নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৩৭ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
| ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
|---|---|
| রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
| অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
| সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
| প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
| ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
| গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
| সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ২১ মিনিট ১২ সেকেন্ড |
| দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
![]() |
|---|
পর্বের শুরুতেই আমরা দেখি আগের ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া পিহুর মুখে এখন এক অদ্ভুত দৃঢ়তা।সে যেন আর সেই দ্বিধাগ্রস্ত মেয়ে নয়, বরং নিজের সিদ্ধান্তে অটল এক নারী।খান পরিবারের ভেতরে জমে থাকা চাপে যেন আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে ফুঁসে উঠছে।একদিকে আছে ভদ্রতার মুখোশ পরা কিছু মানুষ, যারা সুযোগ পেলেই অন্যকে ফাঁদে ফেলতে দ্বিধা করে না।
![]() |
|---|
অন্যদিকে পিহু, যে সত্যের পক্ষে দাঁড়াতে শুরু করেছে, কিন্তু চারপাশের মিথ্যার জালে জড়িয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে।৩৭তম পর্বের মাঝামাঝি দৃশ্যগুলোয় গোপন কথোপকথন, হঠাৎ প্রকাশ পাওয়া সত্য এবং চুপ থাকা চরিত্রদের চোখের ভাষা সব মিলিয়ে এক প্রকার মনস্তাত্ত্বিক টেনশন তৈরি করে।দর্শক এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারে না।৩৭তম পর্বে পিহু যেন নতুন রূপে উদ্ভাসিত হয়।
![]() |
|---|
সে বুঝে গেছে সবাইকে খুশি রেখে নিজের মর্যাদা রক্ষা করা যায় না।তার চোখে এবার ভয় নেই, বরং এক ধরনের শীতল প্রতিশোধের ইঙ্গিত।তার সংলাপগুলো ভারী, কিন্তু নির্ভুল; প্রতিটি শব্দ যেন চিনে নেওয়া বুলেটের মতো, যেটি লক্ষ্যভেদ করে যায়।এই পর্বে তার নীরবতাই সবচেয়ে বেশি অর্থবহ।কখনও ভদ্রতার মুখোশ পরে থাকা এই মানুষটির মুখে প্রথমবারের মতো দ্বিধা দেখা যায়।
![]() |
|---|
দর্শক বুঝতে পারে তারও একটা গোপন অতীত আছে, যা হয়তো পরবর্তী পর্বে উন্মোচিত হবে।তাদের প্রতিক্রিয়া গল্পকে আরও বাস্তব করে তোলে।কেউ কেউ পিহুর পাশে দাঁড়ানোর ভান করলেও, শেষ মুহূর্তে তারা নিজেদের স্বার্থ বাঁচাতে পিছিয়ে যায় যা নাটকটিকে জীবনের কাছাকাছি নিয়ে আসে।৩৭তম পর্বের সবচেয়ে বড় শক্তি এর গতি ও ভারসাম্য।একদিকে সংলাপে মনস্তাত্ত্বিক গভীরতা, অন্যদিকে দৃশ্য বিন্যাসে তীক্ষ্ণ বাস্তবতা দুটোই মিলিয়ে এক অসাধারণ ছন্দময় প্রবাহ তৈরি হয়েছে।
![]() |
|---|
পরিচালক সংলাপের ফাঁকে ফাঁকে নীরবতাকে ব্যবহার করেছেন, যা নাটকীয়তাকে আরও উঁচু স্তরে নিয়ে গেছে।যেখানে ৩৬তম পর্বে উত্তেজনা তৈরি হয়েছিল, সেখানে ৩৭তম পর্বে সেই উত্তেজনা ফেটে পড়া করে যেন চাপা রাগ, প্রেম, ও প্রতারণা একসাথে বিস্ফোরিত হয়।চিটার এন্ড জেন্টেলম্যান এর ৩৭তম পর্বটি এক কথায় সত্য আর ভদ্রতার লড়াইয়ের আবেগঘন অধ্যায়।
![]() |
|---|
এখানে প্রেম, প্রতারণা, ক্ষমতা ও আত্মসম্মান সব একত্রে মিশে গেছে এমনভাবে, যা দর্শকের মনে দীর্ঘসময় ধরে ছাপ ফেলে।এই পর্বটি প্রমাণ করে , ভদ্রতার আড়ালে থাকা চিটারদের মুখোশ একদিন না একদিন খুলবেই,আর তখনই বোঝা যায়, কে সত্যিকারের জেন্টেলম্যান।
![]() |
|---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness



















X-promotion
চিটার এন্ড জেন্টেলম্যান এই নাটকের রিভিউ পড়ে ভালো লাগলো। পর্ব নাটক দেখার মজাই আলাদা। অনেক ভালো লাগলো ভাইয়া।