আমাদের পুকুরে জেলেদের মাছ ধরার মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-১০-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমাদের পুকুরে জেলেদের মাছ ধরার মুহূর্ত। বেশ কিছুদিন আগে আমাদের পুকুরে মাছ বিক্রয় করেছিল মাছ বিক্রি করার জন্য বেশ কিছু জেলে প্রয়োজন হয়েছিল আমাদের। আমরা আমাদের বাইরের গ্রাম থেকে বেশ কিছু জেলে নিয়ে এসে আমাদের পুকুরের মাছ বিক্রয় করেছিলাম। মাছ বিক্রি করার জন্য জেলেদের কয়েকদিন আগেই আমরা তাদের এলাকায় গিয়ে বলে এসেছিলাম এবং ফোন নাম্বার নিয়ে এসেছিলাম। বেশ কিছুদিন পরে জেলেরা আমাদের পুকুরে ঠিক দুপুরবেলায় মাছ ধরার জন্য এসে হাজির হয়েছিল। যেহেতু আমাদের পুকুরের মাছ বিক্রয় করার প্রয়োজন ছিল তাই আমরা জেলেদের সাথে নিয়ে আমাদের পুকুর পাড়ে গিয়ে আমাদের পুকুর দেখিয়ে দিয়েছিলাম এবং জেলেরা পুকুরের মধ্যে নেমে জাল টেনে মাছ ধরা শুরু করেছিল তবে চলুন আজকের পোস্টের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরা যাক..........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আমরা যখন ঠিক দুপুরবেলায় জেলেদের সাথে নিয়ে আমাদের পুকুর পাড়ে গিয়েছিলাম পুকুরপাড়ের আবহাওয়া ছিল সত্যিই বেশ মনোমুগ্ধকর পুকুর পাড়ে সৌন্দর্য দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। তখনই আমি আমার পকেট থেকে মোবাইল ফোন বের করে বেশ কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তারপরে জেলেরা পুকুরের মধ্যে নেমে পড়েছিল জাল টেনে মাছ ধরার জন্য। আপনারা দ্বিতীয় ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন জেলেরা পুকুরের মধ্যে জাল টানছে সেই মুহূর্তে আমি খুবই সুন্দরভাবে আমার মোবাইলে একটি ছবি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে জেলেদের মাছ ধরার মুহূর্তগুলো দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল।
আপনারা এবার আবারো উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন জেলেরা যখন খুবই সুন্দরভাবে পানির মধ্যে জাল টানছিল সেই মুহূর্তে আমি ছবি তুলেছি। প্রত্যেকটা জেলে অনেক সুন্দর ভাবে তাদের নিজেদের সাধ্য অনুযায়ী জাল টানছিল এবং পানির মধ্যে জালের উপরে পা দিয়ে দাঁড়িয়ে ছিল যাতে মাছগুলো পানির তলে বা জাল দিয়ে বেরিয়ে না যেতে পারে। খুবই সুন্দর ভাবে প্রত্যেকে জালগুলো টানছিল সেই মুহূর্তে আমাদের পুকুর পাড়ে অনেকেই ছিল আমি সহ আমাদের পরিবারের অনেকেই আমরা সকলে জেলেদের জাল টানার মুহূর্ত এবং পুকুর পাড়ে সৌন্দর্য খুবই সুন্দরভাবে উপভোগ করেছিলাম। আসলে আমাদের পুকুরটি অনেক বড় পুকুরে চারিপাশে বেশ কিছু কলা গাছ লাগানো হয়েছে। আসলে আকাশের সৌন্দর্য এবং পুকুরের সৌন্দর্য একসাথে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে সেই মুহূর্তটা এখনো আমি বেশ উপভোগ করি।
আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যখন জেলেদের জাল টানা সম্পন্ন হয়েছিল তখন মাছ ধরাই সকলে ব্যস্ত হয়ে পড়েছিল। আমি তখন ঠিক পুকুরপাড়ের উপরে দাঁড়িয়ে একটি সেলফি তুলে ছিলাম এবং খুবই সুন্দরভাবে জেলেদের মাছ ধরা উপভোগ করেছিলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বড় বড় মাছগুলো জেলেরা জাল থেকে তাদের নিজের হাড়ির মধ্যে ধরতেছিল এবং ছোট মাছগুলো জালের মধ্য থেকে আবার পুকুরের মধ্যে বের করে দিচ্ছিল। আসলে মাছগুলো যখন জেলেরা ধরতেছিল তখন মাছের আঘাতে পুকুরের পানি যখন জেলেদের চোখে মুখে পড়ছিল সেই মুহূর্তে জেলেরা চোখ দিয়ে তাকাতে পারছিল না। সেখানে জেলেরা বেশ অনেক কষ্ট করে মাছ ধরেছিল এবং মাছ ধরার পরে আবারো হাড়ির মধ্য থেকে জেলেরা ছোট ছোট মাছগুলো পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছিল সেই মুহূর্ত আমি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
curated by: @dexsyluz
https://x.com/kibreay001/status/1973558629824598059?t=jFQUIU0LulA0YozQGktrDg&s=19
https://x.com/kibreay001/status/1973558824415142165?t=jFQUIU0LulA0YozQGktrDg&s=19
https://x.com/kibreay001/status/1973654925071753352?t=jFQUIU0LulA0YozQGktrDg&s=19
https://x.com/kibreay001/status/1973655760250056851?t=jFQUIU0LulA0YozQGktrDg&s=19
https://x.com/kibreay001/status/1973656155718402531?t=jFQUIU0LulA0YozQGktrDg&s=19
x-promotion