বাবার শেষ দিন নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| বাবার শেষ দিন নাটকের রিভিউ। |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | বাবার শেষ দিন |
|---|---|
| পরিচালক | সাইদুর রহমান সবুজ |
| অভিনয় | তারিক আনাম খান, শায়লা সুলতানা সাথী সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১৭ নভেম্বর ২০২৪ |
প্রথমে নাটকটি খুব সুন্দর ভাবে শুরু হয়৷ এখানে দেখানো হয় যে নায়িকার বাবা একটি কোম্পানিতে চাকরি করেন এবং এখন ওনার চাকরির শেষ সময় চলে এসেছে। কিছুদিন পরেই তিনি সেখান থেকে রিটায়ার হয়ে যাবেন৷ তিনি ভাবছিলেন যে সব সময় তার অফিসের যে সকল লোকজন একে অপরের বিদায়ের সময় অনেক ধরনের আয়োজন করে থাকেন। এরকম কোন কিছু তারা তার জন্য আয়োজন করবে৷ যার ফলে তিনি তার মেয়েকে অর্থাৎ নায়িকাকে বলেন৷ তখন নায়িকা অনেক খুশি হয় এবং সে বলে যে যেহেতু সবাই বক্তৃতা দিয়েছিল এখন তার বাবাকেও বক্তৃতা দিতে হবে৷ তাই সে তার বাবাকে অনেক ধরনের প্রশিক্ষণ দিতে থাকে৷ সব সময় সে তার বাবাকে প্রশিক্ষণ দিতে থাকে এবং তিনিও সবসময় এটি শিখতে থাকেন।
এরপর এভাবে অনেক দিন শেখাতে শেখাতে নায়িকার বাবা এটি অনেক ভালোভাবে শিখে নিয়েছিলেন। একদিন নায়িকা ভেবেছিল যে সেখানে যেহেতু অনেক মানুষ থাকবে তাই তিনি সকলের সামনে এটি নির্ভয়ে বলতে পারবেন কিনা৷ তখন নায়িকা ক্যামেরা চালু করে এবং সেখানে ক্যামেরার সামনে নায়িকার বাবা সবকিছু খুবই সুন্দরভাবে এবং সাহসের সাথেই বলছিলেন৷ যার ফলে নায়িকা সেটি রেকর্ড করে নেয়৷ এর পরবর্তীতে তিনি অফিসে যান এবং তিনি ভেবেছিলেন যে আজকে তার জন্য সবাই সারপ্রাইজ তৈরি করছে৷ তবে তিনি শেষ পর্যন্ত বুঝতে পারেন এটি আসলে তার জন্য কোন প্রকার সারপ্রাইজ না৷ এটি উনাদের কলিগের একজন বাচ্চার জন্য সারপ্রাইজ তারা তৈরি করেছিল৷ তবে তিনি ভেবেছিলেন যেটি তার জন্যই তৈরি করা হয়েছে৷ তখন তার মন ভেঙে যায়৷ তিনি অনেকটাই কষ্ট পেতে থাকেন। তারপরেও নায়িকা তার বাবাকে বুঝায় এবং সেখান থেকে বাসায় নিয়ে যায়।
এর পরবর্তীতে নায়িকা তার বাবাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে৷ কয়েকদিন যাওয়ার পরে তিনি অনেকটা শান্ত হয়ে যান৷ তিনি বলেন যে তার পেনশনের অনেকগুলো টাকা অফিসে রয়েছে৷ এখন যেন সে টাকাগুলো নায়িকা উঠিয়ে আনে৷ তাই নায়িকা সেখানে তার বাবার টাকাগুলো উঠানোর জন্য যায়৷ সেখানে সে অনেক ধরনের হয়রানির শিকার হয়৷ তাকে টাকা দিবে দিবে বলে দিচ্ছে না৷ এভাবেই অনেকদিন যাবত চলতে থাকে৷ শেষ পর্যন্ত নায়িকার বাবা অনেকটাই অসুস্থ হয়ে পড়েন৷ সেই অসুস্থতার কারণে তিনি মারা যান৷ নায়িকা যখন এই বিষয়টি দেখে তখন সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে৷ সে কি করবে কিছুই বুঝতে পারছিল না৷ সে বাসায় এসে তার বাবার মৃতদেহ দেখে অনেক কান্নাকাটি করে৷ এর পরবর্তীতে কিছুদিন পরে খবর আসে যে নায়িকার বাবার যে টাকাগুলো ছিল সেগুলো তিনি পেয়েছেন৷ তখন নায়িকা বলে যে মানুষটাই এখন আর নেই তার টাকা দিয়ে এখন আর কি হবে৷ একই সাথে সেখানকার একজন ভালো ব্যক্তি ছিলেন, যে এই রেকর্ডটি নায়িকার কাছ থেকে নিয়েছিল এবং অফিসে সেটি চালিয়েছিল৷ যার ফলে অনেকেই সেটি দেখে কান্না করে দেয় এবং নায়িকার মন অনেকটাই হালকা হয় এবং এভাবে নাটকটি শেষ হয়।
আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে যখন আমি নাটকের নাম দেখি তখনই ভেবেছিলাম যে নাটকটি ঠিক এরকমই কিছু হবে৷ যখনই আমি পুরোপুরি নাটকটি দেখে নিলাম তখন এর সবকিছু আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম৷ আসলে এখানে নায়িকার বাবা তার অফিসের কলিগদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করেছিলেন৷ তিনি সকলের বিদায়ের সময় অনেক সুন্দর কিছু অনুষ্ঠান দেখেছিলেন৷ যার ফলে তিনি ভেবেছিলেন যে তার ক্ষেত্রেও এরকম কিছুই হবে৷ তবে শেষ পর্যন্ত তিনি আর সেটি উপভোগ করতে পারলেন না৷ পরে তিনি অনেকটাই অসুস্থ হয়ে যান৷ এরপর তিনি মারা যান৷ শেষ পর্যায়ে তার রেকর্ড করা বক্তব্যটি অফিসে চালানো হলে সবাই অনেকটাই কান্নাকাটি করে৷ তবে তখন আর কান্নাকাটি করে কোন লাভই ছিল না৷ সবকিছুই শেষ হয়ে গিয়েছে৷ তিনিও পৃথিবী থেকে চলে গিয়েছেন৷ বাস্তব জীবনেও আমরা এরকম অনেক ঘটনা দেখে থাকি৷ কিছু কিছু মানুষ কারো কাছ থেকে অনেক কিছুই আশা করে থাকেন। সেই আশা অনুযায়ী অনেকটাই আনন্দ উপভোগ করার চেষ্টা করেন৷ তবে শেষ পর্যন্ত যখন আর কোন কিছুই হয়ে ওঠে না তখন তারা অনেক বেশি কষ্ট পায়৷ তাই আমাদের উচিত কারো প্রতি কোন কিছু আশা না করা৷ যা কিছুই পাওয়া হোক না কেন সবকিছুই গ্রহণ করে নেওয়া৷
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৭/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
.png)













Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🚜🚜🙏🙏
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যদিও নাটক দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। তবে এই নাটকটি দেখা হয়নি সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। আপনার এই নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ এত সুন্দর নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও আমার নাটকটি দেখা হয়নি তবে নাটকের রিভিউটি পড়ে খুব ভালো লাগলো।ভাবছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
❤️❤️❤️