সবজি দিয়ে খিচুড়ি রান্না ও পিকনিকের অনুষ্ঠান
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-১২-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সবজি দিয়ে খিচুড়ি রান্না ও পিকনিকের অনুষ্ঠান। গত কয়েকদিন আগে আমরা পাড়ার সকল ছেলেরা মিলে সবজি খিচুড়ি দিয়ে পিকনিক করেছিলেন। প্রথমে আমি এবং আমার বাড়ির পাশের আরেকটি ছেলে দুজন মিলে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে এসেছিলাম অল্প অল্প করে। আসলে সবজি খিচুড়ি দিয়ে পিকনিক করতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে আজকে ১৬ই ডিসেম্বর উপলক্ষে পিকনিকের জন্য মাংস কিনতে গিয়েছিলাম বাইরে। বাড়িতে এসে বেশ কিছু সময় কাজ করেছিলাম তারপরেই রুমে এসে ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করি। তাই বসে গেলাম গত দিনের সবজি খিচুড়ি দিয়ে পিকনিকের আড্ডার পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকে আপনাদের মাঝে আরও বিস্তারিত শেয়ার করা যাক..........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি শেয়ার করেছি। প্রথমে সবজিগুলো আমরা খুবই সুন্দরভাবে কাটার পরে একটি নির্দিষ্ট হাড়ির মধ্যে রাখার পরে সবজিগুলো ধুয়ে তারপরেই আপনাদের মাঝে একটি ছবি তুলে শেয়ার করেছি। এবার আপনাদের লক্ষ্য করলে দেখতে পারবেন খিচুড়ি রান্না করার জন্য আমরা হাড়ির মধ্যে ডাউল ও রসুন ঝাল পিয়াজ যে সকল জিনিসগুলো প্রয়োজন আমরা সেগুলো খুবই সুন্দরভাবে একসাথে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি আবারও ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সবজি খিচুড়ি আমাদের পাড়ার সকল ছেলেরা মিলে এর আগেও আমরা বেশ কয়েকবার পিকনিক করেছি আসলে রাতের বেলায় পিকনিক করার মজাই আলাদা প্রায় আমরা কিছুদিন পর পর রাতে এরকম খিচুড়ি ও মুরগির মাংস দিয়ে পিকনিক করে থাকি।
আপনারা উপরে আবারো লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে তিনটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের পিকনিক করার জন্য বাইরে নির্দিষ্ট একটি চুলা তৈরি করা রয়েছে। আমরা চুলার উপরে রান্না করার জন্য বসে গিয়েছি সেখানে জাল দিচ্ছিল এবং আমরা খিচুড়ি অনেক সুন্দর ভাবে নাড়কি দিয়ে হাঁড়ির মধ্যে নাড়তে ছিলাম। আমরা যখন রান্না করতে ছিলাম বাইরে খিচুড়ি রান্নার আশেপাশে প্রায় অনেক ছেলেরা বসে আগুন পোহাতে ছিল এবং চুলায় জাল দিতে ছিল এই মুহূর্তটা সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। সকলে মিলে একসাথে খিচুড়ি রান্নার পিকনিকে খুশ গল্পে মেতে উঠেছিলাম এবং সেখানে খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা সকলে মিলে অতিবাহিত করেছিলাম। আসলে খুব অল্প সময়ের মধ্যে খিচুড়ি রান্না করা সম্ভব তাই আমরা রাতে শুধুমাত্র খিচুড়ি এবং মুরগির মাংস দিয়েই মাঝেমধ্যে পিকনিক করে থাকি। তবে অনেকদিন পর আজকে ভিন্ন পদ্ধতিতে আবারো সবজি খিচুড়ি রান্না করে পিকনিকের আয়োজন করেছি।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন খিচুড়ি রান্নার শেষে আমরা চুলার উপর থেকে নামানোর পরে সবাই খিচুড়ি খাওয়ার জন্য পাল্লা দিয়েছিলাম। আসলে সবজি খিচুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সকলে যখন সবজি খিচুড়ি খাচ্ছিল আমি বেশ কয়েকজনের ছবি খুবই চমৎকারভাবে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। এভাবে আমরা প্রায় অনেক সময় খিচুড়ি রান্নার পিকনিকে মেতে উঠেছিলাম সেখানে আমরা গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম এবং সকলে মিলে একসাথে খিচুড়ি গিয়েছিলাম আসলে এভাবে পিকনিক করার মজা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। এভাবেই প্রায় পিকনিক শেষ করতে আমাদের রাত বারোটা বেজে যায়। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকল কার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
















🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/i/status/2001500354261950546
https://x.com/i/status/2001501036058677659
https://x.com/i/status/2001678563129659819
https://x.com/i/status/2001678903673524692
https://x.com/i/status/2001500354261950546
https://x.com/i/status/2001501036058677659
https://x.com/i/status/2001678563129659819
https://x.com/i/status/2001678903673524692
https://x.com/i/status/2001500354261950546
https://x.com/i/status/2001501036058677659
https://x.com/i/status/2001678563129659819
https://x.com/i/status/2001678903673524692