শীতের সকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হাঁটতে যাওয়ার মুহূর্ত
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে পোস্ট শুরু করা যাক।
শীতের সকালে আমাদের হাঁটতে যেতে অনেক ভালো লাগে। এমন সুন্দর পরিবেশে তো আরো বেশি হাঁটতে যেতে বেশি ভালো লাগে। তার কারণ শীতের সকালে বাসায় থাকলে শীত লাগে বেশি তবে বাহিরে হাঁটতে গেলে বেশ ভালো লাগে। আমার অনেক ইচ্ছা ছিল কুয়াশার মধ্যে হাটতে যাওয়ার তবে এখনো তেমন কুয়াশা পড়ে নাই। তারপরও সকাল ভোরে আমার হাজব্যান্ড কে বললাম হাঁটতে যাওয়ার কথা, তাই সেও দেরি না করে আমার সাথে হাঁটতে বের হয়ে যাই। সকাল বেলায় এমন সুন্দর মুহূর্ত পার করতে আমার কাছে খুবই ভালো লাগে। সাথে যদি এক কাপ চা থাকে তাহলে তো আরো বেশি ভালো লাগে। তবে আমরা সেদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে গিয়েছিলাম না সামনে থেকে চলে এসেছিলাম। তো সেখানে চা বিক্রেতা ছিল না তাই চা খাওয়া হয় নাই। আমাদের বাসা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুবই নিকটে এক কথায় হেঁটে যাওয়া যায়। তাই মাঝে মাঝেই সুযোগ পেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে যাওয়া হয়।
আমার কাছে এমন ফাঁকা রাস্তা থাকলে হাঁটতে বেশি ভালো লাগে।তার কারণ বিকেলবেলা রাস্তায় অনেক লোকজন থাকে সেই সাথে রিক্সা চলাচল করে বেশি।তাই আমার কাছে সকালবেলা হাঁটতে যেতে একটু বেশিই ভালো লাগে। সকালের হাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই আমাদের শখ ছাড়াও সকাল বেলা হাঁটা বেশ উপকারী। আমার কাছে মনে হয় দূরে কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে আশেপাশেই ফাঁকা জায়গায় মানে খোলামেলা পরিবেশে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগে। তাই সুযোগ পেলেই আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে চলে যাই।
শীতের সকালের এমন মিষ্টির রোদ অনেক বেশি ভালো লাগে। যাকে বলা হয় মিষ্টি একটা রোদ। গরমের সময় রোদে দাড়িয়ে থাকলে শরীর অনেক গরম হয়ে যায় তবে শীতের সকালে রোদে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। আমি তো সকাল বেলা প্রতিদিনই রান্না শেষ করে রোদে গিয়ে বসে থাকি। তার কারণ বাসার ভেতর থাকলে অনেক বেশি ঠান্ডা লাগে। শীতের সকালে এমন মিষ্টি রোদে বসে থাকতে খুবই ভালো লাগে আমার কাছে। তখন প্রায় ৮ টা বাজে সেই সময়ই একজন কে দেখলাম পুকুরে মাছ ধরতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকগুলো পুকুর আছে। ঘুরতে গেলেই দেখি তাঁরা মাছ ধরে।এই সময় গুলো পার করতে আসলেই অনেক বেশি ভালো লাগে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| বিষয় | লাইফস্টাইল |
|---|---|
| লোকেশন | Location |
| ফটোগ্রাফি ডিভাইস | realme Note50 |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| দেশ | বাংলাদেশ |
| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
|---|









Upvoted! Thank you for supporting witness @jswit.