ছাদ থেকে তোলা কিছু ছবি (১০% shy-fox)
আসসালামু আলাইকুম
নিজেদের ছাদকে নতুন করে সাজালাম। এর আগেও আমি আপনাদের সাথে আমার ছাদের কিছু গাছের ছবি শেয়ার করেছিলাম। আজকে নতুন করে আবার সব কিছু সাজালাম। তারই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
১নং ছবি
এই ফুলটির নাম জানি না। তবে ফুলটি দেখতে খুবই সুন্দর।
২নং ছবি
এই ফুলটিরও নাম জানি না। তবে আমার ছাদে যতোগুলো ফুলগাছ আছে সব থেকে আকর্ষণীয় লাগে এই ফুলটি।
৩নং ছবি
গাছটি অনেকদিন আগে কিনেছিলাম। প্রায় সারা বছরই ফুল দেই গাছটি। প্রায় ২/৩ বছর হয়ে গিয়েছে গাছটি লাগিয়েছি।
৪নং ছবি
এটি আখ গাছ।
৫নং ছবি
কিছু শ্যাওলাকে এভাবে পানির ভেতর লাগিয়েছি।
৬নং ছবি
৭নং ছবি
৮নং ছবি
অনেকদিন আগে একবার আমাদের ছাদের সামনের দিকের ছবি গুলো শেয়ার করেছিলাম। আজকে আমাদের ছাদের পেছনের ছবি গুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। এই ছিল আমার আজকের পোস্ট।ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ
ডিভাইস Samsung A30s
ফটোগ্রাফার @farhanatonni
লোকেশন নড়াইল
আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। এই ছিল আমার আজকের পোস্ট।ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ
ডিভাইস | Samsung A30s |
---|---|
ফটোগ্রাফার | @farhanatonni |
লোকেশন | নড়াইল |
https://twitter.com/abbcommunity/status/1479346447849979904?t=_DLteSdVN4mEpAwLbjG46g&s=19
আপনার তোলা ফটোগ্রাফির গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার হাতে জাদু আছে। খুব দক্ষতার সহিত ফটোগ্রাফিগুলো করেছেন। আপনি আপনার ছাদকে অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল আপু। আপনি ছাদ টি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। বিশেষ করে ঝুলানো টব গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
এক কথায় অসাধারণ। আপনার ছাদকে আপনি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। তবে ফুলগুলোর ফটোগ্রাফি অসাধারণ ছিল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আপনার ছাদটা অনেক সুন্দর, এবং অনেক গাছ আছে।আপনার মনে হয়,ছাদে আসলে শত মন খারাপ হলেও মন ভালো হয়ে যায়।ছবিগুলাও অসাধারণ তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য,শুভ কামনা রইল আপনার জন্য।
ওয়াও বেশ ভালো হয়েছে আপু আপনার ফুলের ছবিগুলো। সত্যিই অনেক দক্ষতার সাথে আপনি ছবিগুলো তুলেছেন। আপনার ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল