হাজবেন্ডের কাছ থেকে গিফট পাওয়ার অনুভূতি
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আশা করি আপনাদের আজকের পোস্টটি অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের পোস্ট শুরু করা যাক।
গিফট পেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গিফট পেতে আমার তো অনেক বেশি ভালো লাগে। তবে এমন সুন্দর গিফট পেলে তো আরো বেশি মনটা ভালো হয়ে যায়। অনেকদিন ধরেই আমার মেকআপের কম্ব দেওয়ার ইচ্ছা ছিল তবে এভাবে হট করে কিনে দিবে আমি ভাবতেও পারি নাই।গত রবিবার একটা পেইজের মেকআপের ভিডিও আমি আমার হাজব্যান্ড কে শেয়ার করি এবং সে আমাকে কিছুই বলে না। পরে গত মঙ্গলবার দেখি আমাকে কল দিয়ে বলে একটা অর্ডার আছে সেটা ডেলিভারি ম্যান এর কাছ থেকে রিসিভ করার জন্য এবং সে মেকআপ অর্ডার দিয়েছে ওগুলা দেখে নেওয়ার জন্য। তাই সেখানে বক্সটার খুলে দেখে নিলাম। বক্সটা খুলতে ডেলিভারি ম্যান আমাকে হেল্প করল। উনার আচরণ অনেক বেশি ভালো। তাই আমি সুন্দর করে চেক করে নিয়ে আসলাম।
বক্সটা খোলার পর সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগছিল। তার কারণ সেখানে মেকআপ করার সব আইটেম ছিল। আমারতো এগুলা দেখে মনটাই ভালো হয়ে গেছিল। মেকআপ করতে সব মেয়েরাই অনেক বেশি পছন্দ করে। ঠিক তেমনি করে আমারও মেকাপ করতে খুবই ভালো লাগে। অবসর সময়ই শাড়ি পড়ে সুন্দর করে সাজুগুজু করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই অনেকদিন ধরে ইচ্ছা ছিল এমন একটা কম্ব নিব। তবে আমার হাজবেন্ড আমাকে এভাবে গিফট করবে আমি ভাবতেও পারি নাই। কেমন ছোটখাটো গিফট অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যেকোনো মানুষ কোন কিছু গিফট দিলে তার প্রতি যেন আমার একটু বেশি ভালোবাসা কাজ করে। এটা সবার হয় কিনা জানিনা তবে আমার কেন জানি না এমন হয় যে কেউ যে কোন একটা কিছু সেটা হোক কলম বা আরো ছোট কিছু উপহার তাও তার প্রতি অনেক ভালোবাসা কাজ করে।
এমন একটা মেকআপ কম্ব বাসায় থাকলে আসলে পার্লার যাওয়া লাগে না। তার কারণ এখানে মেকআপের শুরু থেকে সবগুলো আছে। মেকাপের দামটা এমন বেশি নিয়েছে তা না কিন্তু কম দামে অনেক সুন্দর একটা জিনিস নিয়েছেন। সেই সাথে কিন্তু ডেলিভারি চার্জও একদম ফ্রি নিয়েছে। অনলাইন থেকে আমি খুব কম জিনিস অর্ডার করি। তার কারণ তারা এক জিনিস দেখায় আরেক জিনিস দিয়ে দেয় অনেক সময় মান ভালো হয় না। এজন্য দেখা যায় অনলাইন থেকে আমি খুব কম কেনাকাটা করে থাকি। তবে এবার এই মেকআপ কম্বোটা অর্ডার দিয়ে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। তার কারণ যেমনটা দেখেছি ঠিক তেমনটাই পেয়েছি।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
| বিষয় | গিফট |
|---|---|
| লোকেশন | Location |
| ফটোগ্রাফি ডিভাইস | realme Note50 |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| দেশ | বাংলাদেশ |
| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
|---|








Upvoted! Thank you for supporting witness @jswit.