স্বরচিত কবিতা- "জীবন"

in আমার বাংলা ব্লগ12 hours ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।


image.png

এই কবিতাটি জীবনের বাস্তব পথচলা ও মানসিক শক্তির কথা বলে। এতে জীবনকে ভোরের আলো ও নীরব সন্ধ্যার গানের সঙ্গে তুলনা করা হয়েছে যেখানে ভাঙা স্বপ্নের মাঝেও নতুন করে আশার জন্ম হয়। চলার পথে মানুষ আঘাত পায় ও ভুল করে, তবু থেমে থাকে না কারণ সেই ভুল থেকেই বাঁচার নতুন পথ খুঁজে নেয়। বাইরে হাসি থাকলেও ভেতরে লুকানো কষ্ট থাকে, আর সময় মানুষকে ধৈর্য ধরতে ও নিজেকে টিকিয়ে রাখতে শেখায়। কবিতাটি জানায় যে জীবনের আসল সাফল্য জেতা নয়, বরং শেখা এবং হেরে গিয়েও বেঁচে থাকার সাহস অর্জন করা। যারা পরাজয়ে ভেঙে পড়ে তারা দুর্বল নয়, কারণ প্রকৃত বীর কখনো সত্যিকার অর্থে মরে না।

স্ব-রচিত কবিতা ‘’জীবন’’

লেখা- মাহফুজা নীলা

জীবন মানে ভোরের আলো,
সন্ধ্যার নীরব গান,
ভাঙা স্বপ্নে জাগায় আশা,
নতুন শত টান।।

হাঁটতে হাঁটতে ক্ষত হয়,
তবু থামে না পথ,
ভুলের ভেতর খুঁজে নেয়,
বাঁচার হাজার পথ।।

কাঁদে মন আড়ালে,
হাসে সবার মাঝে,
সময় শেখায় ধৈর্য ধরতে,
নিজেকে টিকিয়ে রাখতে।।

জীবন শেষে বুঝি ভাই,
জেতা নয় শিক্ষা,
হেরে গিয়েও বেঁচে থাকা,
এটাই বড় দীক্ষা।.।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png