ফটোগ্রাফি : খাবার।।
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।
১ নং ছবি।
আমার তোলা প্রথম ছবি তে দেখতে পাচ্ছেন নুডলস। যেটা একটু পরিবর্তন হয়ে রামেন নাম হয়েছে। রামেন এর প্যাক টি মামা বাড়ী তে কিনেছিলাম খাওয়ার জন্য। কিন্তু সময় এর অভাবে খাওয়া হয় নি। তাই দীদা আবার আসার সময় দিয়ে দিলো। আজ এটা বোন রান্না করেছিলো। ঝাল ঝাল বেশ মজাদার।
২ নং ছবি।
গত ১১ /৩/২০২৫ আমার মায়ের জন্মদিন ছিলো। এবার আর জন্মদিন এ কোন।আয়োজন করা হয় নি। তবে সবাই মিলে কিছু স্পেশাল খেতে ইচ্ছে করলো। তাই আইসক্রিম খেলাম। মা আমি ও বোন তিন জনই আইসক্রিম
খেতে অনেক ভালোবাসি।
৩ নং ছবি।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন খেজুর আর চকলেট। এগুলো সব সৌদি আরব থেকে আনা। আমাদের দোকান দার এবার ওমরা করে আসার সময় এগুলো নিয়ে আসছিলো। আমাদের কেও দিয়েছে।
৪ নং ছবি।
আমার বোন এর চকলেট অনেক প্রিয়।চকলেট এর নাম শুনলে ওর লোভ সামলানো দায়। এগুলো ও মামার কাছ থেকে আদায় করছে।আমি আর মামী ও একটু ভাগ নিয়েছিলাম।
৫ নং ছবি।
এই যে লেবু লঙ্কা দেখতে পাচ্ছেন। সব গুলে নষ্ট হয়েছিলো।
এগুলো মুলত আচার বানানোর জন্য কাটা হয়েছিলো কিন্তু।শেষ অব্দি এর জায়গা ডাস্টবিন এ।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Device : xawmi MT 9i
location
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই পছন্দের কয়েকটি খাবারের ছবি আপনি শেয়ার করেছেন। এগুলো আপনারও খুব পছন্দের খাবার তা জেনে খুব ভালো লাগলো। আসলে বিভিন্ন সময় খেতে বসে নানা ধরনের খাবারের ছবি তুলে রাখা একটি শখের কাজ নইলে মনে রেখে করতে হয়। যা সব সময় হয়ে ওঠেনা। কিন্তু আপনি বেশ যত্ন করে ছবিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আর তা দেখে বেশ ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি খাবারের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি খাবারের ফটোগ্ৰাফি অনেক লোভনীয় ছিল ভাই। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আইসক্রিম এবং খেজুরের ফটোগ্ৰাফিটি। এছাড়াও অন্যান্য ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।
চমৎকার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। রামিম রামেন আমার কখনও খাওয়া হয়নি। তবে খাবারটি অনেকটা নুডুলসের মতো তা আমি শুনেছি। এইতো আমাদের মাঝে গরম এসে গেছে। আইসক্রিম এখন নিত্যদিনের সঙ্গী। আইসক্রিম না খেলে যেন ভালই লাগে না। ফটোগ্রাফিতে আইসক্রিম দেখে খেতে ইচ্ছে করছে। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
বিভিন্ন রকম খাবারের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। আইসক্রিম এবং চকলেটের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এগুলো আমার বেশ পছন্দের। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি লোভনীয় ছিল। আইসক্রিম চকলেট খেজুর সবগুলো খাবারই অনেক লোভনীয় এবং আমার পছন্দের। ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ও ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্য করার জন্য।
আইসক্রিম টা দেখে বেশ লোভনীয় লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি টা ভাই। পাশাপাশি খেজুর চকলেট লেবু এগুলোর ফটোগ্রাফিও চমৎকার ছিল। সবমিলিয়ে অসাধারণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।