গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"
প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ফটোগ্রাফী পোষ্টের টপিক গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য নিয়ে।
প্রাকৃতিক সৌন্দর্যের বিষয় নিয়ে আলোচনা করলে শহরের চেয়ে গ্রামীণ অঞ্চলই এগিয়ে থাকবে। কারণ শহরের কাঠামোগুলো কৃত্রিমতায় ভরপুর।আর গ্রামীণ অঞ্চলের সবখানেই প্রকৃতির ছোঁয়া স্পষ্ট। গ্রামীণ অঞ্চল ভ্রমণ করলে আমরা তা ভালোভাবেই বুঝতে পারি। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের প্রকৃতির সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। কখনো ধানক্ষেতের সবুজ মাঠ, কখনো বা পাকা ধানের সোনালী রূপ, আবার কখনো বা হলুদ প্রকৃতির সরিষা ক্ষেত। এছাড়াও নদীর সৌন্দর্য তো আছেই। সব মিলে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকেই।
ফটোগ্রাফি-১
ফটোগ্রাফি-২
ফটোগ্রাফি-৩
ফটোগ্রাফি-৪
উপরোক্ত ফটোগ্রাফিগুলো হল- হলুদ বর্ণে ভরপুর সরিষা ক্ষেতের। বর্তমানে শীত মৌসুম চলছে। আর এই শীত মৌসুমে গ্রামীণ প্রকৃতির প্রধান আকর্ষণ হলো হলুদ বর্ণের সরিষাক্ষেত। যেদিকে তাকাই শুধু হলুদের সমারোহ। হলুদ বর্ণে বর্ণিল সরিষা ক্ষেতের রূপ মুগ্ধ করে যে কাউকেই। এজন্য শীত মৌসুমে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকেও অনেকেই সরিষা ক্ষেত ভ্রমণ করতে আসে। এখন তো সরিষা খেতে গিয়ে ছবি উঠিয়ে ফেসবুকে আপলোড করা একপ্রকার ট্রেন্ড ই হয়ে গেছে। আমাদের কমিউনিটিরও অনেকে ইতোমধ্যে সরিষা ক্ষেতে ভ্রমণ করার বিভিন্ন মুহূর্ত এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন।
ফটোগ্রাফি-৫
ফটোগ্রাফি-৬
ফটোগ্রাফি-৭
ফটোগ্রাফি-৮
উপরোক্ত ফটোগ্রাফি গুলো গ্রামীন অঞ্চলের নদীমাতৃক রূপটি প্রকাশ করে। এদেশের নদীর সৌন্দর্য অতুলনীয়। যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি। নদীর উপরে মুক্ত আকাশের সাদা মেঘের ভেলাও অপরূপ সৌন্দর্য মন্ডিত। সেইসঙ্গে নদীতে ভাসমান নৌকাগুলোও দেখতে বেশ ভালই লাগে। নদীর পার্শ্ববর্তী বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে বিরাজ করে চরাঞ্চল। অধিকাংশ সময়ে চরাঞ্চল ফাঁকাই পড়ে থাকে। এসবকিছুর সৌন্দর্য মুগ্ধ করবে যে কোন প্রকৃতিপ্রেমিকদের। এছাড়াও বিভিন্ন লেখকদের লেখনীতে নদীর সৌন্দর্য স্থান পেয়েছে।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
| ফটোগ্রাফি | আবু সালেহ নাহিদ |
|---|---|
| ডিভাইস | রেডমি নোড-১০ প্রো |
| ছবি তোলার স্থান | লোকেশন |









খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য এর অংশ গুলোর মধ্যে সরিষা ক্ষেত এবং নদী অন্যতম।২ নং ছবিটি খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর আলোকচিত্র আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি ঠিকই বলেছেন গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য সত্যিই অসাধারণ। আপনার সরিষা ফুলের ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। তার থেকে অনেক বেশি সুন্দর লেগেছে আপনার নদীর ফটোগ্রাফি গুলো ।সত্যিই আপনি দারুন ফটোগ্রাফি করেন। এত সুন্দর হয়েছে প্রতিটি ছবি কি আর বলবো ভাষা হারিয়ে ফেলেছি। গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম আপু।জী আপু, গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য সত্যি অতুলনীয়। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।শুভকামনা রইলো আপনার জন্য।
প্রকৃতি প্রেমিরাই শুধু জানে, তার রুপ কেমন করে ধারণ করতে হয়।আমি আনন্দিত।অনেক সুন্দর।
এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকে সবসময় স্বাগতম।
গ্রামীন প্রকৃতির খুবই দারুন দারুন ফটোফ্রেম শেয়ার করেছেন আপনি।প্রতিটা চিত্রই দারুন হয়েছে।আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইল।
ভাইয়া প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার সাথে আমিও সহমত পোষণ করছি ভাইয়া। আসলেই প্রাকৃতিক দৃশ্যের দিকে শহরের থেকে গ্রাম অঞ্চল এগিয়ে আছে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যের সাথে প্রকৃতির সুগন্ধ তে হারিয়ে যেতে ইচ্ছে করে। আপনার 5 এবং 6 নং ফটোগ্রাফি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক ফটোগ্রাফি দেখলে সত্যিই অনেক ভালো লাগে। মনটা অনেক ফুরফুরে মনে হয় তখন। ৫ নম্বর ফটোগ্রাফি টা সত্যিই অসাধারণ হয়েছে। নৌকা,পানি, নীল আকাশ এরকম ফটোগ্রাফি দেখলে অন্য রকম একটা অনুভূতি লাগে। শুভকামনা আপনার জন্য
এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই।আমি মুগ্ধ হয়ে গেলাম।আমার সব গুলো ছবিই ভালো লেগেছে তবে এর মধ্যে আকাশের সাথে নদী এক কথায় অসাধারণ।আবার বিকালের দৃশ্যটা ।এই রকম প্রাকৃতিক ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্নবাদ।শুভ কামনা রইল ভাই আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো।