শৈশব স্মৃতি - নির্বাচন দেখা।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতি কথা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, নির্বাচন। অর্থাৎ শৈশবের নির্বাচনের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব।


crowd-1699137_1280.jpg

Image by Matthias Wewering from Pixabay

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে আমাদের সামনে আসছে জাতীয় নির্বাচন। সাধারণত বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের কারণে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। যাইহোক, দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আমরা নতুন একটি জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। ২০০৮ সালের পর এবারের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে। যাইহোক, আমি স্মৃতিতে ফিরে যাই।

সর্বপ্রথম জাতীয় নির্বাচন দেখেছি আমি ২০০১ সালে। তখন আমি খুবই ছোট ছিলাম। ক্লাস ওয়ান এ পড়তাম। এত কিছু মনে নেই। অবশ্য মনে আছে বাড়ির সামনের রাস্তা দিয়ে বেশ বড় একটি মিছিল গিয়েছিল। আমরা দৌড়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ছিলাম। এত বড় মিছিল দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এর আগে কখনো একসাথে এতগুলো মানুষ দেখিনি। মিছিল কি বুঝতাম না। সেদিন বুঝলাম এটাকেই মিছিল বলে।

মিছিল দেখে আমরা এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে পরদিন আমরা ছোটরা একটি মিছিল নিয়ে বের হয়েছিলাম মিছিল করতে করতে বাজারে গিয়েছিলাম। আর আমাদেরকে ২৫ পয়সা দামের চকলেট দেওয়া হয়েছিল সকলকে। আমরা খুশিতে নাচতে নাচতে আবার মিছিল করতে করতে বাড়ি ফিরে আসি।

তখনকার নির্বাচনের কেন্দ্রটা ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ছোট ছিলাম বিদায় আমরা তার আশেপাশেও যাইনি। নির্বাচনের কোন ঘটনাও মনে নেই। তবে এই সেদিন সর্বপ্রথম আমরা সেনাবাহিনী দেখেছিলাম। সেনাবাহিনীর গাড়ি বেশ কয়েকবার টহল দিয়েছিল আমাদের বাড়ির সামনে দিয়ে। তাছাড়া, সেদিন আরো কিছু বাহিনী দেখেছিলাম। পরবর্তীতে জানতে পেরেছে তাদের মধ্যে একটি ছিল দাঙ্গা পুলিশ। আর্মিদের প্রস্তুতি আর দাঙ্গা পুলিশের প্রস্তুতি আলাদা ছিল। তাই সেটি যে একটি আলাদা বাহিনীর সেটা আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু বুঝতে পারিনি।

সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট জয় পেয়েছিল। তারা সরকার গঠন করে। বছর ঘুরে আবার বাংলাদেশে নির্বাচন এসেছে। আশা করি সুস্থ, সাবলীল এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পাবে নতুন এক নির্বাচিত সরকার, নতুন এক প্রধানমন্ত্রী। আগামী নির্বাচন আমাদের জীবনের সুফল বয়ে আনুক। এই কামনা রইল।