স্ব-রচিত কবিতা-শীতের চুলাঘর

in আমার বাংলা ব্লগ3 hours ago

আসসালামু আলাইকুম

হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।

image.png

এই কবিতায় শীতের সন্ধ্যার গ্রামবাংলার এক উষ্ণ ও আবেগময় চিত্র ফুটে উঠেছে যেখানে প্রকৃতি মানুষ আর স্মৃতি এক হয়ে গেছে। শীতল হাওয়ায় কাঁপতে থাকা গ্রাম যেন নীরবে ডেকে আনে অতীতের মমতাময় সময়গুলোকে। দাদী চুলার পাশে বসে গল্প বুনছেন আর সেই গল্পের সঙ্গে মিশে আছে জীবনের সুখ দুঃখ যুদ্ধ আর সংগ্রামের স্মৃতি। খেজুরের রসে ভেজা মাটির হাঁড়ি আর মাটির চুলায় তৈরি হওয়া পিঠাপুলির গন্ধ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে যা শুধু খাবারের স্বাদ নয় বরং পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক হয়ে ওঠে। ঢালী ভরা পিঠা দেখে শিশুদের চোখে আনন্দ আর জিভে জল আসে আর সেই দৃশ্যে দাদীর মমতা আরও গভীর হয়ে ওঠে। নকশি পিঠার আঁচলে লুকিয়ে থাকে স্নেহ আদর আর আশ্রয়ের অনুভূতি যেখানে শিশুরা পেট ভরে খেয়ে কিছু সময়ের জন্য সব দুঃখ ভুলে যায়। গল্প বলতে বলতে দাদী নিজের অতীতে ফিরে যান যুদ্ধ আর কষ্টের স্মৃতি ছুঁয়ে গেলেও শেষ পর্যন্ত তিনি নীরবে সুখ বিলিয়ে দেন পরিবারের মাঝে। শীতের রাতের নরম শব্দ আর দাদীর কণ্ঠে বলা রূপকথা যেন ঘুম পাড়ানি গানের মতো কাজ করে যা মনকে শান্ত করে হৃদয়ে টান সৃষ্টি করে। চুলার পাশে বসে থাকা সেই মুহূর্তগুলো জীবনের বড় সুখ হয়ে ধরা দেয় যেখানে আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া পারিবারিক বন্ধন আবার জেগে ওঠে। কবিতাটি শীতের রাতের সেই সাধারণ অথচ অমূল্য সময়কে স্মৃতির সুতোয় বুনে হৃদয়ের গভীরে রেখে দেয় যা পাঠকের নিজের শৈশব আর আপনজনের কথা মনে করিয়ে দেয়।

স্ব-রচিত কবিতা
শীতের চুলাঘর

লেখা- মাহফুজা নীলা

সন্ধ্যার গ্রাম বাংলা,
শীতল হাওয়ায় কাঁপে,
দাদী তখন চুলার পাশে
কত গল্প বুনে।।

খেজুরের রসে ভিজে মাটির হাড়িঁ,
মাটির চুলায় তখন পিঠাপুলি রাধেঁ,
পিঠার গন্ধ ভাসে ঘরের কোনে,
ঢালী ভরা পিঠা দেখে জিভে জল আসে।।

নকশি পিঠার আঁচল ভরে
দাদীর মমতা আদরে,
বাচ্চারা সব পেট ভরে খায়
আনন্দ মাখা ক্ষনিকে।।

গল্প বলতে বলতে দাদী,
যায় ফিরে অতীতে,
যুদ্ধ-দুঃখের স্মৃতি ছুঁয়ে,
সুখ এনে দেয় নীরবে।।

শীতের রাতের নরম শব্দ,
দেয় ঘুম পাড়ানি গান,
দাদীর কণ্ঠে রূপকথা,
মনে জাগায় টান।।

চুলার পাশে বসে থাকা,
জীবনের বড় সুখ,
শীতের রাতের সেই সময়
হৃদয়ে স্মৃতি বুনে রয়।।

পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে।❤️

image.png