ভালোভাবে ফটো তোলার চেষ্টা || মরিচের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

GridArt_20231204_221241238.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের বাগান থেকে তোলা মরিচের ফটোগ্রাফি নিয়ে। আশা করবো আমার এই ফটোগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।


ঘর থেকে বের হয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময়ের জন্য নিজেকে রাখতে বেশ ভালো লাগে। আর সেখানে যদি প্রিয়জন পাশে থাকে তাহলে তো মনের মধ্যে অন্যরকম ভালো লাগা থাকে। আগে পুকুর পাড়ে যেতাম শখ করে মাছের খাবার দেওয়া দেখতে। আর সেখানে গিয়ে তার সাথে কিছুটা সময় অতিবাহিত করতাম এবং তার সবজি বাগানের কাজগুলো দেখতাম। পাশাপাশি তার কাজগুলোর সাথে আমিও কিছুটা সময় অতিবাহিত করতাম পরবর্তীতে যখন আস্তে আস্তে এই কমিউনিটিতে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা মাথায় আসলো। তার ফটোগ্রাফি করা দেখতেও বেশ ভালো লাগতো। সেই থাকে শুরু হয়ে গেল আমার ফটোগ্রাফি করা আর 'আমার বাংলা ব্লগ' এ কাজ করার অনুভব। তাকে দেখতাম মরিচসহ বাগানের মধ্যে থাকা বিভিন্ন শাক সবজির ফটোগ্রাফি করতে, এদিকে সুন্দর সুন্দর ব্লগ সাজিয়ে পোস্ট করতে। তাই আমি আর থেমে থাকলাম না আমার হাতের দামি মোবাইলটাকেও কাজে লাগানোর চেষ্টা করলাম। চেষ্টা করলাম মরিচের সুন্দর ফটো ধারণ করতে।

IMG_20231123_103742.jpg

IMG_20231123_103740.jpg

IMG_20231123_103742_1.jpg
IMG_20231123_103722.jpg

IMG_20231123_103718.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আগে জানতাম আমার মোবাইলে ভালো ফটো হয় না। আসলে কথা বলতে গেলে নিজের বদনাম হয়ে যায় তবুও বলবো নাচতে না জানলে উঠান বাঁকা কথাটা সত্য। সে আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে সুন্দর সুন্দর করে থেমে থেমে ধৈর্য সহকারে ফটো তুলতে হয়। একটা সময় লক্ষ্য করে দেখলাম তার ইনফিনিক্স মোবাইলের চেয়ে আমার মোবাইলে ভালো ফটোগ্রাফি করা যায় কাছ থেকে। তার ইনফিনিক্স মোবাইলে আমি অনেক ফটো ধারণ করেছি কিন্তু কাছ থেকে ফটো করতে গেলে ঝাপসা হয়ে যায়। সেক্ষেত্রে আমার মোবাইলটাতে বেশ ভালোই ফটো ধারণ করা সম্ভব যদি ঠিকভাবে ফটোগ্রাফি করা যায়। সে যখন মাছের খাবার দিতে থাকলো সেই মুহূর্তে আমিও চেষ্টা করতে থাকলাম চমৎকারভাবে মরিচের ফটো ধারণ করতে। পুকুর পাড়ে এখন বেশ সুন্দর মরিচ ধরা শুরু হয়েছে গাছগুলোতে।

IMG_20231123_103731.jpg

IMG_20231123_103730.jpg

IMG_20231123_103728.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

কিছুটা সময় ধরে আমি আমার মত চেষ্টা করতে থাকলাম কিভাবে সম্ভব হয় সুন্দর সুন্দর ফটো ধারণ করা। তাকে চেয়ে দেখলাম সে বারবার এটা সেটা বলছি আর হাসাহাসি করছে তার হাসাহাসিটা যেন আমাকে আরো একটু রাগান্বিত করল আর ধৈর্য সহকারে মরিচ বাগানের মধ্যে থেকে ফটোগ্রাফি করতে অনুরাগ সৃষ্টি করল। আমি নিরবে আমার মোবাইল থেকে এভাবেই ছবি তোলার চেষ্টা করলাম। হয়তো আমিও একদিন ভালো ব্লগার হব এবং সুন্দর সুন্দর ফটো ধারণ করতে পারব। তবে এই কথা সত্য আমি এমনিতেই ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি অনেকদিন আগে থেকে। কিন্তু ফটো ধৈর্যের সহকারে সুন্দর ভাবে তোলার জ্ঞানটা যেন ছিল না,তাই দোষ দিতাম দামি মোবাইল হওয়া সত্ত্বেও আমার মোবাইলে ভালো ফটো হয় না। তাই বলতে পারি, মানুষের হাসি আর টিটকারি দেওয়া কথাই জেনো অন্যকে বুঝতে শিখায় সাফল্যতার পথ দেখায়।

IMG_20231123_103746.jpg

IMG_20231123_103710.jpg

IMG_20231123_103709.jpg

IMG_20231123_103706.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location

আমি অনেক ফটোগ্রাফি করেছি জীবনে। কলেজে বান্ধবীদের সাথে হোক, আত্মীয়র বাসায় হোক অথবা যেখান থেকেই হোক। ভালো লাগতো,আবার অনেক সময় তা কেটে দিতাম। তবে এমন একটা মুহূর্ত আমার জীবনে আসবে এটা ভাবিনি। এখন যেন ফটোগ্রাফির প্রতি আরো বেশি উৎসাহ জেগে উঠেছে মনে, তাই রোদ্রের মুহূর্তেও দাঁড়িয়ে থেকে ফটো তুলতে তেমন কিছু মনে হচ্ছে না। যাইহোক এভাবেই চেষ্টা করে অনেকগুলো সুন্দর সুন্দর মরিচের ফটোগ্রাফি করে ফেললাম।

IMG_20231123_103703.jpg

IMG_20231123_103701.jpg
Camera: Huawei P30 Pro-40mp
Location


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  
 last year 

বেশ কয়েকটা কাঁচা মরিচের ফটোগ্রাফি দেখতে ঝাপসা লাগছে। আরো সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করতে হবে। একই সাথে ভিন্ন ভিন্ন দৃশ্যের ফটোগ্রাফি করে শেয়ার করতে হবে। যাহোক, আশা করি আগামী দিনে আরো ভালো ফটোগ্রাফি দেখতে পাবো।

 last year 

তবে চেষ্টা করছি ক্লিয়ার করে ফটো করতে

 last year 

চেষ্টাই সফলতা। ভালো ফটোগ্রাফি করতে হলে অবশ্যই অন্যদের ভালো ফটোগ্রাফি ফলো করা অত্যন্ত জরুরি।
আপনার ফটোগ্রাফি গুলো ও বেশ সুন্দর হয়েছে।
তবে একটি পোস্টে একই ধরনের ফটোগ্রাফি হয়ে গিয়েছে।

 last year 

দোয়া করবেন যেন ভালো ফটোগ্রাফি করতে পারি

 last year 

চেষ্টা চালিয়ে যাও, মোটামুটি ভালই হয়েছে ফটোগুলো। আশা করি এভাবেই সুন্দর ফটোগ্রাফি করতে শিখে যাবে। আমিও তো অনেক ফটো তুলেছি তোমার ওই সেটে, বেশ ভালো ফটো হয়তো। তবে ভিন্ন ভিন্ন ফটো শেয়ার করতে হবে। সর্বদা দোয়া রইল।

 last year 

আবার পুকুরে যাব

 last year 

প্রিয় মানুষটাকে নিয়ে পুকুরের পাশে আপনার কাটানো অনুভূতিগুলো পড়ে ভালো লাগলো। তবে আপনার প্রচেষ্টা সফল হোক এবং আপনি আগামীতে আরো ভালো ফটোগ্রাফি করেন এটা প্রত্যাশা করি।

তবে আজকের পোস্ট কিন্তু বেশ ভালো হয়েছে। নিখুঁত ফটোগ্রাফি এবং তার সঙ্গে চমৎকার করে সাজিয়েছেন চমৎকার টপিক।

 last year 

হ্যাঁ ভাইয়া সবজি তুলতে মাঝেমধ্যে পুকুরে যাই আমি তার সাথে

 last year 

সত্যি রুমের মধ্যে একা একা খুব একটা বসে থাকতে ইচ্ছে করে না মনটা চায় প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে। প্রকৃতির মাঝে সময় কাটালে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আপনি দেখছি মরিচ গাছের সবজি জমিতে গিয়ে খুবই ধৈর্য সহকারে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি সচরাচ র এখন সকলেই করে তবে ধৈর্য নিয়ে ফটোগ্রাফি করলে আসলেই অনেক বেশি সুন্দর হয়। আপনি চেষ্টা করে গিয়েছেন সুন্দর ফটোগ্রাফি করার এটাই অনেক বড় একটা সার্থকতা ভবিষ্যতে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন বলে আশা রাখি। ‌ শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এজন্য তো তার পিছু পিছু ছবি তুলতে চলে যায়