স্ব-রচিত কবিতা-স্বার্থের দুনিয়া
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
কেমন যেন চারদিকের মানুষগুলো বদলে যাচ্ছে। চারদিকে শুধু স্বার্থপর মানুষের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। এখন মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। অন্যের দিকে ফিরে তাকানোর সময় যেন কারও নেই। নেই কারও এতটুকুও সময় অন্যকে খুশি করার জন্য। স্বার্থের কাছে আজ হেরে যাচ্ছে ভালোবাসা। আর এই স্বার্থপরতাই আজকাল আমাদের জীবনে কাল হয়ে উঠেছে। আজ তাই তো স্বার্থের দুনিয়াকে নিয়ে আপনাদের মাঝে ছোট একটি কবিতা শেয়ার করতে বসলাম। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
স্বার্থের মায়াজাল ছড়িয়ে মানুষ,
আছে সবখানে,
মানুষ যেন বন্দী আজ,
স্বপ্ন পূরণের ভিড়ে।
প্রতিটি কদম যেন,
ফেলে হিসেব কষে,
মনুষত্ব হারায় মানুষ,
স্বার্থকে জড়িয়ে রেখে।।
এক বিন্দু সুখের আশায়,
খোঁজে অন্যের কান্না,
নিজের জয়ের পথে,
হেরে যায় মানবতা।।
হৃদয়ের গভীরে তার,
যেটুকু ভালোবাসা ছিল,
তাও হয়ে গেল ছায়া,
স্বার্থের মায়ায় পড়ে।।
স্বার্থের সীমার যেন,
নেই কোন শেষ,
সবাই হয় পর,
থাকেনা কেউ আপন।।
কাছের বাঁধন ছেড়ে,
অচেনা পথে যায় চলে,
পৃথিবীর এ নিয়ম ভাই
বদলাবে কবে?
তবুও আশাগুলো খোজেঁ,
আলোর পথ,
স্বার্থের ঊর্ধ্বে যেন,
ভালো মানুষ মেলে।।
স্মরণ করায় তারা,
আমরা সবাই এক,
স্বার্থগুলো ভুলে ভালোবাসায়,
হয়ে উঠুক সবাই এক।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।


বাহ্ আপনি তো দারুণ দারুণ স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার লেখা স্বরচিত কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতা টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।