নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ৩৮ তম পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
| ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
|---|---|
| রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
| অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
| সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
| প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
| ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
| গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
| সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ২০ মিনিট ৪৪ সেকেন্ড |
| দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
![]() |
|---|
সে আর কেবল প্রতিক্রিয়া দেয় না, বরং নিজেই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে।তার সংলাপে আছে আগের চেয়ে অনেক বেশি স্থিরতা, আর সেই স্থিরতাই দর্শকদের মনে তৈরি করে এক অদ্ভুত শক্তি।এই পর্বে পিহু প্রথমবারের মতো নিজের ভিতরের ভয়কে মুখোমুখি করে এবং তাকে জয় করে ফেলে।খান পরিবারের ভেতরে এখন এক নতুন খেলা শুরু হয়েছে বিশ্বাসের,প্রতারণার, আর মুখোশের।যারা এতদিন ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছিল, তাদের চোখে ধরা পড়ে আতঙ্কের ছাপ।
![]() |
|---|
এক এক করে পুরনো সম্পর্কের সত্য বেরিয়ে আসে, গোপন কথোপকথন ফাঁস হয়, আর দর্শক বুঝতে পারে যে মানুষকে এতদিন ভরসা মনে হয়েছিল, সে-ই আসলে পুরো নাটকের নেপথ্য খেলোয়াড়।পরিচালক এখানে নিখুঁতভাবে মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ফুটিয়ে তুলেছেন।একটি সংলাপ, একটি দৃষ্টি, কিংবা এক মুহূর্তের নীরবতা সবকিছুই যেন অর্থপূর্ণ।একটি দৃশ্যে দেখা যায়, পিহু যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল,সে-ই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ সামনে নিয়ে আসে।দর্শকের চোখের সামনে যেন সম্পর্কের ভিত ভেঙে পড়ে।এই মুহূর্তে নাটকটি তার আবেগীয় শীর্ষে পৌঁছায় যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর আত্মসম্মান একসাথে সংঘর্ষে নামে।
![]() |
|---|
৩৮তম পর্বে পরিচালক চতুরতার সঙ্গে সত্যের সূক্ষ্ম রেখা টেনে দেন।দর্শক বুঝতে শুরু করে, যে চিটার বলে মনে হচ্ছিল, তার ভেতরেও হয়তো এক ধরনের ন্যায্যতা আছে।আর যাকে জেন্টেলম্যান ভাবা হয়েছিল, সে-ই আসলে সবচেয়ে বড় ছলনাকারী।এই নৈতিক দ্বন্দ্বই পর্বটির আসল সৌন্দর্য যা দর্শককে ভাবায়, নাড়িয়ে দেয়।এই পর্বের গতি মাপা, সংলাপ তীক্ষ্ণ, আর আলোকায়ন নিঃশব্দে আবেগ প্রকাশ করে।বিশেষ করে পিহুর ক্লোজ-আপ দৃশ্যগুলোতে তার মুখের অভিব্যক্তি পুরো দৃশ্যের ভার টেনে নেয়।
![]() |
|---|
পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকের নরম ওঠানামা দর্শককে গভীর আবেগে ডুবিয়ে দেয়।শেষ দৃশ্যে পিহু যখন ঘর ছেড়ে বেরিয়ে যায়, দর্শক অনুভব করে,এটা শুধু স্থানত্যাগ নয় বরং এক নতুন যাত্রার সূচনা।তার পেছনে বন্ধ দরজাটা যেন প্রতীক হয়ে দাঁড়ায় অতীতের অবসান, আর সামনে আসা নতুন সত্যের আহ্বান।চিটার এন্ড জেন্টেলম্যান এর ৩৮তম পর্ব একদিকে আবেগময়, অন্যদিকে বিশ্লেষণধর্মী।এখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত যেন এক একটি আয়না যেখানে প্রতিফলিত হয় মানুষের ভেতরের সত্য ও মিথ্যার চিরন্তন সংঘর্ষ।এই পর্বে দর্শক শুধু নাটক দেখে না, বরং নিজের ভেতরের ভদ্রতা ও চিটার সত্তাটাকেও চিনে নেয়।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
















X-promotion
Daily Task:👇
Comment Link:👇
https://x.com/Ava1965358/status/1983476584209326473?t=eA-iyuY3q8TcCnFDK-d-Kw&s=19
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।