আজ আমি আমাদের লাউ গাছ ব্যাডমিন্টন এবং ধান খেত গুলো ঘুরে দেখলাম
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমিট বন্ধুরা
প্রিয় স্টিমিট বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজ আমি আপনাদের মাঝে লাউ আর ধান সম্পর্কে কিছু তুলে ধরবো
< ফটোগ্রাফি মানে শুধু একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা নয়, এটি আসলে অনুভূতিগুলোকে জমিয়ে রাখা। প্রতিটি ছবি এক একটি গল্প, এক একটি হাসি, এক একটি বিষণ্ণতা। ক্যামেরার শাটার ক্লিক করার মাধ্যমে আমি সময়ের চাকা থামিয়ে দিই। আমার ছবিতে আমার আবেগ আর অনুভূতিরা কথা বলে, যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না।কারণ প্রতিটি ফ্রেমের পেছনে লুকিয়ে থাকে এক একটি মুহূর্ত, এক একটি ভাবনা। ক্যামেরা আমার তৃতীয় চোখ, যা দিয়ে আমি পৃথিবীকে নতুনভাবে দেখতে শিখি, এবং সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তুলি ><
লাউ গাছ :
![]() |
|---|
আমাদের এভার লাউ গাছ টা অনেক সুন্দর এবং ভালো হয়েছে আমাদের এই গাছে লাউ ও ধরছে এভারে লাউ আমাদের অনেক সিদ্ধ হয় এবং এই শীল সময় লাউ রান্না করলে অনেক ভালো লাগে এ লাউ গাছে পাতা ডাল দিলে ভাজি করে খাওয়া যায় এবং রান্না করে খাওয়া যায় আরো কয়েকটা লাউ ধরছিলো আমি বাজারে নিয়ে বিক্রি করছি ৮০ টাকা করে আগের বারে তুলনার এভারে লাউ দাম অনেক বেশি এতে আমরা অনেক খুশি
পাকা ধান :
![]() |
|---|
আমাদের এলাকায় এভার বৃষ্টি কারণে ধান গুলো পড়ে গিয়ে অনেক ধান নষ্ট হয়ছে যা কৃষক দের ক্ষতি মুখে পড়ছে দেখতে দেখতে ধান গুলো পেকে গেতাছে এই খেতে ঐ পাশে আজ ধান গুলো কাটতাছে এই ধান গুলো পেকে গেছে আর কিছু দিন ধান কাটার জন্য প্রস্তুতি নিছে এ ধান কেটে ৩ থেকে ৪ দিন রাইখা দিবো তারপরে জড়াইয়া মেশিন দিয়ে ভাইরাবো তারপর সিদ্ধ করে শুকাইয়া তারপর ঘরে নিয়ে যাবো এভার আগে চেয়ে ফলন একটু কম হয়েছে যা আমাদের কৃষক দের একটু সমস্যা
ব্যাডমিন্টন :
![]() |
|---|
শীত দিন আইতাছে এখন হালকা হালকা শীল করতাছে তাই কিছু পোলা পান ব্যাডমিন্টন খেলতাছে তাই আমিও একটু তাদের কাছে গেলাম গিয়ে একটু খেলাম সেই আগে দিনের কথা মনে পড়ে গেলো আমরা আগে ছোট বেলা এটা খেলা জন্য কত না পাগল ছিলাম আজ আর এগুলো মধ্যে কোন ইচ্ছা হয় না আজকে মত এখানে শেষ করছি
আমার নাম শাকিল। আমার স্টিমিট ইউজার আইডি নাম: @shakilbro আমি বাংলাদেশি। আমি খুব গর্বিত যে বাংলা আমাদের মাতৃভাষা। আমি বর্তমানে অভিনয় করছি। আমি ফটোগ্রাফি খুব পছন্দ করি, তাই আমি ছবি তুলতে ভালোবাসি। আমি মাঝে মাঝে অনেক জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করি।এই প্ল্যাটফর্মটি আমাদের মতো কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে, যেখানে আমরা নিজেদের প্রকাশ করতে পারি এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারি।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
শুভেচ্ছান্তে
@shakilbro
@shakilbro





Upvoted! Thank you for supporting witness @jswit.