শীত নিয়ে ছোটবেলার স্মৃতি।

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার গ্রামের শীতকালীন কিছু স্মৃতির কথা শেয়ার করব।


christmas-market-9991978_1280.webp.png

Photo Source

আমাদের গ্রামে শীতকালে, অর্থাৎ ডিসেম্বর মাসে, যখন স্কুল বন্ধ থাকতো, তখন আমরা সারাদিন নেটে থাকতাম খেলায়। সেই সকাল থেকে শুরু একদম সন্ধ্যা পর্যন্ত। ততদিনে বর্ষায় চাষ করা আমন ধান পেকে উঠে যেত কৃষকের গোলায়।

তাই খোলা মাঠে আমরা সারাদিনই সুযোগ পেতাম খেলাধুলা করার। খুব ভোরে যখন সূর্য উঠেছে বোঝা যেত না কুয়াশার জন্য, তখন আমরা চলে যেতাম পরিচিত জলপাই গাছ তলায়। পাকা পাকা জলপাই নিচে পড়ে থাকতো। আমরা সেগুলো করিয়ে ভাগাভাগি করে খেতাম। তারপর শীতের মোয়া, ভাপা পিঠা, পুলে পিঠা দিয়ে সকালের নাস্তা করে খেলতে বের হয়ে যেতাম।

তখন ক্রিকেট বা ফুটবল আমাদের গ্রামে ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে আমরা বিকেল বেলাতে ক্রিকেট বা ফুটবল খেলতাম। কিন্তু শীতের কুসুম কুসুম রোদের সকালে আমাদের প্রিয় খেলা ছিল গোল্লাছুট। এক দুপুর গোল্লাছুট খেলে, বিলের ধারে কোন পুকুরের গরম জলে গোসল করে বাড়ি ফিরতাম।

খেয়ে দেয়ে দিতাম ঘুম। ঘুম থেকে উঠে কখনো কখনো ক্রিকেট খেলতাম, কখন কখন খেলতাম ডাঙ্গুলী। এভাবে খেলতে খেলতে যখন সন্ধ্যা হয়ে আসতো তখন আবার বাড়ি ফিরে আসতাম। শীতের জামা কাপড় পড়ে নানু দাদুদের সাথে বসে বসে নানা রকমের গল্প শুনতাম। যেহেতু স্কুল নাই, ক্লাস নাই, আমরাও পড়ালেখা নিয়ে ততটা মাথা ঘামাতাম না। বাবা মায়েরাও শীতে ওই সময়টা আমাদেরকে কিছু বলত না। কারণ সময়টাই ছিল উপভোগ করার।


gif.gif