রেনডম ফটোগ্রাফি - ০১

আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।

আমি @papamogambo একজন বাংলাদেশের নাগরিক। আমার বাংলা ব্লগে রেনডম ফটোগ্রাফিতে এটি আমার প্রথম লেখা। আশা করি সবাই অনেক ভালোবাসা দিবেন।


1000060242.jpg

এই ছবিটি তোলা হয় দুপুর ২ টার সময়। আমাদের ভার্সিটির ক্লাস শেষ হয়েছে সবেমাত্র। বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে দেখি আবহাওয়া অনেক ভালো। খুব একটা রোদ নেই আকাশটা অনেকটা মেঘা ছিল এবং মৃদু হাওয়া আসলেই তখন আবহাওয়াটা অনেক ভালো লাগছিল। তাই আকাশের দিকে তাকিয়ে একটা ছবি তুলে নিলাম।

1000060243.jpg

এই ছবিতেও সেই একই দিনের ছবি কিন্তু তার প্রায় ২০ মিনিট পর অনেকটা রাস্তা এগিয়ে যখন সামনে যাই তখন হঠাৎ করে অনেক বেশি রোদ চলে আসে। রোদ আসার পরেও চারিদিকটা অনেক বেশি সুন্দর লাগছিল সাথে নীল আকাশ। আসলেই দিনটা ছিল অনেক সুন্দর। তাই এই মোমেন্টাও ক্যামেরাবন্দি করে নিলাম।

1000060274.jpg

এটিও ঠিক একইদিনের ছবি তবে তার থেকে এক ঘন্টা পরে। বাসায় এসে ফ্রেস হয়ে ছাদে চলে যাই কারণ আজকে পরিবেশটা এবং আবহাওয়া অনেক বেশি ভালো লাগছিল তার সাথে আমার মনটাও অনেক বেশি ভালো। ছাদে গিয়ে দেখি অনেক বাতাস তাই আলতো করে আকাশের একটি ছবি তুলে নিলাম। যেন মনে হচ্ছে ওই নীল আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় মেঘ এভাবে ভেসে বেড়ানোর সত্যি অসাধারণ। এটি দিয়ে আমার একটি কথা মনে হচ্ছে যে আমি ঠিকই আমার জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু সময় এই মেঘগুলোর মতোই চলে যাচ্ছে।

1000063675.jpg

এটি সূর্য ডোবার সময় একটি ছবি মসজিদের। সন্ধ্যার আগে বাইরে বের হলাম কিছুটা হাঁটাহাঁটি করতে। তখন সন্ধ্যা হয়ে আসে এবং আমরা আমাদের এলাকার মসজিদের সামনে। আকাশটা লালচে হয়ে রয়েছে, তাই দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ঠিক তখনই সন্ধ্যার আজান পড়ে। সবকিছু কত সুন্দর হয় শুধু আমরাই দেখতে পারিনা।


এটি ছিল আমার আজকের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে তুলে ধরা। আশা করি আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী কোন এক ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ জন্য, আল্লাহ হাফেজ।

ছবির তথ্য

ডিভাইসলোকেশনতারিখফটোগ্রাফার
হনর ২০০দক্ষিণ খান, ঢাকা১লা আগস্ট@papamogambo

1000063773.webp

1000063774.gif

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin