আমার লেখা অনু কবিতা




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।


1000002626.jpg




সবুজ প্রকৃতির যেন হাতছানি দিয়ে ডাকে

গ্রামের অরণ্যভূমি মায়ায় বেঁধে রাখে।

তাইতো আমি ছুটে যাই গ্রামের প্রতি
যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সকল স্মৃতি।

খুঁজে পাই একরাশ হারিয়ে ফেলার সুখ
সবুজ অরণ্যে গা ভাসালেই ভরে ওঠে বুক।


মন চায় মিশে যায় সবুজ ঘাসের বুকে

শীতল বাতাসে হাত মিলিয়ে থাকে কিছুটা সুখে।

ইট পাথরের দেয়াল যেন ভালো লাগে না আর
যানজট আর গাড়ির শব্দ পাগল করেছে আমার।

ছেড়ে যেতে চাই এই পাগলা গারদ যেথায় আছে সুখ।
কতদিন হলো দেখি না গ্রাম বাংলার মুখ।



হাই স্রষ্টা আমি ভালোবাসলাম কার

দেয়নি সে ভালবেসে বেঁচে থাকার অধিকার

এক বুক যন্ত্রণা দিয়েছে
কেড়ে নিয়েছে নিদ্রা আহার

হাই বিধাতা আমি ভালবাসলাম কার
হারিয়ে ফেলেছি মনের আশা যা ছিল আমার

ভেঙে চুরমার হয়ে গেছে মনটা
প্রেমের অনুভূতি ভালো লাগে না আর।

এটাই কি ছিল প্রাপ্য পরাজিত ভালবাসার
আমার যে ছিল আপন, হয়ে গেল কার?

হাই বিধাতা এ কেমন দিলা তুমি জীবন আমার
দিলানা প্রেম ভালোবাসার অধিকার।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিসরিষা ফুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 last year 

আমার আজকের টাস্ক

1000002632.jpg

1000002630.jpg

1000002628.jpg

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনার লেখা প্রতিটি অনুকবিতা আমাদের সবুজ শ্যামল প্রকৃতি কে ঘিরে। কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন।

 last year 

ভাইয়া আজ আপনি বেশ অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। প্রত্যেকটি কবিতা এই অসম্ভব সুন্দর হয়েছে। কবিতা লাইন গুলো অনেক সুন্দর করে ছন্দের সাথে তাল মিলিয়ে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রশংসা করলে আর সুন্দর কবিতা হবে।

 last year 

আজকে আপনি সুন্দর অনু কবিতা লিখেছেন। বিভিন্ন ধরনের টপিক নিয়ে অনু কবিতা লিখা পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার তিনটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আশা করব এভাবে উৎসাহ দিবেন আরো