সাধ এর অনুষ্ঠান।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
যদি ও আমি ঠিকঠাক জানি না। সনাতন ধর্মাবলম্বীদের মেয়েরা গর্ভাবস্থার সাত মাস পুর্ন হলে কিছু নিয়ম নীতির মাধ্যমে খাবার আয়োজন করা হয়। যাকে সাধ বলে।
নিয়ম অনুযায়ী সাধ না হওয়া পর্যন্ত পায়েস কিংবা নতুন পোশাক পড়া যায় না। সাধের দিন নতুন শাড়ী ও পায়েস খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
গত ২/০৩/২০২৫ তারিখ আমার মামীর সাধ এর অনুষ্ঠান ছিলো।কিন্তু দুর্ভাগ্যর কারনে অনুষ্ঠানটি খুব জমজমাট ভাবে পালন করা হয়নি প্রথমত মামার বাড়ীর নিয়ম চোরা সাধ দ্বিতীয়ত দীদা অসুস্থ।
অনুষ্ঠান এর এক দিন আগে আমরা দীদাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনি, তাও ডাক্তার এর ইচ্ছার বিরুদ্ধে।
তবে ছোট পরিসরে হলে ও বেশ ভালো ভাবে অনুষ্ঠান টি হয়েছে। আত্মীয় স্বজন দের নেমতন্ন করার সুযোগ হয় নি। শুধু মামীর মা, বাবা আর আমার মায়ের পিসি এসেছিলো।
সাধ এর পায়েস আমার দীদাকে রান্না করতে হবে তাই আমি আর দীদা মিলে রান্না করেছিলাম।
অনুষ্ঠান এর দিন সকালে সকলে স্নান করে সেজে নিলাম। তারপর একে একে সবাই মামীকে আর্শীবাদ করলো। দীদা মামি কে এক জোড়া চিকন বালা দিয়ে উপহার দিলো।সে সেই অসুস্থ শরীরে বাসায় স্বর্নকার এনে বালা কিনলো।
এবার সবাই আর্শীবাদ করলো। তার পর পায়েস খাওয়ানো হলো। সেখানেও নিয়ম ছিলো চাঁদ এর মতো করে কেটে খেতে হবে। আর অবশিষ্ট টুকু জল দিয়ে ঘাসে ধুয়ে দিতে হব।
এবার দুটো ঢাকনার নিচে শীল আর প্রদীপ রেখে ছেলে না মেয়ে পরীক্ষা করা।মামী শীল তুলেছিলো তাই সবাই বললো ছেলে হবে। যদি ও এটার সত্যতা কত টুকু যানি না।
এর পর আরো খাবার আনা হলো। আরো ছবি তোলা হলো। দীদা একটু হলেও খুশি হলো। কারন তার একমাত্র ছেলের বউ বলে কথা। যদি ও সে বারবার আফসোস করলো তার অসুখের জন্য ভালো কিছু হলো না।
আজ আর নয়। আর্শীবাদ করবেন মা ও বাচ্চা দু জনে যেনো ভালো থাকে সুস্থ থাকে। সকলে ভালো থাকুন এই প্রার্থনা করি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি যতটুকু জানি এরকম একটি নিয়ম আমাদের সমাজেও রয়েছে। গর্ভবতী মাকে নতুন শাড়ি ও পায়েস বা ফিন্নি খাওয়াতে হয়। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে বরন করে নেওয়া হয়। আপনার ব্লগটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।