওয়াও আপু আপনি সাদা কাগজ,জেল পেন, মার্কার ব্যবহার করে অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম অর্ধ বৃত্তের মধ্যে একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।