Better Life With Steem || The Diary game || 25 January 2026 ||
Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো| প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো
আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে হাটতে হাটতে চলে যাই ক্ষেত দেখতে | সরিষা ফুল প্রায় শুকিয়ে গেছে আর কয়েকদিন পর তুলতে হবে | যখন সরিষা ফুল ছিলো তখন অনেক ভালো লাগতো বিকালে সবাই ছবি তুলতে আসতো ৷ এখন কিন্তুু সকাল বেলায় রোদ ওঠে পড়ে | সকালের রোদটা অনেক মিষ্টি লাগে | যাই হোক ক্ষেত থেকে এসে খাওয়া দাওয়া করে চলে যায় ভিডিও সুট করতে |
তো বন্ধুরা পোশাক চেনজ করে আমার টিম মেম্বারদের নিয়ে চলে আসি ভিডিও সুট করতে আসি | ভাইরাল হওয়াটা মুল উদ্দেশ্য নই গরিব মানুষের পাশে দাঁড়ানোটা মুল উদ্দেশ্য | আমি একজন গরিব হয়ে অন্য একজন গরিব মানুষের কষ্ট বুঝি | তো আজকের ভিডিও আইডিয়া হচ্ছে ছিনতাইকারী | ছবির মধ্যে দেখতেই পারছেন মারামারি সদৃশ্য | আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে Action Fighter Emon
এটাই হচ্ছে আমাদের চ্যানেলের লগো | এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা যাতে সহজেই খুজে পান | আর একই নামে কিন্তুু অনেক গুলা আইডি থাকে আপনারা এই লগো দেখে সার্চক্রাইব করবেন | যাই হোক ভিডিও সুট শেষ করার পর বাসায় ফিরে আসি | বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিটিং করে ঘুমিয়ে পড়ি কারণ সন্দার সময় কম্পিউটার শিখতে যাবো
তো বন্ধুরা সন্দার সময় চলে আসি কম্পিউটার শিখার জন্য | পড়ালেখা এবং ভিডিওর পাশাপাশি কম্পিউটার শিখার চেষ্টা করি | আর আপনার একটা সপ্ন আমি বড় ব্যবসায়ী হবো | অনলাইনে ব্যবসা করার অনেক ইচ্ছা | জীবনে ভালো কিছু করে হলে একাধিক কিছু করার চেষ্টা করতে হবে | কথাই আছে না প্ররিশ্রম সৌভাগ্যের প্রসুতি | পরিশ্রম কখনো বিফলে যায় না | আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহ ভরসা | ১ ঘন্টার মধ্যে কম্পিউটার শিখি | কম্পিউটার শিখা শেষ করে বাড়ি ফিরে আসি | রাতে এখন বেশি আড্ডা দেই না পরীক্ষা চলতাছে |
তো আমি কম্পিউটার শিখা শেষ করে আমি বাসায় ফিরে আসি | বাসায় আসার পর পড়তে বসি | আমি ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা চলতাছে | সবাই আমার জন্য দোয়া করবেন | বাংলাদেশে পড়াশোনার কোন দাম নেই কারণ অনেক শিক্ষিত মানুষ আছে যারা অনেক পড়ালেখা করেও চাকরি পাইনি | আমার ইচ্ছা আমি ব্যবসা করবো কিন্তুু ব্যবসা করতেও পড়ালেখার প্রয়োজন | যাই হোক পড়ালেখা শেষ করে আমি steemit এ পোস্ট করার জন্য ফোন নিলাম | তো পোস্ট করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এভাবেই চলছে জীবন |
সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য



%20By%20Light%20Editz-1.jpg)
%20By%20Light%20Editz-1.jpg)
Curated by: @ okere-blessing