কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৪ ই ডিসেম্বর, রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি হলো একটি আর্ট। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটি করে আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আগে থেকেই আমি ফটোগ্রাফি পছন্দ করতাম। এখানে কাজ করা শুরুর পর থেকে ফটোগ্রাফি করার প্রতি নেশা আরো বেড়ে গেছে। আজকে আপনাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের সূর্য অস্তে যাওয়ার একটি ফটোগ্রাফি। গ্রাম বাংলা এরকম দৃশ্য প্রায় দেখা যায়। শহরের ইটকাট পাথরের দালান টপকে এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে। গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে। তখনই এই সুন্দর একটি ফটোগ্রাফি ফোন ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে একজোড়া নৌকার ফটোগ্রাফি। নদীতে নৌকা ভাসতে দেখলে কার না ভালো লাগে। নৌকা ভাসতে দেখতেও ভালো লাগে আবার নৌকাতে উঠতেও আমার ভালো লাগে। এই ফটোগ্রাফিটি হরিপুর ব্রিজ থেকে ধারণ করা। সেখানে প্রতিদিনই এরকম জোড়া জোড়া নৌকা দেখা যায়।
ফটোগ্রাফি নং-৩
যারা প্রকৃতি প্রেমী তারা নিশ্চয়ই বুঝতে পারছে ফটোগ্রাফিতে হল শরতের আকাশে ভেসে থাকা মেঘের দৃশ্য দেখা যাচ্ছে। শরৎকালে ঢেউ খেলানো মেঘের দৃশ্য আমাদের সকলেরই চেনা।এটা যখন শরৎকালে বাড়ি গিয়েছিলাম তখন মায়ের সাথে মাঠে ঘুরতে গিয়ে তুলেছিলাম। এরকম দেশ চোখে বলে আমি ছবি না তুলে থাকতে পারিনা। আমার কাছে বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর একটি সাজানো গোছানো গাছের ফটোগ্রাফি। এই গাছের নিচে রয়েছে ছোট্ট একটি ক্যাফে। যার নাম দেওয়া হয়েছে বটমুল। প্রশস্ত একটি গাছ ঢেকে রেখেছে অনেকটা জায়গা। এখানেই মানুষেরা গিয়ে এক কাপ চা খেয়ে প্রাণ জুড়াই। আমিও গিয়েছিলাম সেখানে। গাছটি সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। গাছ এবং গাছের চারিপাশ খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে। যেটা দেখতে আরো সুন্দর লাগছিলো।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে একটি চাঁদ এবং সাথে ফুলের ফটোগ্রাফি। ফ্লাসলাইট এর সাহায্যে ফটোগ্রাফিটি ক্যাপচার করা হয়েছে বলে দেখতে অনেকটাই সাদা লাগছে। তবে সামনাসামনি চাঁদটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। রাতের আকাশে এরকম চাঁদ দেখতে দেখতে সময় কাটাতে বেশ ভালই লাগে।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফি তে রয়েছে সুন্দর স্নিগ্ধ আকাশের ফটোগ্রাফি। এই বিশাল সুনীল আকাশ অদ্ভুত রকমের সুন্দর। আকাশের দিকে তাকালে যেন হারিয়ে যেতে ইচ্ছে করে। কত সুন্দর একটি গাছ দিয়ে তার জায়গা করে নিয়েছে আকাশের মাঝে। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তাই ফোন ক্যামেরায় বন্দি করে রাখা। আপনাদের কেমন লেগেছে জানাবেন।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14














চমৎকার রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে এক নং ফটোগ্রাফি এবং ৩ নং ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।