নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটক ৪১ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
| ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
|---|---|
| রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
| অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
| সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
| প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
| ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
| গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
| সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ২১ মিনিট ০৫ সেকেন্ড |
| দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
হাসি, টেনশন আর সম্পর্কের নতুন মোড় নিয়ে চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৪১তম পর্ব ছিল আগের পর্বের ধারাবাহিকতায় আরও বেশি জমজমাট। ৪০তম পর্বের শেষের টুইস্ট থেকে যে কৌতূহল তৈরি হয়েছিল। ৪১তম পর্বের শুরুতেই তার উত্তর খোঁজার চেষ্টা দেখা যায়। শুরু থেকেই এপিসোডটি দর্শককে ধরে রাখে তার দ্রুতগতির গল্প আর স্বাভাবিক কমেডির মাধ্যমে।
![]() |
|---|
এপিসোডের শুরুতেই দেখা যায় চিটারকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। জেন্টেলম্যান এবার আগের চেয়ে বেশি সতর্ক ও চিন্তিত। চিটারের স্বভাবসিদ্ধ চালাকিতে সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও। তার কথাবার্তা আর আচরণে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এখানেই তৈরি হয় নতুন ধরনের হাস্যরস যেখানে ভয় আর মজার মিশেল দর্শককে বাড়তি আনন্দ দেয়।
![]() |
|---|
৪১তম পর্বে চিটার ও জেন্টেলম্যানের সম্পর্কের টানাপোড়েন আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। তাদের কথোপকথনে শুধু হাসিই নয়, বরং এক ধরনের মানসিক দ্বন্দ্বও ফুটে ওঠে। চিটার একদিকে নিজের ভুল ঢাকার চেষ্টা করছে।অন্যদিকে জেন্টেলম্যান নিয়ম ও নীতির বাইরে যেতে চাইছে না। এই বিপরীত অবস্থান থেকেই নাটকের কমেডি ও নাটকীয়তা আরও শক্তিশালী হয়েছে।
![]() |
|---|
এপিসোডের মাঝামাঝি অংশে কিছু ভুল বোঝাবুঝি নতুন করে পরিস্থিতিকে জটিল করে তোলে। ছোট একটি ঘটনা বড় সমস্যার রূপ নেয়। যা আবার চিটারের বুদ্ধিদীপ্ত মন্তব্য আর উপস্থিত বুদ্ধির কারণে হাস্যকর হয়ে ওঠে। দর্শক বুঝতে পারে।চিটার যতই ফেঁসে যাক না কেন। শেষ মুহূর্তে সে কিছু একটা করে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
![]() |
|---|
শেষ অংশে গল্প আরও সিরিয়াস হয়। জেন্টেলম্যানের সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আর চিটারের অস্থিরতা এপিসোডের উত্তেজনা বাড়িয়ে দেয়। তবে ঠিক শেষ মুহূর্তে একটি হালকা কমেডি সিন পুরো পর্বকে ভারসাম্যপূর্ণ করে তোলে। শেষ দৃশ্যে নতুন প্রশ্ন রেখে পর্ব শেষ হয়।চিটার কি সত্যিই এবার নিজের ফাঁদেই আটকে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক?
![]() |
|---|
অভিনয়ের দিক থেকে চিটার চরিত্রের এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি বরাবরের মতোই প্রাণবন্ত ছিল। জেন্টেলম্যানের গম্ভীরতা ও সংযত অভিনয় গল্পকে বাস্তবতার ছোঁয়া দিয়েছে। পাশাপাশি সাপোর্টিং চরিত্রগুলোর উপস্থিতি পর্বের গতি ও হাস্যরস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
![]() |
|---|
সব মিলিয়ে, চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৪১তম পর্ব ছিল হাস্যরস, উত্তেজনা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের এক সুন্দর মিশ্রণ। এই পর্ব শুধু গল্পকে এগিয়ে নেয়নি। বরং দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে পরবর্তী পর্বের জন্য।
![]() |
|---|
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness



















X-promotion