আমার লেখা স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
বেশ অনেকদিন পর ভাবলাম কিছু কবিতা আপনাদের মাঝে শেয়ার করা যাক। বিশেষ করে সময় স্বল্পতার কারণে পোস্টগুলো তৈরি করা হয়ে ওঠে না। যেহেতু আজকে একটু সময় পেলাম তাই আনমনে কিছু কবিতা লিখে ফেললাম। যেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। যদিও অনুকবিতা বরাবরই আমার পছন্দের, তাই অনেকদিন পর লিখেও আনন্দ পেলাম।আজ এজন্যই ভাগ করে নিলাম আপনাদের সাথে।
(১)
অন্ধকার জগতে পা ফেলা বড় দায়,
চারিদিকেই যেন ভরপুর বিষাক্ত কাঁটায়।
আলোর ছিটেফোঁটাও নেই জগতে,
বিষাদে ভরা জীবন অনিশ্চয়তার প্রতিঘাতে।
(২)
নীল আকাশের তারাগুলো অধীর অপেক্ষায়,
বসে আছে যেন নিরুপায় আর অসহায়,
গোলকধাঁধার মাঝে খুঁজেও পায় না জীবন,
ভুবনের মাঝেই করে আত্মগোপন ।
(৩)
অজানায় ডুবে যাই রহস্যময় স্বপ্নে,
নির্দ্বিধায় হারিয়ে যাই অচেনা ভুবনে,
কল্পনার জগৎটাকে সাজিয়েছি আনমনে,
যেখানে ঠাঁই নেই কোনো অচেনা জনের।
(৪)
অবুঝরাও বুঝে যায় অভিমানী হয়ে পালায়,
শুধু তুমি বুঝেও বুঝোনা আমায়,
নিরবতার মাঝে তাই গড়েছি নিজেকে,
শক্ত দেয়ালের আবরণে ঢেকেছি স্বপ্নকে।
(৫)
যেখানে নেই মানের সম্মান,
সেখানে মান করে বড়ই অভিমান,
যেখানে নেই মনুষত্বের ঘ্রাণ,
সেখানে নেই ভালোবাসার প্রাণ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)


