||নাটক রিভিউ:-টান||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-টান আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
| নাটকের নাম | টান |
|---|---|
| অভিনয় | জাহের আলভী,ইফফাত আরা তিথি,মনিরা আক্তার,আরো অনেকে |
| পরিচালক | জাহের আলভী |
| মুক্তির তারিখ | ১৭ই অক্টোবর ২০২৫ |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ | ১:১৩ |
নাটকের শুরুতেই একটি দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে পতিতা এলাকা।সেই জায়গাতে অনেক লোকজন আসে এবং যায়। তো মাঝেমধ্যে এখানে নায়ক আসতো এবং একটি ঘরে শুয়ে থাকতো।এদিকে তার একটি গার্লফ্রেন্ড ছিলো।কিছুদিন যাওয়ার পরে তার গার্লফ্রেন্ড বলে যে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসতেছে তুমি আমার বাবার সঙ্গে দেখা করো।কিন্তু সে দেখা করতে চাচ্ছিলাম না।বেশ জোরাজোরি করার পরে সে তার বাবার সঙ্গে দেখা করতে গেলো।কিন্তু তার বাবার সঙ্গে দেখা হতে না হতেই তার বাবা তাকে চেনা চেনা মনে পড়ে। কিন্তু নায়ক তার বাবাকে তখনই চিনে ফেলে।সবকিছু ঘটনা খুলে বলার পরে তাদের বিয়ে ঠিক হয়ে গেলো।
পতিতা এলাকায় সে একটি মেয়ের সাথে দেখা করতো।কিন্তু সে যে পতিতা এলাকায় যেতো সেটা অনেকেই দেখে এবং ভাবে সে অনেক খারাপ।তবে এদিকে যে তার গার্লফ্রেন্ডের বাবার সাথে কথা বলার পরে তাদের বিয়ে হয়ে যায়।তো সে একদিন অফিসে গেলো এবং অফিসে থাকা অবস্থায় তার প্রচন্ড জ্বর চলে আসলো।এখানে অফিসের কয়েকটি কলিগ মিলে তাকে তার বাসায় রেখে দিল এবং পরের দিন সকালে তার বাসায় দিয়ে আসলো।
কিন্তু তার বাসায় যেতে না যেতেই তার শশুর আব্বা এবং তার বউ অনেক রেগে ছিলো।তো সে আসার পরে তার শশুর আব্বা তাকে মারধোর শুরু করলো।তারপর তাকে সবকিছু খুলে বলবো। একটি নিউজে দেখা যায় পতিতা এলাকায় নায়ক সেখানে গিয়েছিলো।এটা দেখার পরে সবাই অনেক রাগান্বিত এবং সঙ্গে সঙ্গে তার বউ তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু সে তাদের বুঝাতে চাচ্ছে কিন্তু কোনভাবেই কেউ তাকে বুঝে না। তার কথা তারা শুনতেই চায় না।কিন্তু সে যে এলাকায় গিয়েছিল এটা কেউ জানে না, কিন্তু কি কারণে সেখানে প্রতিদিন যায় এটা কেউ জানেত চাইনি।কিন্তু আফসোস সঙ্গে সঙ্গে তার বউ তাকে ডিভোর্সের কথা বলে দেয় এবং ছেড়ে দেয়।
এখন সবকিছু হওয়ার পরে তার যে অফিসের কাছের একটি কলিগ ছিল সে কিন্তু জানতো না যে পতিতা এলাকায় তার কে আছে।তো সে যখন ওখান থেকে চলে আসে,আসার পরে তার কলিগ কে সবকিছু খুলে বলে।কারণ তার পতিতা এলাকায় তার মা ছিলো,যেই মা তাকে জন্ম দিয়েছে।সে কিন্তু ওই এলাকায় কোন খারাপ উদ্দেশ্যে যায়নি। কিন্তু যার শশুর আব্বা ও তার বউ তাকে খারাপ ভেবেছে।তখন সাথে সাথে পতিতা এলাকায় গিয়ে তার মায়ের পরিচয় তাদের সবার সাথে শেয়ার করে।কিন্তু সবাই যখন জানতে পারে যে এটা তার সন্তান তারা সবাই অবাক করে গেলো।কিন্তু সে ওখান থেকে চলে আসে এবং আসার পরে বলে যে আমি তোমার কাছে আবার ফিরে আসবো।এই বলে নাটক টি শেষ হয়ে যায়।
নাটকটি আমার কাছে ভালোই লেগেছে।তবে এই নাটকের মধ্যে অনেক শিক্ষানিও কাহিনী রয়েছে। যার প্রতি যার টান থাকে সে শত বাধা পেরিয়েও তার কাছে ফিরে আসে। যেমন তার মা পতিতা হতে পারে কিন্তু তাকে তার মা জন্ম দিয়েছে।সে জানে তার মা খারাপ তার পরেও কিন্তু ঘুরে ফিরে তার মায়ের কাছে আসে।মায়ের ভালোবাসা এবং মায়ের প্রতি যে টানটা ছিলো এটা সে কখনোই ভুলতে পারে না।যাইহোক সব মিলিয়ে নাটকটি অনেক দারুন ছিলো।আপনারা যারা নাটকটি দেখেন নাই দেখে নিবেন।আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মত এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
| ডিভাইস | Tecno camon 20 |
|---|---|
| ফটোগ্রাফার | @polash123 |
| লোকেশন | দিনাজপুর |
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
|---|



















আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1987169334679281811?t=p-7UWLi-WKFjm7phPm501Q&s=19
https://x.com/Polashislam681/status/1987167739581243838?t=MiNwLk4hw_Vo_ZMPdcldOw&s=19
টুইটার লিংক
https://x.com/Polashislam681/status/1986648213433294921?t=y3tzhmVkAXfZ2-y4olThVA&s=19
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা। সুন্দর ছিল নাটকটি।
ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।