||নাটক রিভিউ:-ব্রেকিং নিউজ||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-ব্রেকিং নিউজ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | ব্রেকিং নিউজ |
|---|---|
| অভিনয় | তৌসিফ মাহবুব,তটিনী ,আরো অনেকে |
| পরিচালক | ইমরোজ শাওন |
| মুক্তির তারিখ | ০৮ই মে ২০২৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ৪৪ |
নাটকের শুরুতে নায়ক এবং তার কয়েকটি বন্ধু তারা একটি গ্যাং এর লিডার ছিল।তুমি এই দলে তার একটি লিডার ছিল সে কিন্তু সব সময় আগেই কাজ করতো।তো তাদেরকে কিন্তু সবাই সন্ত্রাসী নামে চিনে।তো একদিন কাকে যেন মারতে গিয়ে তার দলের বড় লিডার মারা যায়।এটা কিন্তু দলের ছেলে গুলো মানতে পারতেছিল না।এটা যখন ব্রেকিং নিউজ করার জন্য সাংবাদিকরা লাইভে চলে আসে।তখন হঠাৎ করেই নায়িকা সামনে চলে আসে নিউজ করার জন্য।তখন লাইভে নায়ক তাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়।তারপর সরাসরি তার কাছে গিয়ে দেখা করলো।
এরপর আস্তে আস্তে নায়ক তার কাছে যেতে লাগলো।কিন্তু নায়িকা জানতো যে, সে একজন গুন্ডা, সন্ত্রাসী তার সাথে সম্পর্ক করা যাবে না। কিন্তু এই দিকে নায়ক তার পিছু ছাড়তে ছিল না। যখনই নায়িকা লাইভে আসে তখনই লাইভে নায়ক বসে থাকতো তাকে দেখার জন্য।তো নায়িকা একদিন অফিসে গেছে সেই অফিসে নায়ক ও গেছে তাকে রিসিভ করার জন্য। কিন্তু নাকি নিষেধ করে যে আমার অফিসে না আসার জন্য।এরপর নায়কের কয়েকজন বন্ধুকে তাদের বাসা পাঠিয়ে দেয় তাকে রিসিভ করার জন্য।তো একদিন দেখতেছে লাইভে নায়িকা আসেনি। তখনই নায়কের মাথা গরম হয়ে গেলো,এবং সঙ্গে সঙ্গে লাইভ এর কাছে আসলো, এসে সবাইকে ওয়ার্নিং দিয়ে গেলো।এরপর যেন লাইভে ও ছাড়া কেউ আসতে না পারে।
তো এই দিকে নায়িকার অফিসের কয়জন তার সঙ্গে খারাপ ব্যবহার করতো।তারপর থেকে তাকে সবাই পছন্দ করে এবং তার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে। এভাবে আস্তে আস্তে নায়কের সাথেও তার কথাবার্তা শুরু হলো এবং তাদের রিলেশনটা শুরু হলো।তবে এখানে নায়িকার একটি শর্ত ছিল যে, আমার সঙ্গে সম্পর্ক করতে হলে তোমাকে এই আজেবাজে কাজ বন্ধ করতে হবে।তো তার কথা অনুযায়ী সব বাজে কাজ ছেড়ে দেয় এবং ভালো হয়ে যায়। এবং তার সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি করে।কিন্তু হঠাৎ করে একদিন কিছু সন্ত্রাসী এসে নায়ক কে গুলি করে মেরে দেয়।তাকে মেরে দেওয়ার পরে নায়িকার শেষ নিউজ ছিলো তার প্রিয় মানুষকে নিয়ে। নাটক টি এখানেই শেষ হয়ে যায়।
তো নাটক কি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।তবে আমি মাঝেমধ্যেই তাওসিফ মাহবুবের নাটক গুলো দেখে থাকি। তার নাটক গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে দেখতে পারেন। আশা করবো সবার কাছে ভালো লাগবে।তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|
















আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/i/status/2007129009776480428
https://x.com/i/status/2007128441603371237
https://x.com/i/status/2007127911036502041