Better Life With Steem || The Diary game || 25 January 2026 ||

Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো| প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো

IMG_20260122_143809.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে হাটতে হাটতে চলে যাই ক্ষেত দেখতে | সরিষা ফুল প্রায় শুকিয়ে গেছে আর কয়েকদিন পর তুলতে হবে | যখন সরিষা ফুল ছিলো তখন অনেক ভালো লাগতো বিকালে সবাই ছবি তুলতে আসতো ৷ এখন কিন্তুু সকাল বেলায় রোদ ওঠে পড়ে | সকালের রোদটা অনেক মিষ্টি লাগে | যাই হোক ক্ষেত থেকে এসে খাওয়া দাওয়া করে চলে যায় ভিডিও সুট করতে |

IMG_20260124_192059.jpg

তো বন্ধুরা পোশাক চেনজ করে আমার টিম মেম্বারদের নিয়ে চলে আসি ভিডিও সুট করতে আসি | ভাইরাল হওয়াটা মুল উদ্দেশ্য নই গরিব মানুষের পাশে দাঁড়ানোটা মুল উদ্দেশ্য | আমি একজন গরিব হয়ে অন্য একজন গরিব মানুষের কষ্ট বুঝি | তো আজকের ভিডিও আইডিয়া হচ্ছে ছিনতাইকারী | ছবির মধ্যে দেখতেই পারছেন মারামারি সদৃশ্য | আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে Action Fighter Emon

file_00000000dcf8720694b3d2ea467b9f71.png

এটাই হচ্ছে আমাদের চ্যানেলের লগো | এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা যাতে সহজেই খুজে পান | আর একই নামে কিন্তুু অনেক গুলা আইডি থাকে আপনারা এই লগো দেখে সার্চক্রাইব করবেন | যাই হোক ভিডিও সুট শেষ করার পর বাসায় ফিরে আসি | বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিটিং করে ঘুমিয়ে পড়ি কারণ সন্দার সময় কম্পিউটার শিখতে যাবো

Riyan_20260122_173143_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা সন্দার সময় চলে আসি কম্পিউটার শিখার জন্য | পড়ালেখা এবং ভিডিওর পাশাপাশি কম্পিউটার শিখার চেষ্টা করি | আর আপনার একটা সপ্ন আমি বড় ব্যবসায়ী হবো | অনলাইনে ব্যবসা করার অনেক ইচ্ছা | জীবনে ভালো কিছু করে হলে একাধিক কিছু করার চেষ্টা করতে হবে | কথাই আছে না প্ররিশ্রম সৌভাগ্যের প্রসুতি | পরিশ্রম কখনো বিফলে যায় না | আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহ ভরসা | ১ ঘন্টার মধ্যে কম্পিউটার শিখি | কম্পিউটার শিখা শেষ করে বাড়ি ফিরে আসি | রাতে এখন বেশি আড্ডা দেই না পরীক্ষা চলতাছে |

Riyan_20260125_190834_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো আমি কম্পিউটার শিখা শেষ করে আমি বাসায় ফিরে আসি | বাসায় আসার পর পড়তে বসি | আমি ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা চলতাছে | সবাই আমার জন্য দোয়া করবেন | বাংলাদেশে পড়াশোনার কোন দাম নেই কারণ অনেক শিক্ষিত মানুষ আছে যারা অনেক পড়ালেখা করেও চাকরি পাইনি | আমার ইচ্ছা আমি ব্যবসা করবো কিন্তুু ব্যবসা করতেও পড়ালেখার প্রয়োজন | যাই হোক পড়ালেখা শেষ করে আমি steemit এ পোস্ট করার জন্য ফোন নিলাম | তো পোস্ট করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি এভাবেই চলছে জীবন |

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য