রঙিন শাপলা ফুলের অরিগ্যামি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। তবে কেন জানি আজকাল ব্যস্ততাগুলো আমায় দারুন প্যারা দিচেছ। প্যারা দিচ্ছে জীবন আর সময় দুটোই। কিন্তু আমি তো ব্যস্ততা চাই না। চাই একটু শান্তি আর প্রশান্তি। চাই একটু স্বাধীনতা। যাই হোক এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তাই চলে যাই আজ আপনাদের জন্য আমার লেখা সুন্দর গল্পে। যা কিনা বাস্তব জীবেন থেকে সংগ্রহ করা।
প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের বাস্তব কিছু ঘটনাকে গল্পে রূপ দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাতে করে আমার লেখার যাদুতে আপনারা মুগ্ধ হতে পারেন। যদিও সময় করে উঠতে পারি না। যদিও নিজের ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে তুলে ধরার সময় হয় না। তবুও চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল গল্পটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
ব্যাস্ত জীবনে প্রতিনিয়ত ভেঙ্গে যায় মনের ভিতর তৈরি হওয়া হাজারও বাসনা। প্রতিদিন ঘুম থেকে উঠে কতই না স্বপ্ন সাজাই প্রিয় কমিউনিটির জন্য। কিন্তু ভাগ্য বলে কথা। স্বপ্ন সাজাতে সাজাতে ছুটে চলতে হয় বাসের হ্যান্ডেল ধরে ঝুলে ঝুলে জীবিকার সন্ধানে। তবুও মন বলে তো কথা । সবার মত করে আমারও তো মনে চায় নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরতে। আর একদিন তো মনের উপর জোড় দিয়েই বসে গেলাম ছোট বোন আর আমি প্রতিযোগিতায় কে আগে রঙ্গিন কাগজ দিয়ে শাপলা ফুলের অরিগামি করবো বলে। অবশেষে করেও নিলাম। দুজনার তৈরি করা অরিগামিই সুন্দর হয়েছিল। তবে আমার মনে হয় আমার টাই বেশী সুন্দর হয়েছে। আর কেমন হলো সেই বিচারের ভারটুকু না হয় আপনাদের হাতেই থাক।
রঙ্গিন কাগজ দিয়ে
একটি শাপলা ফুলের অরিগামি
রঙ্গিন কাগজ দিয়ে
একটি শাপলা ফুলের অরিগামি



প্রয়োজনীয় উপকরণ:
প্রয়োজনীয় উপকরণ:

১. রঙ্গিন কাগজ
২.কাঁচি
৩. আঠা
রঙ্গিন কাগজ দিয়ে একটি শাপলা ফুলের
অরিগামি তৈরির ধাপ সমূহ
রঙ্গিন কাগজ দিয়ে একটি শাপলা ফুলের
অরিগামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
ধাপ-১

প্রথমে গোলাপী রং এর রঙ্গিন কাগজ নিতে হবে।
ধাপ-২
ধাপ-২

এবার সেই রঙ্গিন কাগজ কে ভাজ করে ত্রিভুজ আকারের মত করে কেটে নিতে হবে।
ধাপ-৩
ধাপ-৩

এবার সেই ভাজ করা কাগজ কে শাপলা ফুল বানানোর জন্য চার কোনা করে আরও ভাজ করে নিতে হবে।
ধাপ-৪
ধাপ-৪

এবার সেই কাগজ গুলো কে এমন করে ভাজ করে নিতে হবে যাতে করে কাগজ গুলোর চার কোনা খুলে দিলেই শাপলা ফুল হয়ে যায়।
ধাপ-৫
ধাপ-৫
এবার ভাজ করা কাগজ গুলোর চারদিকে খুলে দিলে একটি শাপলা ফুল হয়ে যাবে।
ধাপ-৬
ধাপ-৬

এবার সবুজ এবং গোলাপী কাগজ ব্যবহার করে শাপলা ফুলের নীচের অংশ বানিয়ে নিতে হবে।
ধাপ-৭
ধাপ-৭
এবার বানানো নীচের অংশ গুলো কে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
ধাপ-৮
ধাপ-৮

এবার শাপলা ফুলটি বসানো জন্য হলুদ রং এর কাগজ কেটে ভাজ করে নিতে হবে।
ধাপ-৯
ধাপ-৯


এবার ভাজ করে কেটে নেওয়া হলুদ কাগজ গুলো দিয়ে ফুলটি বসানোর স্টেন্ড বানিয়ে নিতে হবে।
ধাপ-১০
ধাপ-১০

এবার কতগুলো সবুজ পাতা কেটে শাপলা ফুলের পাতা বানিয়ে নিতে হবে।
শেষ ধাপ
শেষ ধাপ

এবার পাতা, স্ট্যান্ড এবং শাপলা ফুলের ডাল সব কিছুকে আঠা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমার আজকের রঙ্গিন কাগজ দিয়ে একটি শাপলা ফুলের অরিগামি তৈরি।
উপস্থাপনা
উপস্থাপনা
হাজারও ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি একটি ভিন্ন রকমের পোস্ট করতে। আর চেষ্টার প্রতিটি ধাপ আপনাদের মাঝে আমার হাতের মোবাইল ক্যামেরার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন ভালো লাগা আর না লাগা সেটা আপনাদের মতামতের উপর নির্ভরশীল। অপেক্ষায় রইলাম.....।
শেষ কথা
শেষ কথা
ব্যস্ততার মাঝেও সব সময়েই চাই আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের কিছু পোস্ট তৈরি করে উপহার দিতে। তবে ব্যস্ততা আমায় দেয় না সে সুযোগ। তবুও আজও চেষ্টা করলাম নিজের কিছুটা ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনাদের ভালো লাগাই কিন্তুু আমার স্বার্থকতা।
জানিনা আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের অরিগ্যামি ? আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে রঙিন শাপলা ফুলের অরিগ্যামি বানিয়েছেন। এই ধরনের কাজগুলো করতে সময় লাগে তবে দেখতে ভালো লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।