আমাদের বড়ই গাছ আর পেঁপে গাছ কিছু টা সময় দেখা শুনা করালম
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমিট বন্ধুরা
প্রিয় স্টিমিট বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো যাই হক শুরু করা যাক
<ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা। প্রতিটি ছবি এক একটি গল্প, এক একটি হাসি, এক একটি বিষণ্ণতা। ক্যামেরার শাটার ক্লিক করার মাধ্যমে আমি সময়ের চাকা থামিয়ে দিই। আমার ছবিতে আমার আবেগ আর অনুভূতিরা কথা বলে, যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না।কারণ প্রতিটি ফ্রেমের পেছনে লুকিয়ে থাকে এক একটি মুহূর্ত, এক একটি ভাবনা। ক্যামেরা আমার তৃতীয় চোখ, যা দিয়ে আমি পৃথিবীকে নতুনভাবে দেখতে শিখি, এবং সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তুলি ><
বড়ই গাছ:
![]() |
|---|
![]() |
|---|
আজ আমি আমাদের বাড়ির মধ্যে বড়ই গাছ দিকে হটাৎ তাকালাম তাকিয়ে দেখি এই সেদিন আমি সব গাছে ডাল গুলো কেটে দিছিলাম সেই ডালে কসি দিয়ে অনেক গুলো ডাল এবং পাতা বের হয়েছে গাছ টা এখন পাতা দিয়ে ছাতার মতো হয়ে গেছে শুধু তাই নয় এই বড়ই গাছে দেখি বড়ই ও ধরছে আমি তো হটাৎ দেখে অবাক এই সেদিন দেখলাম কি আর এতো তারাতাড়ি বড়ই ও ধরছে আর কিছু দিন পর আমার মনে হয় এই বড়ই গুলো খাওয়া উপযুক্ত হবে আমাদের গাছে সাধারণত এই বড়ই অনেক মিষ্টি হয় আমাদের বাড়ি আশে পাশে ছোট ছোট পোলান পান বড়ই পাকলে তারা সকাল সকাল গাছের নিচে আইসা বড়ই কুড়াই
পেঁপে গাছ :
![]() |
|---|
পেঁপে গাছে আমাদের বাড়ির চার পাশে আমি অনেক গুলো পেঁপে গাছ লাগাছি আমরা অনেক দিন ধরে পেঁপে গাছে লাগাই বড় হয় ঠিক কিন্তু পেঁপে ধরে না তাই এই পেঁপে গাছ টা অন্য এক মানুষ কে দিয়ে লাগাই ছি দেখি এভার পেঁপে ধরে কি না পেঁপে গাছে এখন দেখতে ছোট মনে হলে এটা বড় হতে বেশি সময় লাগবে না আমার আবার পেঁপে খেতে অনেক ভালো লাগে পেঁপে আমাদের অনেক কাজে লাগে রান্না ও করা যায় আর বর্তা করে খাওয়া যায় সকালে খালি পেটে পেঁপে খাইলে গ্যাস সমস্যা ধূর হয় এটা ডাক্তার বলছে তাই আমিও একটু মাঝে মধ্যে খাই
বিলপারে :
![]() |
|---|
কিছু দিন আগে বৃষ্টির পানিতে সেখানে পানি ভরা ছিলো যাওয়া কোন রাস্তা ছিলো না সেদিন মনে হলো দেখলাম কিছু পোলা পান মাছ মারলো আজ আমি গিয়ে দেখি সেখানে পানি নাই শুধু হালকা ঘাস হয়েছে আর কাদা কাদা হয়েছে এখন কয়েক দিন রোধ উঠলে আমার মনে হয় এখান দিয়ে হাটার উপযোগী হবে যা মানুষের সুবিধা হবে তার সামনে ধান গুলো কেটে ফালাইছে এবং গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে চলে গেছে এখন আমাদের হাটার চলার রাস্তা অনেক খুলা মেলা হয়ে গেছে আমরা এখন দেখে অনেক মন টা ভালো লাগলো আজকে মতো এই পযন্ত এখানে শেষ করছি
আমার নাম শাকিল আমার স্টিমিট ইউজার আইডি নাম: @shakilbro আমি বাংলাদেশি আমি খুব গর্বিত যে বাংলা আমাদের মাতৃভাষা আমি বর্তমানে অভিনয় করছি আমি ফটোগ্রাফি খুব পছন্দ করি তাই আমি ছবি তুলতে ভালোবাসি আমি মাঝে মাঝে অনেক জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করি এই প্ল্যাটফর্মটি আমাদের মতো কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে, যেখানে আমরা নিজেদের প্রকাশ করতে পারি এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারি






Upvoted! Thank you for supporting witness @jswit.